21/01/2024
সমাজ!!!
৯০দশকের সমাজ, আর এখনকার সমাজ দেখলে মনে হয়না, সমাজ বলতেও এ ভুবনে কিছু আছে, কিনবা ছিলো।
♦আমি দেখেছি,
একটি সমাজ কিভাবে নেতৃত্ব দিলে, পুরো উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রসংশায় ভেসে উঠতে।
♦আমি দেখেছি,
সমাজের মানুষ গুলো নিজেদের ঘরোয়া বিষয় গুলোকে, কখনো পাড়া অতিক্রম করতে দেয়নি, আর এখনকার মানুষ নতুন নতুন ইস্যু বানিয়ে সমাজিদের লুটে নেয় সর্বস্ব।
♦আমি দেখেছি,
সমাজিদের নেতৃত্বে লেংড়া লুলা, অন্ধ বদিরদের কেও বিয়ের সাজে সাজাতে,
আর এখন কার সমাজিরা, নিজ মহল্লার মানুষের দোষ রচনায় বেশী ভুমিকা রাখে।
♦আমি দেখেছি,
সমাজিদের ঐক্যতায় অজোপাড়া গ্রামের সাদাসিধে প্রার্থীকেও জয়ের মালা পরিয়ে মসনদে বসাতে,
এখনকার সমাজিরা মহল্লার প্রার্থীকে পরাজয় করাতে ভিন্ন এলাকার প্রার্থীর দুধ কলা খায়।
♦আমি দেখেছি,
এলাকার রাস্তাঘাট মেরামতে সমাজী কালেকশনে ঝাপিয়ে নিজেরাই মেরামত করতে,
আর এখনকার সমাজিরা ভালো রাস্তাও গভীর রাতে কেটে অন্যের দ্বারে ভিক্কা চায়।
♦আমি দেখেছি,
গ্রাম্য শালিসে হাতে পায়ে ধরেও সমাজপতিকে ভাত খাওয়ানো যায়নি, নিরপেক্ষতার বিচারে,
এখনকার মোড়লরা আগেই ঠিক করে নেয়, দুই পক্ষের কোন পক্ষ ভালো খাওয়াতে পারবে।
♦আমি দেখেছি,
অবৈধ সম্পর্কের জালে পালিয়ে যাওয়া যুগল কে সমাজিদের ভালোবাসায়, মুহুর্তের মধ্যে ফিরিয়ে আনতে,
আর এখনকার সমাজিরা, এমন ঘটনায় নিজেদের লুকিয়ে নেয়, পকেট ভারি হয়না বলে।
♦আমি দেখেছি,
সমাজিদের নেতৃত্বে অসময়ে বাজার ঘাটে আড্ডা দেয়া ছাত্রদের ভালোবাসা দিয়ে পড়ার টেবিলে বসিয়ে আসতে,
এখনকার সমাজিরা বাচ্চা ছেলেদের নিয়ে বাজারে জুয়ার আড্ডায় বসে।
♦আমি দেখেছি,
তখনকার সমাজিরা এলাকার অসহায় ছাত্রদের হাতে বই খাতা তুলে দিতে,
আর এখনকার সমাজিরা দুর্বল পরিবারের ছেলেদের ফায়দা হাসিলের টার্গেট বানায়।
♦আমি দেখেছি,
সমাজের গুনীজনরা ছেলেদের আড্ডাময় দোকানে না যেতে, এবং গুনীজনদের দোকানে ছেলেরা না ঢুকতে,
আর এখনকার সমাজিরা উল্টো ছেলেদের ডেকে নিজেরাই আড্ডারস্থল বানিয়ে নেয়।
♦আমি দেখেছি,
এক সময়ের সমাজিদের, জিনারা সাদা কে সাদা, বলতে, কালো কে কালো বলতে,
আর এখনকার সমাজিরা সাদা কালোর ব্যাবধান কি এটা না শিখেই সমাজপতি হয়ে যায়।
সত্যি সেকালে ছিলো সমাজ
এখন সবই বে-লাজ।