Robel vlogs

Robel vlogs আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

05/09/2025
12/08/2025

প্রতিশোধ, প্রশ্ন-ই উঠে না। আমি আমার রবের ন্যায় বিচারে বিশ্বাসী.!🤍
হঠাৎ করে একদিন দেখবেন, আপনি যতটুকু চেয়েছেন রব আপনাকে তার চেয়েও বেশি দিয়েছেন, ইনশাআল্লাহ।🤍

08/08/2025

...আপনার প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ভুল প্রমাণ করা-যারা বলেছিল তুমি পারবে না!
এর জন্য জেদ আর পরিশ্রম থাকলেই চলবে, মহান আল্লাহর কাছে শুধুমাত্র প্রার্থনা করা। মহান আল্লাহ উনার সব বান্দাদের সব কথা শুনেন। চেষ্টার সবটুকু দিয়ে চেষ্টা করা প্রার্থনার সর্বোচ্চ দিয়ে প্রার্থনা করা। আর কিছু লাগবে না!

মহান আল্লাহর কাছে চাইলে কোনদিন খালি হাতে ফিরিয়ে দেন না।
সময়কে ভালবাসো! জীবনটা এতটাও বড় নয় যে শুয়ে বসে কাটিয়ে দেবে! ভাল থেকো!

01/08/2025
31/07/2025

জীবন হলো এক বহতা নদীর মত..মাঝে মাঝে হাটতে হয়, দৌড়াতে হয়..আবার থেমে যেতে হয়...
তবে সবকিছুর মাঝেই আবার নিজেকে গতিশীল রাখতে হয় বেঁচে থাকার জন্য.. নিজেকে ভালো রাখার জন্য...
এইতো জীবন..@ #@ #@ # #

31/07/2025

কর্মক্ষেত্র বন্ধুত্বের জায়গা নয়, বরং সচেতনতার স্থান।

স্কুল-কলেজে যেটা ছিল খাঁটি বন্ধুত্বের মাঠ, অফিস কিন্তু সেই জায়গা নয়। এখানে সবাই নিজের লক্ষ্য, প্রমোশন, সুযোগ আর স্বার্থের পেছনে ছুটে চলে। মুখে হাসি, পাশে বসে গল্প—সব ঠিকই আছে, কিন্তু অনেক সময় সেই হাসির আড়ালেই লুকিয়ে থাকে ঈর্ষা, প্রতিযোগিতা আর হিসাবি মন।

আপনার পাশে যে সহকর্মীটি প্রতিদিন হাসিমুখে গল্প করে, তিনিই হয়তো সুযোগ পেলেই আপনার ভুলটাকে বড় করে দেখিয়ে বসের মন জয়ের চেষ্টা করবেন। কেউ কেউ আবার বন্ধুত্বের ভান করে আপনার বিশ্বাস আদায় করে, তারপর ঠিক সেই বিশ্বাসটাকেই অস্ত্র বানিয়ে আঘাত করেন।

এ কারণেই কর্মক্ষেত্রে সম্পর্ক রাখতে হয় সম্মান দিয়ে, কিন্তু বিশ্বাস রাখতে হয় বুঝেশুনে।
সবার সঙ্গে ভদ্রভাবে মিশুন, কিন্তু মনে রাখুন—সতর্ক থাকাটা আত্মরক্ষারই একটি উপায়।

কারও কথায় সহজে অভিভূত হবেন না। কে কী বলছে, কেন বলছে—সেই ‘অন্তরালের’ কথাগুলো বোঝার চেষ্টা করুন।
কারণ অফিসের প্রতিযোগিতা কখনোই বন্ধুত্ব চেনে না, চেনে কেবল নিজের প্রয়োজন।

31/07/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

05/02/2025
31/01/2025

পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়:)

জীবন কারো জন্য কোথাও এক বিন্দু পরিমাণ থেমে থাকে না,চলে যায় বরং সুন্দর ভাবেই চলে যায়।

যে মানুষটা আপনাকে ছাড়া বাচঁতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পরে কি না,

দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে,বড়জোর হুটহাট একটু আপনার অভাব বোধ হতে পারে আর বেশি কিছু না সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিবে,

আসলে মানুষ অভ্যাসের মতো,অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না!

Address


INCHONE

Telephone

+821022659779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robel vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robel vlogs:

  • Want your business to be the top-listed Media Company?

Share