Babu

Babu Digital creator (south korea �)

15/06/2025
07/06/2025

07/06/2025

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম"। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা -
ঈদ মোবারক

পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে চলা সকল ভাই বোন এর জন্য দোয়া রইল যাত্রা শুভ হোক।ঝুঁকিপুর্ন ভাবে কোন পরি...
06/06/2025

পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে চলা সকল ভাই বোন এর জন্য দোয়া রইল যাত্রা শুভ হোক।ঝুঁকিপুর্ন ভাবে কোন পরিবহনে চড়বেন না মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি। দেশ ও দেশের বাহিরে থাকা সকল মুসলমান ভাই বোন দের কে জানাই অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মোবারক"

05/06/2025

🛑 প্রবাসীরা চোর না — এয়ারপোর্টে অপমান বন্ধ করো!

প্রবাসীরা ভিক্ষা করে না, ঘাম ঝরিয়ে দেশের জন্য টাকা পাঠায়।
তাদের রেমিট্যান্সে চলে দেশের অর্থনীতি, চলে হাজারো পরিবারের ভাতের হাড়ি।

তবুও তারা যখন দেশে ফেরে, তখন এয়ারপোর্টে সম্মান নয়, জোটে তল্লাশির নামে লাঞ্ছনা, ব্যাগ খুলে জিনিসপত্র ছুঁড়ে ফেলা, অকারণে জেরা, এমনকি ঘুষের দাবি!

এই অন্যায় আর চলতে দেওয়া যায় না।

✊ প্রবাসীরা অপরাধী নয়।
✊ তারা এই দেশের গর্ব, এই দেশের হৃদয়।
✊ তাদের সম্মান দাও, হয়রানি বন্ধ করো!

#প্রবাসীদেরসম্মানদাও
#এয়ারপোর্টহয়রানিবন্ধকরো
#আমারপ্রতিবাদ
#রেমিট্যান্সযোদ্ধাদেরসম্মানচাই

04/06/2025

           #শ্রমিক থেকে রাষ্ট্রনায়ক: দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইজেমিয়ং (이재명)-এর সংগ্রামী জীবনকাহিনি !দক্ষ...
04/06/2025

#শ্রমিক থেকে রাষ্ট্রনায়ক: দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইজেমিয়ং (이재명)-এর সংগ্রামী জীবনকাহিনি !

দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে। ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া এর নেতা ইজেমিয়ং এক বিস্ময়কর ও অনুপ্রেরণাদায়ক যাত্রার মাধ্যমে দেশের নেতৃত্বে আসতে যাচ্ছেন। এক সময়ের কিশোর কারখানা শ্রমিক থেকে শুরু করে মানবাধিকার আইনজীবী এবং অবশেষে প্রেসিডেন্ট পদে উন্নীত হওয়া এই যাত্রা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি দক্ষিণ কোরিয়ার সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

ইজেমিয়ং ১৯৬৪ সালে উত্তর খিয়ংসাং প্রদেশের (북경상도) আন্দং (안동) নামক একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্য ছিল তাঁর জীবনের স্থায়ী সঙ্গী। প্রাথমিক বিদ্যালয় শেষ করেই পরিবারকে সাহায্য করতে তিনি চলে আসেন সংনাম (성남), গিয়ংগি প্রদেশে (경기도)। সেখানে তিনি একটি ঘড়ি তৈরির কারখানায় মাত্র ২০০ উওন
মজুরিতে কাজ শুরু করেন। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তাঁর বাম হাতে স্থায়ী আঘাত লাগে, যা সারা জীবন বহন করে চলেছেন।

কঠিন বাস্তবতার মাঝেও তিনি নিজের ভাগ্য পরিবর্তনের সংকল্প নেন। মাধ্যমিকের সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুংআং বিশ্ববিদ্যালয় (중앙대학교)-এর আইন অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনেই ১৯৮০ সালের খোঁয়াংজু অভ্যুত্থান (광주 민주화 운동) তাঁকে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের পথে উদ্বুদ্ধ করে।

আইন পাশ করার পর তিনি সংনামে মানবাধিকার আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। দুর্নীতিবিরোধী লড়াই, গণস্বাস্থ্য সেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তিনি দ্রুতই খ্যাতি অর্জন করেন। একটি পাবলিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ ছিল তাঁর অন্যতম উল্লেখ কাজ।

২০১০ সালে তিনি সংনামের (성남) মেয়র নির্বাচিত হন। সেখান থেকে তাঁর জাতীয় পরিচিতি গড়ে ওঠে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম, যুবকদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা ও প্রসূতি সেবা চালু করে তিনি জনগণের মনোযোগ কেড়ে নেন।

২০১৬ সালে রাষ্ট্রপতি পার্কগুণহের (박근혜) দুর্নীতির প্রতিবাদে প্রথম সারিতে দাঁড়িয়ে তিনি তাঁর সংস্কারপন্থী ভাবমূর্তি মজবুত করেন।

২০১৮ সালে তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনবহুল অঞ্চল গিয়ংগি প্রদেশের (경기도) গভর্নর নির্বাচিত হন। তিনি দেশের প্রথম ইউনিভার্সাল কোভিড-১৯ ত্রাণ বিতরণ প্রক্রিয়া শুরু করেন এবং অবৈধ নির্মাণ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার ওপর কঠোর নীতি গ্রহণ করেন।

২০১৭ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও তিনি তখন নির্বাচিত হননি। ২০২২ সালের নির্বাচনে মাত্র এক শতাংশের কম ব্যবধানে পরাজিত হন ইউনসকইয়ল (윤석열)-এর কাছে। কিন্তু হাল না ছেড়ে তিনি সংসদ সদস্য হিসেবে ফিরে আসেন এবং পরে ডিপিকে নেতৃত্ব দেন।

২০২৫ সালের ইউনসকইয়লের (윤석열) অভিশংসনের ফলে অনুষ্ঠিত হয়, তিনি বিপুল ব্যবধানে এগিয়ে থেকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।

তাঁর রাজনৈতিক জীবনে বিতর্কও কম ছিল না। কিছু রিয়েল এস্টেট কেলেঙ্কারি নিয়ে তদন্ত হয়েছে। ২০২৪ সালে বুসান (부산)-এ এক ছুরি হামলায় তিনি প্রাণে বেঁচে যান। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সাধারণ ও তরুণ জনগণের সমর্থন তাঁর প্রতি অটুট থেকেছে।

ইজেমিয়ং (이재명) আজকের দক্ষিণ কোরিয়ার প্রতিচ্ছবি এক সংগ্রামী, আত্মনির্ভরশীল ও সংস্কারমুখী নেতৃত্বের মুখ। তাঁর জীবনের গল্প শুধু কোরিয়ার জনগণের নয়, সারা বিশ্বের জন্যই অনুপ্রেরণার উৎস হতে পারে।
অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট ..

Address

Seoul

Telephone

+821097386643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babu:

Share