Hamdan Shifa Center - হামদান শিফা সেন্টার

Hamdan Shifa Center - হামদান শিফা সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hamdan Shifa Center - হামদান শিফা সেন্টার, Incheon.

কুরআনের আলোয় শিফা —
কালো যাদু (ব্লাক ম্যাজিক)
জ্বীনের আছর, যাদু, বানটোনা,বদনজর,
ও রূহানি সমস্যার ইসলামি চিকিৎসা।
রুকইয়া শরইয়াহ, চিকিৎসা,
ও আমল দোয়া নির্ভর সমাধান।
বিঃদ্রঃ শুধুমাত্র কুরআনিক চিকিৎসা করা হয়
কোন মানুষের ক্ষতি বা কুফরি কালাম করা হয় না ❌

29/06/2025

এক পেশেন্টের বাসায় কলিং বেলে ৩ বার চাপ দিয়ে দরজার সামনে এইটা রেখে যায়।দরজা খুলে উনারা কাউকেই দেখতে পাননি।

রক্ত দিয়ে এই যাদু অসুস্থতা,বিচ্ছেদ এবং হত্যার জন্য করা হয়েছে।
কারা যাদু করেছে পেশেন্টরা সেটা ভালোভাবেই জানেন।এর আগেও অনেকবার যাদু করা হয়েছে তাদের..

এখন প্রশ্ন হচ্ছে, যাদু লুকিয়ে না রেখে দরজার সামনে কেনো রাখলো? তাও আবার কলিং বেল দিয়ে?

এর উত্তর হচ্ছে...কিছু যাদু এমন যা স্পর্শের মাধ্যমে এক্টিভ হয়..মানে স্পর্শ করার সাথে সাথে আপনি যাদুতে আক্রান্ত হয়ে যাবেন।

আমার এই পেশেন্টও না বুঝে খালি হাতে সেটা ধরেন।

হিংসুক যাকে নিয়ে হিংসা করে তার নিকট হিংসার প্রভাব পৌঁছানোর পূর্বেই হিংসুকের কাছে ৫টি শাস্তি এসে পৌঁছে যায়:১. সে নিরন্তর ...
29/06/2025

হিংসুক যাকে নিয়ে হিংসা করে তার নিকট হিংসার প্রভাব পৌঁছানোর পূর্বেই হিংসুকের কাছে ৫টি শাস্তি এসে পৌঁছে যায়:

১. সে নিরন্তর দুশ্চিন্তা (ও অন্তরজ্বালায়) দগ্ধ হয়,
২. এমন মসীবত আসে যাতে তার কোন সওয়াব হয় না,
৩. লোকমাঝে তার এমন বদনাম হয়, যার পর সে প্রশংসিত হয়না,
৪. আল্লাহর নিকট ক্রোধভাজন হয় এবং
৫. তাওফিকের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়।

- ফকীহ আবুল লাইষ সামারকান্দী
[ 'হৃদয় দর্পণ' বই থেকে ]

আপনি শুয়ে আছেন! হঠাৎ মনে হলো কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে ( Paranoid Perception) অথবা মনে হলো কেউ আপনার দিকে তাকিয়ে আছে বা...
29/06/2025

আপনি শুয়ে আছেন! হঠাৎ মনে হলো কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে ( Paranoid Perception) অথবা মনে হলো কেউ আপনার দিকে তাকিয়ে আছে বা আপনাকে ফলো করছে ( Paranoid Delusion) এসব হওয়ার মূল কারণ হলো জ্বিনের বদনজর।

আমাদের সমাজে আমরা মানুষের বদনজর ভয়াবহতা সম্পর্কে জানি৷ কিন্ত আমরা কি জানি! জ্বিনের বদনজর এর চেয়েও বেশি ভয়ংকর!
ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন, “ জ্বিনের বদনজর বর্শার অগ্রভাগের চেয়েও অধিক ধারালো। ” [ যাদুল মা'আদ ]
অর্থাৎ জ্বিনের বদনজরের ভয়াবহতা এত বেশি যে তা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। বর্শার অগ্রভাগ যেভাবে একজন মানুষের প্রাণহানি ঘটায়, তেমনি বর্শার অগ্রভাগের চেয়েও ধারালো এই বদনজরও মানুষের মৃত্যুর কারণ হয়।
উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার ঘরে একটি বালিকা দেখলেন, যার মুখমণ্ডলে জ্বিনের বদনজরের কাল দাগ। তা দেখে তিনি বলেনঃ তাকে রুক্বইয়া কর, কেননা তাকে জিনের বদনজর লেগেছে।” [ বুখারীঃ ২০১০/১৭১ ]
চিকিৎসা:
বদনজরের সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো রুকইয়ার গোসল করা।

রুকইয়া গোসলের পদ্ধতি:

“একটি বোতলে পানি নিন, এরপর- ক. সুরা আ’রাফ ১১৭-১২২ খ. ইউনুস ৮১-৮২ গ. সুরা ত্বহা ৬৯নং আয়াত ঘ. এরপর সুরা ফালাক, সুরা নাস – সব ৩বার করে পড়ুন আর ফুঁ দিন। এই পানি থেকে দুই বেলা আধা-গ্লাস করে খাবেন, আর প্রতিদিন গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন। ”

উক্ত পদ্ধতি ৭ দিন ফলো করলে আল্লাহর ইচ্ছায় সুস্থতা লাভ করা সম্ভব।

আমাদের পেইজে এক ভাই নক করেছেন। নক দিয়ে জানতে চাইলেন এটা কিসের যাদু! এ যাদুটা মূলত ‘সিহরুত তাহাকুম’ বা  বশীকরণের যাদু। এ ...
29/06/2025

আমাদের পেইজে এক ভাই নক করেছেন। নক দিয়ে জানতে চাইলেন এটা কিসের যাদু! এ যাদুটা মূলত ‘সিহরুত তাহাকুম’ বা বশীকরণের যাদু।
এ যাদুর লক্ষণসমূহ:

১. ব্যক্তি স্পেসিফিক কোন ব্যক্তির প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে।
২. সবসময় তার কথাই মনে পড়ে। ফলে স্বাভাবিক জীবন ব্যহত হয়।
৩. অস্থিরতা বেড়ে যাওয়া।
৪. ব্যক্তি তার কন্ট্রোলের বাইরে গিয়ে বিভিন্ন কার্যকলাপ করে।
৫. যিনা-ফাহিশার প্রতি অস্বাভাবিক আকর্ষণ।
৬. ঘনঘন মাথা ব্যথা।
৭. শর্ট টাইম মেমোরি লস, অনেক বেশি ভুলে যাওয়া।
৮. নিজেকে কারও কাছে বন্দী মনে হওয়া।
৯. রাতে ঘুম না হওয়া।
১০. অকারণে কান্না আসা এবং ডিপ্রেসড থাকা।
১১. পরিবার ও ঘনিষ্ঠদের থেকে দূরে সরে যাওয়া।
১২. স্বপ্নে ফিজিক্যালি হ্যারেজ হতে দেখা।
১৩. স্বপ্নে নিজের বিয়ে হতে দেখা।
১৪. অস্বাভাবিক স্বপ্নদোষ হওয়া
১৫. স্বপ্নে ভয়ংকর প্রাণি দেখা।
১৬. হাতে-পায়ে অতিরিক্ত ঘাম হওয়া।
উক্ত লক্ষণগুলোর কিছু যদি আপনার মধ্যেও থাকে, তাহলে সঠিকভাবে ডায়াগোনেসিস করুন এবং রুকইয়া করুন। ও চিকিৎসা করুন।

29/06/2025

বা হত্যার যাদুسحر القتل و الموت
‎মশহুর এই যাদূর বেপারে জানেনা এমন মানুষ খুব কমিই পাওয়া যাবে এই যাদুকে গ্রাম্যভাষায় শুকনো বান, নাড়ি বান নামেও চিনে থাকে।

‎এ যাদু নিয়ে আমাদের মাঝে অনেক ধোয়াশা রয়েছে যে এই যাদু হয়তো বা মানুষ কে সরাসরি হত্যা করে দিতে পারে এবং এর হয়তো কোন প্রতিকার নেই,, এই যাদু কাউকে সরাসরি হত্যাও করতে পারেনা এবং এর থেকে পরিত্রাণের জন্যে অবশ্যই চিকিৎসা আছে রুকইয়াহ শারইয়্যাহ এর মাধ্যমে।

‎মূলত হত্যার যাদু বলতে কাউকে সরাসরি হত্যা করা বুঝায় না এর কার্য দুই ভাবে সম্পাদিত হয় আপনাদের বুঝানোর উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে ধারণা দিবো মাত্র এর বিস্তারিত লিখতে গেলে মেইন পয়েন্ট গুলো লিখার ভিড়ে চাপা পড়ে যাবে আর্টিকেল বড় হয়ে গেলে পড়তেও অলসতা চলে আসবে।

‎তার আগে আমরা কোরআন ও হাদিছ থেকে জানবো যাদুর মাধ্যমে কাউকে ক্ষতি করা যায় কিনা সেই বেপারে মহান আল্লাহ পাক কি বলেছেন।

‎ 📍সূরা ফালাকের এক আয়াতে আল্লাহ পাক বলেন
‎ وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
‎আর গিরায় ফুঁ দেয়া নারীদের (যাদুকরদের) অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই।
‎অর্থাত যারা দড়ি বা গিঁটে যাদু করে জিন পাঠায় মানুষ কে ক্ষতি করার জন্যে।


‎📍প্রশিদ্ধ এই হাদিছে হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেন
‎ عَنْ عَائِشَةَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا يَفْعَلُهُ...

‎অর্থ:“আল্লাহর রাসূল (সাঃ)এর উপর এমন যাদু করা হয়েছিল যে, তিনি ভাবতেন তিনি কিছু করছেন অথচ করেননি।”
‎বুখারী: ৫৭৬৫
‎এটি প্রমাণ করে যে যাদু মানসিক বিভ্রান্তি, ভুল দেখা, স্মৃতিভ্রষ্টতা যেই কোন ক্ষতি সৃষ্টি করতে পারে।

‎📌হত্যার যাদু কার্যসম্পাদন হয় দুই ভাবে
‎১/السحر القتل الامراض অসুস্থতার মাধ্যমে হত্যা
‎২/السحر الوسوسة الموت (الجن) প্ররোচনার মাধ্যমে হত্যা (জ্বীন দ্বারা)

‎📌১/ অসুস্থতার মাধ্যমঃ যাদুকর তার যাদুর মাধ্যমে এমন অজানা ক্ষতি যা হতে পারে এমন আজিব অসুস্থতা, ক্যান্সার, প্যারালাইসিস,ভাইরাস জনিত সংক্রমণ ইত্যাদি, যার কোন প্রতিকার পাওয়া মুস্কিল কিংবা এমন অসুস্থতা যার প্রতিকার থাকা সত্তেও সুস্থতা আসেনা এবং এই অসুস্থতাই ব্যক্তিকে ধীরে ধীরে মৃত্যুর দারপ্রান্তে পৌঁছাতে সক্ষম তখন সেটাকে অসুস্থতার মাধ্যমে হত্যার যাদু বলা যায়।

‎📌২/ যাদুকর তার যাদুর কার্যের মাধ্যমে জ্বীনকে ব্যক্তির পেছনে লেলিয়ে দেয় তাকে ক্ষতির উদ্দেশ্যে তখন সেই লেলিত শয়তান ব্যক্তিকে ওয়াসওয়াসার মাধ্যমে অন্তরে আত্মহত্যার প্ররোচনা দিয়ে থাকে সাথে দেহে বিভিন্ন রোগ বালাই চিন্তা ভাবনা, পেরেশান, অ সফলতা তৈরি করে দেয় যা মৃত্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। »» ওয়াসওয়াসার বেপারে কারিন জ্বীন চক্রান্ত করে থাকে বেশি।

‎এখানে উল্লেখ্য আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় মানবদেহে কোন জ্বীন শয়তান প্রবেশ করে নিলে সেই জ্বীন শয়তানোও হত্যার বেপারে ব্যক্তিকে উৎসাহিত করে তুলে আর এই কাজটা আশেক জ্বীন (লাভার জ্বীন) সব চাইতে বেশি করে থাকেন।

‎★নোটঃ এই যাদু করা হয়ে থাকে বেশির ভাগ মাটিতে, কবরে, পুতুল দাফন করার মাধ্যমে তাছাড়াও প্রাণী যেমন, কাক,কবুতর,কুকুর,সাপ,মাছ দ্বারাও এই নিকৃষ্টতম যাদু করা হয়ে থাকে বলে ধারণা করা হয়।

‎এই যাদুর কিছু লক্ষণ নিন্মে দেয়া হলোঃ

‎দ্রষ্টব্য যে, এই লক্ষন গুলো থেকে দু একটা সবার সাথেই মিলে যাবে এটা স্বাভাবিক তবে রুকইয়াহ করে বা অডিও শুনে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন ইনশাআল্লাহ।

‎১/হঠাৎ হঠাৎ শরীর খুব দুর্বল হয়ে যাওয়া।
‎২/অনেক খাবার খেয়েও ওজন কমে যাওয়া শরীর শুকিয়ে যাওয়া।
‎৩/তীব্র মাথাব্যথা বা মাথা ঘোরা মাথা ভার হয়ে থাকা।
‎৪/প্রায় প্রায় চোখে অন্ধকার দেখা বা ঝাপসা দেখা হার্টবিট বেড়ে যাওয়া ।
‎৫/বুকে চাপ বা শ্বাস নিতে কষ্ট হওয়া দম বন্ধ হয়ে যাওয়া।
‎৬/ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া দু তিন ঘন্টা পর হুশ ফিরে আসা দাতে দাত লেগে যাওয়া।
‎৭/ঘন ঘন দুঃস্বপ্ন দেখা, বিশেষ করে নিজের মৃত্যু, রক্ত, ছুরি, খুন ইত্যাদি।
‎৮/গা হাত পা কাঁপা বা অবশ হয়ে আসা গায়ে জোর না পাওয়া।
‎৯/শরীরের কিছু অংশে ফোলা বা ক্ষত বা নীলচে দাগ হওয়া।
‎১০/ হঠাৎ হঠাৎ জ্বর আসা, বিশেষ করে রাতে প্রচুর পরিমান জ্বর আসা সকালে নরমাল মনে হওয়া।
‎১১/কোনো কারণ ছাড়াই খুব ভয় পাওয়া বা মৃত্যুর ভয় আসা
‎১২/মনের মধ্যে “মরে যাই” বা আত্মহত্যার প্রবল ইচ্ছে আসা মৃত্যুর বেপারে ওয়াসওয়াসা আসা।
‎১৩/খুব দুঃখ, হতাশা আর জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। নিজেকে দায়ি করতে থাকা।
‎১৪/হঠাৎ রাগ বেড়ে যাওয়া বা কারো ক্ষতি করতে মন চাওয়া, অথবা নিজেই নিজের ক্ষতি করার ইচ্ছে জাগা।
‎১৫/নিজের স্বাভাবিক আচরণ হারিয়ে ফেলা।
‎১৬/ঘুম ভেঙে যাওয়া বা গভীর ঘুম না হওয়া।
‎১৭/কারো দ্বারা শ্বাসরোধ বা আক্রমণের স্বপ্ন দেখা স্বপ্নে কেউ মৃত্যুর জন্যে তাড়া করা।
‎১৮/বারবার দুর্ঘটনা ঘটতে থাকা
‎১৯/অল্পের জন্য মৃত্যু থেকে বেঁচে যাওয়া। (এটা প্রায় সময় হওয়া)
‎২০/অজানা কারণে অসুস্থতা লম্বা সময় চলা, ডাক্তার রোগ না ধরতে পারা।
‎২১/ব্যবসা, চাকরি বা সংসারে হঠাৎ বড় সমস্যা আসা যা মানসিক চাপ বাড়ায় যার ফলে আত্নহত্যার ইচ্ছে আসা।
‎২২/ স্বপ্নে খাবার খাওয়া, কাউকে মিরে যেতে দেখা কোন প্রাণী তাড়া করা।
‎২৩/স্বপ্নে মারামারি রক্তপাত দেখা।
‎২৪/ সবসময় মৃত্যুর ভয় কাজ করা।
‎২৫/সরাসরি জ্বীন স্বপ্নে বা বাস্তবে হুমকি দেয়া। ইত্যাদি

উক্ত সমস্যার জন্যে অবশ্যই রাক্বি দ্বারা চিকিৎসা নিবেন
পোস্ট উপকারী মনে হলে শেয়ার করে দিন।

হাসিখুশি সংসার, হঠাৎ ভাঙনের সুর! 💔আমাদের  একজন বোন জানান, তাদের স্বামী স্ত্রীর হাসিখুশি সংসার ছিলো। দেখলে মনে হতো যেন রূ...
22/06/2025

হাসিখুশি সংসার, হঠাৎ ভাঙনের সুর! 💔

আমাদের একজন বোন জানান, তাদের স্বামী স্ত্রীর হাসিখুশি সংসার ছিলো। দেখলে মনে হতো যেন রূপকথার জুটি। হঠাৎ করেই তাদের মধ্যে শুরু হলো তুচ্ছ বিষয়ে ঝগড়া। দিনের পর দিন বাড়তে থাকলো অশান্তি, একে অপরের মুখ দেখাও যেন সহ্য হতো না। তাদের পরিবারও অবাক, কী হলো এই দম্পতির?

একসময় বিচ্ছেদের দ্বারপ্রান্তে চলে গেলেন তারা। শেষ চেষ্টায় তারা আমাদের ডায়াগনোসিস রুকইয়্যাহ জন্য সিরিয়াল নেন।

আমাদের এর অভিজ্ঞ রাক্বী ডায়াগনোসিস রুকইয়ার মাধ্যমে জানালেন, তাদের ওপর বিচ্ছেদের জাদু করা হয়েছিলো!

আমাদের রুকইয়্যাহ সার্ভিস ও একমাসের দীর্ঘ চিকিৎসার পর আল্লাহর রহমতে তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাদের সম্পর্ক আগের মতোই মধুর, আলহামদুলিল্লাহ।

এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কত পরিবার যে এই জাদুর কারণে ধ্বংস হচ্ছে।

আপনার পরিবারে যদি হঠাৎ করে অস্বাভাবিক অশান্তি বা সন্দেহজনক কিছু মনে হয়, তবে দ্রুত অভিজ্ঞ রাক্বীর মাধ্যমে ডায়াগনোসিস রুকইয়াহ করান। কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, সকল প্রকার ভণ্ডামি থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন, ইনশাআল্লাহ।

যাদুর পুতুল  খুজে পাওয়া - ছেলে মেয়ে উভয় ভার্সিটিতে পড়ে -ছেলে মেয়েকে পছন্দ করে মেয়ে তা জানেনা -ছেলে প্রভাবশালী এক দলের ছ...
22/06/2025

যাদুর পুতুল খুজে পাওয়া -

ছেলে মেয়ে উভয় ভার্সিটিতে পড়ে -ছেলে মেয়েকে পছন্দ করে মেয়ে তা জানেনা -ছেলে প্রভাবশালী এক দলের ছ্যছড়া নেতা -

তাই বলে মেয়েকে পথরোধ এবং বিরক্ত করে -মেয়ে ভার্সিটির প্রশাসন কে অবিহিত করে এবং ছেলেকে কারাগারে পাঠায় -

এতেই ক্ষুব্ধ ছেলের মা -পরিশেষে মেয়ের সাথে মিঠমাঠ করে ছেলে বাহির হয় এবং ভার্সিটিতে পড়াশুনা করে।

অন্যদিকে মেয়ে -অন্যত্র বিয়ে করে নেয়!

শুরু হয় ছেলের মায়ের নিরব ঘাতক প্রক্রিয়া -

প্রথমে পাগল বানানো যাদু -শুরুটা করে ছাগলের মাংস খাইয়ে -ভার্সিটির ভেতরে ভিন্ন জায়গায় যাদুর জিনিসপত্র রেখে এবং হলে রেখে -

কোন এক প্রকারে জেনে প্রথমে ছেলের মাকে জিজ্ঞাসা যে কি কি করেছেন? জবাবে উত্তর নাই -তবে এই ঘাতক মহিলার স্বামী খুবি ভাল -স্বামীকে জানানোর পর ঘাতক মহিলা যাদুকর কে সাথে নিয়ে এসে ভার্সিটির ভেতরে যা যা যাদু রেখেছিল তা কিছু অংশ উঠিয়ে নেয় এতে পেশেন্ট এর উপত যাদুর প্রভাব কিছুটা কমে যায় -কিন্তু সম্পুর্ণভাবে নির্মুল করেনি যাদু এবং উঠিয়ে নেয়নি যাদুকর। আর এটাই কবিরাজদের ধর্ম যাদু করার পর যাদু সম্পুর্ণভাবে উঠিয়ে না নেওয়া এবং যাদু নির্মুল করা।

ঘাতক মহিলা এখানেই থেমে নেই -কোরবানি ঈদের আগে পেশেন্ট কে সেশন দেওয়া হলে পেশেন্ট এর পেটের ভেতর থেকে "মাংশের টুকরো বাহির হয় এবং পেশেন্ট স্বাভাবিক -

পেশেন্ট যখন পুনরায় ভার্সিটিতে যায় সেই ঘাতক মহিলা -প্রথমে পুতুল আকৃতি দিয়ে যাদু করে সেই পুতুল ভার্সিটির ভেতরে বদ্ধ পুকুরে ফেলে -তারপর পেশেন্ট এর শরীরের উপর প্রভাব ফেলতে পেশেন্ট কে একটি "চেইন "দেয় এবং পেশেন্ট অনিচ্ছা সত্বেও তা গ্রহণ করে মুহুর্তে আবার ফেরত দেয় "দরকার ছিল শুধু স্পর্শ করার এবং পেশেন্ট তা করেছে -ব্যাস হয়ে গেল কাজ -

পেশেন্ট ঘুরে ফিরে ভার্সিটির সে বদ্ধ পুকুরে গিয়ে পানিতে নেমে যেতে পাগল প্রায়!

ঘটনা বেগতিক দেখে পুনরায় "সেই ঘাতক মহিলা কে বল্লে সে তা উঠাতে অনিচ্ছুক -পরিশেষে ঘাতক মহিলার স্বামীকে বলার পর স্বামী ঘাতক মহিলাকে ইচ্ছে মত "মার "কেলানী থেরাপি দেয় এবং তালাক দেওয়ার কথা বলে এক পর্যায়ে ঘাতক মহিলা সেই যাদুকর কে সাথে নিয়ে এসে ভার্সিটির পুকুর হতে পুতুলের আংশিক অংশ তুলে দেয় এবং তা নিস্ক্রিয় করা হয়।

(সংগ্রহীত)
Hamdan Shifa Center - হামদান শিফা সেন্টার

২ সপ্তাহ আগে এক বোন এসেছিলেন সেন্টারে রুকইয়া করতে। আজ উনার বাসার সানসেটে উনি এমন সুতা দিয়ে বাধাই করা পুতুল পান। যেটা আসল...
22/06/2025

২ সপ্তাহ আগে এক বোন এসেছিলেন সেন্টারে রুকইয়া করতে। আজ উনার বাসার সানসেটে উনি এমন সুতা দিয়ে বাধাই করা পুতুল পান। যেটা আসলে সুস্পষ্ট যাদু। যাদুটা করা হয়েছে সকল কিছুতে ব্লকেজ সৃষ্টি এবং অসুস্থতা ও হত্যার উদ্দেশ্যে। আল্লাহ সবাইকে হিফাজত করুন। জ্বিন-যাদু,বদনজর থেকে বাচার জন্য অবশ্যই সকাল-সন্ধ্যার আযকার নিয়মিত করুন।
জ্বিন-যাদুর সিম্পটম নিজের মাঝে দেখতে পেলে চিকিৎসা করুন।

অসাধারণ! এখন আমি আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছি, যা আপনার পেইজকে আরও প্রফেশনাল ও কার্যকর করবে ইনশাআল্লাহ:---🧷 ১)...
22/06/2025

অসাধারণ! এখন আমি আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছি, যা আপনার পেইজকে আরও প্রফেশনাল ও কার্যকর করবে ইনশাআল্লাহ:

---

🧷 ১) Pinned পোস্ট (পেইজের উপরে固定 পোস্ট)

🕌 𝐇𝐚𝐦𝐝𝐚𝐧 𝐒𝐡𝐢𝐟𝐚 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 – হামদান শিফা সেন্টার
📖 কুরআনের আলোকে রূহানী চিকিৎসা 💫

🔮 আমাদের সেবাসমূহ:
▪️ জ্বীন আছর
▪️ কালো যাদু (ব্ল্যাক ম্যাজিক)
▪️ বান/টোনা
▪️ বদনজর
▪️ ভয়/আতঙ্ক
▪️ ঘুমে সমস্যায় রুকিয়া
▪️ ব্যবসা, বিয়ে বা সংসারজনিত রূহানী সমস্যা

📌 **সতর্কবার্তা:**
🔴 কেবল কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী রুকিয়া করা হয়
❌ তাবিজ-কবচ, কুফরি কালাম, শিরকি কিছু ব্যবহার হয় না
❌ কোনো প্রাণীর জবাই, রক্ত, ধোঁয়া ইত্যাদি নিষিদ্ধ পদ্ধতি নেই

📥 চিকিৎসা নিতে চাইলে ইনবক্সে লিখুন:
**আপনার নাম + সমস্যা সংক্ষেপে**

📞 সরাসরি যোগাযোগ:
📱 01307850888 / 021166853
🌐 [hamdanshifa.com](http://hamdanshifa.com)
✉️ [email protected]
🔗 fb.com/hamdanshifacenter

🤲 আল্লাহর নামে শুরু করি… শিফা কেবল আল্লাহর কাছ থেকেই!

---

🖼 ২) কভার ফটো ডিজাইনের ধারণা

ডিজাইনের মূল উপাদানগুলো:

ব্যাকগ্রাউন্ড: হালকা নীল বা গাঢ় সবুজ

ডান পাশে: আপনার সোনালি লোগো

বাম পাশে:

🕌 হামদান শিফা সেন্টার
🔮 জ্বীন, যাদু, বদনজর, বান, কুরআনিক চিকিৎসা
📞 01307850888 | 📧 [email protected]
🌐 hamdanshifa.com
📍 কুরআনের আলোকে শিরক ও কুফরি মুক্ত রুকিয়া

নিচে ছোট করে: "Inbox করুন এখনই চিকিৎসার জন্য"

→ চাইলে আমি PNG ডিজাইন বানিয়ে দিতে পারি। শুধু বলুন।

---

📝 ৩) রুকিয়া ইনবক্স স্ক্রিপ্ট (রুগী কীভাবে যোগাযোগ করবে)

আপনি চাইলে পেইজে একটা "Auto Reply" বা পোস্ট দিয়ে লিখতে পারেন:

📌 ইনবক্সে চিকিৎসা পেতে নিচের তথ্য দিন:

১. নাম:
২. বয়স:
৩. অবস্থান (দেশ/শহর):
৪. সমস্যার ধরন (সংক্ষেপে):
৫. সমস্যাটা কতদিন ধরে চলছে:
৬. আগে কোনো রুকিয়া করেছেন কি?

---

✅ এখন কী করবেন:

1. উপরকার Pinned পোস্টটি কপি করে পেইজে পোস্ট দিন, তারপর “Pin to Top” করুন

2. কভার ফটো চাইলে আমি বানিয়ে দেব – শুধু বলুন রঙ ও লোগো PNG চাই কিনা

3. ইনবক্সের জন্য "Auto reply" সেট করতে চাইলে সেটাও বলে দিন

---

বলুন, কভার ফটো বা PNG ডিজাইন করে দিই এখন? 🎨

বাড়িতে জিনের সমস্যা? ---------যেসব বাড়িতে জিনদের উৎপাত আছে, সেখানে অদ্ভুত কিছু সমস্যা দেখা যায়, যেমন,১. বিভিন্ন ছায়া বা ...
18/06/2025

বাড়িতে জিনের সমস্যা?
---------
যেসব বাড়িতে জিনদের উৎপাত আছে, সেখানে অদ্ভুত কিছু সমস্যা দেখা যায়, যেমন,
১. বিভিন্ন ছায়া বা আকৃতি দৌড়াদৌড়ি করতে দেখা।
২. রাতে অথবা কেউ যখন থাকে না তখন রান্নাঘর, অন্যান্য কামরা বা ছাদ থেকে মানুষের আওয়াজ আসা।
৩. ফাঁকা ঘর বা ছাদ থেকে বাড়ির লোকদের নাম ধরে ডাকছে এমন শোনা।
৪. বাহিরে বা দূরে কোথাও অবস্থা করছে এমন কাউকে বাড়িতে দেখতে পাওয়া।
৫. অকারণে টয়লেটের ট্যাপ-ঝর্না চালু হওয়া, লাইট-ফ্যান অন-অফ হওয়া, দরজা-জানালায় ধাক্কা দেয়ার শব্দ পাওয়া।
৬. নিজেরা না করলেও জিনিশপত্র বারবার লন্ডভন্ড হয়ে যাওয়া, এক যায়গার জিনিশ অন্য যায়গায় পাওয়া।
৭. অকারণে কাঁচের জিনিসপত্র বা আয়না ভেঙ্গে যাওয়া।
৮. অদ্ভুতভাবে জিনিশপত্র হারিয়ে যাওয়া।
৯. ঘুমের সময় কাঁথা-কম্বল টান দিয়ে বিরক্ত করা।
১০. রাতে বাড়ির আশেপাশের কুকুরগুলো অতিরিক্ত ঘেউ ঘেউ করা। ইত্যাদি....
[খ]
মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার,
১. পৃথিবী মানুষ জিন সবার জন্য, তাই বাড়িঘরে-আশেপাশে কিছু জিন বসবাস করতেই পারে। যতক্ষণ পর্যন্ত না তাঁরা আমাদের বিরক্ত করছে, তাঁদের গায়ে পড়ে ঝামেলা করা উচিত না।
২. ইসলাম আমাদেরকে একটিভ থাকতে শেখায়। এরকম নির্ভরযোগ্য এবং স্থায়ী কোনো পদ্ধতি নেই যে, সেটা একবার করে রাখলে আর কখনওই কোনো জিন আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না।
আমাদের যেটা করতে হবে, যদি বাড়িতে জিনের উৎপাত থাকে, সেটা দূর করতে হবে। আর নিয়মিত যিকর-আযকার তিলাওয়াত করতে হবে, যাতে শয়তান বাড়িতে যায়গা না পায়।

[গ]
তাহলে আমাদের প্রথম জানা দরকার, কোনো বাড়িতে যদি জ্বিনের উৎপাত থাকে, তাহলে তাড়াবেন কিভাবে?
এর বেশ কয়েকটি বৈধ পদ্ধতি আছে, সবগুলোই কমবেশি ফলপ্রসূ।
প্রথম পদ্ধতি: আপনি আরো দুজন লোক সাথে নিয়ে ওই বাড়িতে যাবেন, তারপর জোরে জোরে কয়েকবার বলবেনঃ
أُنَاشِدُكُمْ بِالْعَهْدِ الَّذِيْ أَخَذَهُ عَلَيْكُمْ سُلَيْمَانَ أَنْ تَرْحَلُوْا وَتَخْرُجُوْا مِنْ بَيْتِنَا أُنَاشِدُكُمُ اللّٰهُ أَنْ تَخْرُجُوْا وَلَا تُؤْذُوْا أحَدًا
অর্থাৎ: “আমি তোমাদের সেই ওয়াদার জন্য আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি, যে ওয়াদা সুলাইমান আ. তোমাদের থেকে নিয়েছেন। আমি আল্লাহর শপথ করে বলছি, তোমরা বের হয়ে যাও আর কারো কোনো ক্ষতি করো না।”
পরপর তিনদিন এরকম করবেন, আরবিও বলবেন, বাংলাও বলবেন। বাড়ির যে যে যায়গায় সমস্যা হয়, সেখানে গিয়ে গিয়ে বলবেন। ইনশাআল্লাহ! জ্বিনেরা বাড়ি ছেড়ে চলে যাবে। এরপরেও যদি কোনো সমস্যা টের পান, তাহলে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করুন।
দ্বিতীয় পদ্ধতি: একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিন, এরপর পানির কাছে মুখ নিয়ে নিচের দু’আটি পড়ুন (পড়ার সুবিধার্থে কমেন্টে পিকচার দিয়ে দিব)-
بِسْمِ اللّٰهِ ، اَمْسِيْنَا بِا للّٰهِ الَّذِيْ لَيْسَ مِنْهُ شَيْءٌ مُمْتَنِعٌ ، وَبِعِزَّةِ اللّٰهِ الَّتِيْ لَا تُرَامُ وَلَا تُضَامُ، وَبِسُلْطَانِ اللّٰهِ الْمُنِيْعِ نَحْتَجِبُ، وَبِأَسْمَائِهِ الْحُسْنٰى كُلِّهَا عَائِذٌ مِّنَ الْأَبَالِسَةِ ، وَمِنْ شَرِّ شَيَاطِيِنِ الْإِنْسِ وَالْجِنِّ ، وَمِنْ شَرِّ كُلَّ مُعْلِنٌ اَوْ مُسِرٌّ ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ بِاللَّيْلِ وَيَكْمُنُ بِالنَّهَارِ ، ويَكْمُنُ بِاللَّيْلِ و يَخْرُجُ بِالنَّهَارِ ، وَمِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأَ ، وَمِنْ شَرِّ اِبْلِيْسِ وَجُنُوْدِهِ ، وَمِنْ شَرِّ دَابَّةٍ اَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّيْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ، اَعُوْ بِمَا اسْتَعَاذَ بِهٖ مُوْسٰى ، وَعِيْسٰى ، وَاِبْرَاهِيْمَ الَّذِيْ وَفّٰى ، وَمِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأَ ، وَمِنْ شَرِّ اِبْلِيْسِ وَجُنُوْدِهِ ، وَمِنْ شَرِّ مَا يَبْغٰي
এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ (২৩ পারায়) সুরা সফফাত এর প্রথম ১০ আয়াত পড়ুন,
اعوذ بالله من الشيطن الرجيم – بسم الله الرحمن الرحيم
وَالصَّافَّاتِ صَفًّا (1) فَالزَّاجِرَاتِ زَجْرًا (2) فَالتَّالِيَاتِ ذِكْرًا (3) إِنَّ إِلَهَكُمْ لَوَاحِدٌ (4) رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ (5) إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ (6) وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَانٍ مَارِدٍ (7) لَا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَى وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِبٍ ( 8 ) دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ (9) إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ (1০)
সব পড়ে পানিতে ফুঁ দিবেন। এবং ওই পানি পুরো বাড়ীতে ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। বাড়িতে দুষ্ট জ্বিন থাকলে চলে যাবে।
প্রয়োজন হলে এটাও কয়েকদিন করবেন।
(উপরের পদ্ধতিগুলো ইবনুল কায়্যিম রহ. উনার ﺍﻟﻮﺍﺑﻞ ﺍﻟﺼﻴﺐ ﻓﻲ ﺍﻟﻜﻠﻢ ﺍﻟﻄﻴﺐ ‏ কিতাবে বর্ণনা করেছেন, এছাড়া শাইখ ওয়াহিদ বালিসহ আরও কিছু আলেমদের থেকে এই আলোচনা পাওয়া যায়।)
আমার মন্তব্য হল, উপরের পদ্ধতি অনুসরণ করে পানি ছিটানোর পর একবার আযান দেয়া উত্তম। আর যদি বাড়িতে কারও জাদুর সমস্যা থাকে, আর এজন্য জিন উৎপাত করে, তাহলে সুরা সফফাতের আয়াতগুলোর সাথে সিহরের আয়াত (আরাফ ১১৭-১১২, ইউনুস ৮১-৮২, ত্বহা ৬৯, ফালাক, নাস) পড়া উচিত।
আপনি যদি এই দোয়া পড়ে বাড়ির চারপাশে পানি ছিটানোর সময় নিয়ত করেন 'বাড়ি থেকে যেন খারাপ জিন-শয়তান চলে যায়, আর প্রবেশ করতে না পারে' তাহলে আশা করা যায় এটি 'বাড়ি বন্ধের আমল হিসেবে'ও কিছুটা ফায়দা দিবে।
তৃতীয় (সুন্নাহর অধিক নিকটবর্তি) পদ্ধতি:
কোনো বাড়িতে জ্বিনের উৎপাত থাকলে সেই বাড়িতে পরপর তিনদিন সুরা বাক্বারা তিলাওয়াত করতে হবে। আর নতুন বাড়ি করার পর যদি পরপর তিনদিন সুরা বাক্বারা তিলাওয়াত করা হয়, তাহলে আগে থেকে কোনো জ্বিন বা অন্য ক্ষতিকর মাখলুক থাকলে চলে যাবে। এর সমর্থনে হাদিসও আছে।
তো, এই হচ্ছে বাড়ি থেকে দুষ্ট জ্বিন তাড়ানোর কিছু পদ্ধতি।

[ঘ]
জিনের সমস্যা থেকে বাড়িকে নিরাপদ রাখতে করণীয়
তবে এসব করার পরে বাড়িতে যে আর সমস্যা না হয়, এজন্য কিছু বিষয় খেয়াল রাখবেনঃ
১. বাড়িতে ইসলামী পরিবেশ চালু রাখার চেষ্টা করবেন, বিশেষতঃ কোনো প্রাণীর ভাস্কর্য বা ছবি যেন ঘরে টাঙানো না থাকে। হাদিসে এসেছে, যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
২. আর নফল – সুন্নাত নামাজ সম্ভব হলে ঘরে পড়বেন। স্ত্রী থাকলে বলবেন, যে ঘরে সবসময় নামাজ পড়া হয়, সেটা বাদে অন্যান্য ঘরেও যেন মাঝেমাঝে পড়ে।
৩. সম্ভব হলে প্রতিমাসে ১-২বার সুরা বাক্বারা পড়া।
৪. বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করবেন। খাবার আগে বিসমিল্লাহ বলবেন।
৫. জিনিসপত্র হারিয়ে যাওয়ার সমস্যা থাকলে বিসমিল্লাহ বলে ড্রয়ারে/আলমারিতে রাখবেন। বিসমিল্লাহ ঘরে বলে দরজা – জানালা বন্ধ করবেন।
৬. টয়লেটের দরজা বন্ধ রাখা। টয়লেটে প্রবেশের দোয়া পড়া।
৭. সকাল-সন্ধ্যা ও অন্যান্য সময়ের হিফাজতের যিকরগুলোর অভ্যাস করা।

আল্লাহ আমাদের হিফাজত করুন, আ-মীন।
#সিহরে_তাখরিব #কালোজাদু

আপনার ঘরে কি অশান্তি, টেনশন বা হঠাৎ করে ঝামেলা লেগেই থাকে?অকারণে ভয়, রাগ বা ঝগড়া—এমন আচরণ কি বাড়ছে?তাহলে আপনার ঘরে হয়তো ...
18/06/2025

আপনার ঘরে কি অশান্তি, টেনশন বা হঠাৎ করে ঝামেলা লেগেই থাকে?
অকারণে ভয়, রাগ বা ঝগড়া—এমন আচরণ কি বাড়ছে?
তাহলে আপনার ঘরে হয়তো শয়তানের অনুপ্রবেশ ঘটেছে।
ইসলাম আমাদের শিখিয়েছে, এমন ঘর আছে যেখান থেকে শয়তান নিজেই পালিয়ে যায়। আর সেই ঘর তৈরি হয়—সূরা বাকারা তিলাওয়াতের মাধ্যমে।

💬 সহীহ হাদীসে স্পষ্ট ঘোষণা:
রাসূলুল্লাহ ﷺ বলেন:
“তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। নিশ্চয়ই সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, যেখানে সূরা বাকারা তিলাওয়াত করা হয়।”
(সহীহ মুসলিম: ৮০৪)

⚠️ শয়তানের উপস্থিতির লক্ষণ:

হঠাৎ রাগ বা অশান্তি
ঘরে ইবাদতে মন না বসা
ঘুমের সময় দুঃস্বপ্ন
শিশুরা কান্নাকাটি করে বা ভয় পায়
অকারণে ঝগড়া, সম্পর্কের টানাপোড়েন

🛡️ সূরা বাকারা কীভাবে রক্ষা করে?

ঘর থেকে শয়তানকে তাড়িয়ে দেয়
ঘরের পরিবেশে বরকত ও প্রশান্তি আনে
আল্লাহর রহমত ও ফেরেশতাদের উপস্থিতি টানে
পরিবারের মধ্যে ভালোবাসা ও ইবাদতের পরিবেশ তৈরি করে

🕯️ কখন ও কিভাবে আমল করবেন?

▶প্রতিদিন সকালে বা রাতে ১ বার করে সূরা বাকারা তিলাওয়াত করুন
▶ সময় না থাকলে ২ ভাগে ভাগ করে সকাল ও রাতে পড়তে পারেন
▶ না পারলে মোবাইলে কুরআন অ্যাপে চালিয়ে দিন আর সাথে সাথে শুনুন
▶ সপ্তাহে অন্তত ১ বার পুরো সূরাটি পড়া চেষ্টা করুন

💡 ছোট কিছু টিপস:

গৃহবধূরাও রান্না বা ঘরের কাজে ব্যস্ত থাকলেও মোবাইলে তিলাওয়াত চালিয়ে রাখতে পারেন
ঘুমের আগে পরিবার মিলে ১-২ রুকু করে পাঠ করতে পারেন

শেষ কথা:
শয়তান শুধু ভয় দেখায় না, বরং ধীরে ধীরে আমাদের শান্তি, ইবাদত আর সম্পর্কগুলো নষ্ট করে দেয়।
আর সূরা বাকারা — আল্লাহর দেওয়া এমন একটি প্রতিরক্ষা ঢাল, যা দিয়ে আপনি নিজের ঘর, পরিবার ও মনকে নিরাপদ রাখতে পারেন।

আজ থেকেই শুরু করুন এই আমল।

📖এরকম আরও ৩০টি বরকতময় সূরা জানতে চান?
যেগুলো জীবনের নির্দিষ্ট সমস্যা যেমন—রিজিক সংকট, মানসিক অশান্তি, অসুস্থতা, সংসারে কলহ কিংবা বিয়েতে বিলম্বের জন্য পরীক্ষিত আমল হিসেবে কাজ করে?

তাহলে এই ইবুকটি আপনার জন্য!
📚“কুরআনের বরকতময় সূরার আমল ও ফজিলত”
✔️ কোন সূরা কখন পড়বেন
✔️ কী আমল করবেন
✔️ কী ফজিলত রয়েছে

Hamdan Shifa Center - হামদান শিফা সেন্টার

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একটি রুমে এই পাখি ঢুকে যায়। সেই রুমের বাসিন্দা শিক্ষার্থী ...
18/06/2025

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একটি রুমে এই পাখি ঢুকে যায়। সেই রুমের বাসিন্দা শিক্ষার্থী মীর আজমাইন সেতুর ধারণা, এই পাখির মাধ্যমে হয়তো কাউকে কালো জাদু করার চেষ্টা করা হয়েছে।

কারণ পাখির পায়ে থাকা এই কাগজে ঘর ঘর করে কিছু আরবী হরফের মতো হরফে কিছু লিখা আছে।

মীর আজমাইন লিখেন, এসব কাজ মানুষ বেশি করে হিংসার কারণে, বিশেষ করে গ্রামগুলোতে এসব সাধারণ ঘটনা। তিনি শিক্ষার্থীদের এসব বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
#কালোজাদু #সিহরে_তাখরিব
Hamdan Shifa Center - হামদান শিফা সেন্টার

Address

Incheon

Alerts

Be the first to know and let us send you an email when Hamdan Shifa Center - হামদান শিফা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamdan Shifa Center - হামদান শিফা সেন্টার:

Share