জীবনের গল্প

জীবনের গল্প Islami Song And Lacture

24/03/2024

★সম্পর্ক★

আত্মীয় স্বজনের মধ্যে কোন বিষয়ের লেনদেন হওয়া উচিৎ নয়। এতে সুন্দর সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়।
★বিশেষ করে প্রবাসীরা দেশের শিক্ষিত প্রতিষ্ঠিত কোন আত্মীয়ের সাথে প্রশ্নই উঠেনা।
কারণ কিছু শিক্ষিত নালায়েক পাষণ্ড স্বার্থপর স্বার্থান্বেষী নিকটাত্মীয় থাকে, যারা প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে, নানাবিধ সুযোগ সুবিধার গল্পে মাতিয়ে, বিপুল পরিমান অর্থ লুটে নিয়ে, নিজেদের প্রয়োজনীয়া সেরে গেলে, পল্টি মেরে একটা সময় প্রবাসীদের পথে বসিয়ে দেয়।
তাই কোন আত্মীয়ের সাথে অন্তত কোন প্রবাসী অর্থ লেনদেনে জড়ানো উচিৎ নয়।
এতে সম্পর্ক গুলোও ভালো থাকবে, আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেচে থাকবে।

সব শিক্ষা, শিক্ষা নয়।
অতী লোভী শিক্ষিত সমাজ থেকে
নির্লোভী কম/অশিক্ষিত মানুষ'ই শ্রেয়।

20/03/2024

প্রাণের মারকাজ দারুল উলুম আল-হোছাইনিয়া ওলামাবাজার মাদ্রাসা কে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। আজকাল বেশ কিছু পোষ্টে জানা অজানা অনেক বিষয় উঠে আসছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়।
মনে রাখা ভালো, অত্র মাদ্রাসাকে নিয়ে যখনই কোন ষড়যন্ত্র হয়েছে, মাদ্রাসার সাবেক বর্তমান এবং মুহিব্বিনরা জেগে উঠেছে, সুতরাং গডফাদার দের বলবো,
সাবধান! এই মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন, নচেৎ অচিরেই নিজেদের ধ্বংস দেখতে পাবেন।
★মাওলানা ফজলুল হক বাকী ,
★হাকিম আব্দুল হক,
★হাশিম সওদাগর
★মাওলানা আব্দুল হালিম,
★মাওলানা সাইয়্যেদ আহম্মদ,
★মাওলানা আহমদ কারিম মুহাদ্দিস,
এবং অসংখ্য মুরুব্বী (রঃ) দের রেখে যাওয়া এই আমানত, তিনাদের রুহানি সন্তানেরা রক্ষা করতে বদ্ধ পরিকর।
তাই কু-নজর কারী, উড়ে এসে জুড়ে বসা বাতেল'রা তাওবা করে, যার যার জিম্মাদারীতে মশগুল হও।
মাদ্রাসার পাছায় লেগে থাকোনা, এতে তোমরাই ধ্বংসে যাবে, মাদ্রাসার কিছুই হবেনা।

আল্লাহ, আমাদের প্রিয় হোছাইনিয়াকে, সকল ষড়যন্ত্র ও সকল বাতিলের, হাত থেকে রক্ষা করুক।

বিঃদ্রঃ- জনাব মাওলানা কারী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা কেউ উনার একটা পশমের যোগ্যতাও রাখেন না।

মাশাল্লাহফেনী সদরের নেতাদের প্রতি রইলো ভালো বাসা, অনেক দোয়া, এমন একটা সুন্দর চত্ত্বর উপহার দেয়ার জন্য।★আমাদের ফেনী★
17/03/2024

মাশাল্লাহ
ফেনী সদরের নেতাদের প্রতি রইলো ভালো বাসা, অনেক দোয়া, এমন একটা সুন্দর চত্ত্বর উপহার দেয়ার জন্য।
★আমাদের ফেনী★

আলহামদুলিল্লাহ,আজ আমাদের একমাত্র ছেলের  ৮তম জন্মদিন, বলতে বলতে উনার ৭বছর পুর্ণ হয়ে গেলো।মহান সৃষ্টি কর্তা আল্লাহ পাক তার...
16/03/2024

আলহামদুলিল্লাহ,
আজ আমাদের একমাত্র ছেলের ৮তম জন্মদিন, বলতে বলতে উনার ৭বছর পুর্ণ হয়ে গেলো।
মহান সৃষ্টি কর্তা আল্লাহ পাক তার পছন্দ মত বাড়িয়ে তুলুক এই প্রত্যাশা।

★অল্প খাও, ভালো খাও★১৯৯৬ সাল, ঢাকা মহাখালী ওয়ারলেস গেট কলম্বিয়া প্লাজার পিছনে একটা রেস্টুরেন্টে বন্ধু/জামাই বেলায়েত হোসে...
27/02/2024

★অল্প খাও, ভালো খাও★

১৯৯৬ সাল,
ঢাকা মহাখালী ওয়ারলেস গেট কলম্বিয়া প্লাজার পিছনে একটা রেস্টুরেন্টে বন্ধু/জামাই বেলায়েত হোসেন জসিম সহ খেতে বসলাম।
দুজনের পকেট খুব ভারী ছিলোনা, অল্প মুল্যের মধ্যে সেরে বের হতে হবে।
কিন্তু ঘটলো উল্টো, জসিম বল্লো ভাত মাত্র এক প্লেট নেবো, আর তরকারী ভালো মানের নেবো। হোটেলের প্রথম প্লেটে কতটুকু ভাত আসে এতো সবার জানা।
আমি নিষেধ করলেও সে শুনেনি, আমাকে বল্লো, ★অল্প খাও, ভালো খাও★
ভাতের সাথে অর্ডার করেছিলো রুপ চাদা মাছ।

তার সেই উক্তি মনে পড়লো, তাই এক পিছ সালমন মাছ ভাজলাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত।

24/02/2024

ভালো প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার।
যার প্রতিবেশী খারাপ সে জানে জীবনটা কেমন।
সকল প্রকার মন্দ থেকে নিজে বেচে থাকার চেস্টা করা, এবং ভালো প্রতিবেশী পাওয়ার জন্য রবের কাছে দোয়া করা।
প্রতিবেশী মন্দ হলে, জীবন টা জাহান্নাম হয়ে যায়।

23/02/2024

★জানার জন্য সুধু★

পাকিস্তান আমাদের দুশমন এটাতো জানি,
কিন্তু ভারত যে আমাদের বন্ধু এটা জানিনা, কিভাবে কোনদিক থেকে???
জানাবেন কিন্তু!

14/02/2024

★ভালো থাকিস★

প্রিয়জনের মৃত্যুতে মানুষ,
কিছুদিন শোক বয়ে আবার কেটে উঠে যায়,
প্রিয়জনের দুরত্বে মানুষ,
চীরদিন কাতরে যায়।
মান অভিমানের চাদরে আবৃত কাছের কিনবা দুরের সকল প্রিয় মানুষ গুলোকে আল্লাহ সব সময় নিজের মত করে রহমতের ছায়াতলে রাখুক।
আসমানি বালা জমিনের বালা মুসীবত থেকে হেফাজত করুক।
আল্লাহুম্মা আমীন।

24/01/2024

চারিদিকে বাতেল দের রমরমা বিজয়ে বিস্মিত হওয়ার কিছুই নাই।
পুরো পৃথিবীর কাফের, মুসরিক, মুনাফেক, ও নামধারী মুসলিমরা নিজেদের স্বার্থে এক হয়ে যায়, এতো আজকের ইতিহাস নয়, হাজার হাজার বছর জুড়ে চলে আসছে। তাই বলে ইমানদার মুমিগণ ভেস্তে যায়নি, আজো যাচ্ছেনা।
হয়ত আল্লাহ নিজেই চাচ্ছেন সফলতা সময়ের সাথে সাথেই দেবে, তাই দেখে যাচ্ছেন, আমার দেয়া পুরো দুনিয়া ভোগ কারী জালেমরা একটু খেয়ে নিক, কামিয়াবীতো আমার গোলামদেরই হবে।
আর ইমানদার মুমীনদের বিশ্বাসও তাই, কোন সন্দেহ নেই।

আমাদের চারিপাশে এমন অগণিত অসংখ্য বিশ্বাস ঘাতক রয়েছে, যারা বাপ দাদার পরিচয়ে মুসলমান, লাকিন, তাদের উঠা বসা, চলন বলন, সেই যূগ আর বর্তমান যূগের গাজা দখলকারীদের মতই।
তাই এদের জেনে রেখে সময়ের অপেক্ষায় সবরের সাথে পথ চলা, সুন্নাতে রাসুল (সঃ) এর আদর্শে নিজেকে গড়ে তোলার চেষ্টা করা।

তবে অবশ্যই মনে রাখতে হবে, রাসুলে পাক (সঃ) শুধুই মাথায় হাত বুলিয়ে আদরই করেন নি, উপযুক্ত সময়ে শরীর থেকে মাথা আলাদা করতেও দ্বিধাবোধ করেন নি। এটাই নবীর আদর্শ।

তাই আমার উচিৎ রাসুলের আদর্শের সকল বিষয়ে জ্ঞ্যান রাখা, সে অনুযায়ী জ্ঞ্যান অর্জনে জ্ঞ্যানীদের সান্নিধ্য অর্জনে নিজেকে বিলিয়ে দেয়া।

ভুলে গেলে চলবেনা, পাঞ্জাবী, টুপি, দাড়ী, তাসবীহ সে কালের খোদা দ্রোহীদেরও ছিলো।
তাই বলে সবাই আবুবকর, ওমর, ওসমান কিনবা আলী হয়ে যায়নি।

চারিদিকে মুর্খদের মসনদে আসীন দেখে
ভেবোনা হেরে যাচ্ছে সততা,
অযোগ্য মুর্খদের চেয়ার কে সফলতা ভাবাও
বড়ই মুর্খতা।

23/01/2024

♥বাবা♥

বাবা হওয়া সৌভাগ্যের বিষয়,
আবার বাবা হওয়াই দুর্ভাগ্যের বিষয়।
কারো মেয়ে হলে আল্লাহর রাসুল (সঃ) জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমরা এইটা খুব ভালো করেই জানি।
কিন্তু কোন শর্তে সেটার বিষয় উদাসীন,
এমন কি আমরা অনেক বাবারা জানারও চেষ্টা করিনা, কি সেই শর্ত গুলো।
একজন নারী ৪জন পুরুষ কে জাহান্নামে না নিয়ে, নিজে যাবেনা।
★ বাবা
★ বড় ভাই
★ স্বামী
★ বড় ছেলে
একজন মেয়ে দুনিয়ায় আসার পর তাকে সঠিক ভাবে লালন পালন করে, সঠিক ভাবে তালিম দিয়ে, উপযুক্ত পাত্রের হাতে তুলে দেয়া পর্যন্ত বাবার জিম্মাদারী।
* সঠিক ভাবে লালন পালন কি?
* সঠিক তালিম কোনটা?
* উপযুক্ত পাত্র কাকে বলে?
রিজিকের সর্বনিম্ন স্তর হলো অর্থ, দুর্ভাগ্যবশত এটাই সত্য যে আজকালকার বাবা, মা সবাই নিম্নস্তরের রিজিকের পিছনেই ছুটে চলেছে।
টাকা বাড়ি গাড়ি থাকলেই তাকে উপযুক্ত পাত্র হিসেবে বিবেচনা করে। আর কিছুই যেন কারো দেখার প্রয়োজন নাই।
অথচ একটা বিয়েই হতে পারে দুনিয়া আখেরাতের সকল কামিয়াবির চাবি কাঠি।

আল্লাহ সকল মা, বাবা, দের নিজ সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার তৌফীক দান করুক।

21/01/2024

সমাজ!!!

৯০দশকের সমাজ, আর এখনকার সমাজ দেখলে মনে হয়না, সমাজ বলতেও এ ভুবনে কিছু আছে, কিনবা ছিলো।
♦আমি দেখেছি,
একটি সমাজ কিভাবে নেতৃত্ব দিলে, পুরো উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রসংশায় ভেসে উঠতে।
♦আমি দেখেছি,
সমাজের মানুষ গুলো নিজেদের ঘরোয়া বিষয় গুলোকে, কখনো পাড়া অতিক্রম করতে দেয়নি, আর এখনকার মানুষ নতুন নতুন ইস্যু বানিয়ে সমাজিদের লুটে নেয় সর্বস্ব।
♦আমি দেখেছি,
সমাজিদের নেতৃত্বে লেংড়া লুলা, অন্ধ বদিরদের কেও বিয়ের সাজে সাজাতে,
আর এখন কার সমাজিরা, নিজ মহল্লার মানুষের দোষ রচনায় বেশী ভুমিকা রাখে।
♦আমি দেখেছি,
সমাজিদের ঐক্যতায় অজোপাড়া গ্রামের সাদাসিধে প্রার্থীকেও জয়ের মালা পরিয়ে মসনদে বসাতে,
এখনকার সমাজিরা মহল্লার প্রার্থীকে পরাজয় করাতে ভিন্ন এলাকার প্রার্থীর দুধ কলা খায়।
♦আমি দেখেছি,
এলাকার রাস্তাঘাট মেরামতে সমাজী কালেকশনে ঝাপিয়ে নিজেরাই মেরামত করতে,
আর এখনকার সমাজিরা ভালো রাস্তাও গভীর রাতে কেটে অন্যের দ্বারে ভিক্কা চায়।
♦আমি দেখেছি,
গ্রাম্য শালিসে হাতে পায়ে ধরেও সমাজপতিকে ভাত খাওয়ানো যায়নি, নিরপেক্ষতার বিচারে,
এখনকার মোড়লরা আগেই ঠিক করে নেয়, দুই পক্ষের কোন পক্ষ ভালো খাওয়াতে পারবে।
♦আমি দেখেছি,
অবৈধ সম্পর্কের জালে পালিয়ে যাওয়া যুগল কে সমাজিদের ভালোবাসায়, মুহুর্তের মধ্যে ফিরিয়ে আনতে,
আর এখনকার সমাজিরা, এমন ঘটনায় নিজেদের লুকিয়ে নেয়, পকেট ভারি হয়না বলে।
♦আমি দেখেছি,
সমাজিদের নেতৃত্বে অসময়ে বাজার ঘাটে আড্ডা দেয়া ছাত্রদের ভালোবাসা দিয়ে পড়ার টেবিলে বসিয়ে আসতে,
এখনকার সমাজিরা বাচ্চা ছেলেদের নিয়ে বাজারে জুয়ার আড্ডায় বসে।
♦আমি দেখেছি,
তখনকার সমাজিরা এলাকার অসহায় ছাত্রদের হাতে বই খাতা তুলে দিতে,
আর এখনকার সমাজিরা দুর্বল পরিবারের ছেলেদের ফায়দা হাসিলের টার্গেট বানায়।
♦আমি দেখেছি,
সমাজের গুনীজনরা ছেলেদের আড্ডাময় দোকানে না যেতে, এবং গুনীজনদের দোকানে ছেলেরা না ঢুকতে,
আর এখনকার সমাজিরা উল্টো ছেলেদের ডেকে নিজেরাই আড্ডারস্থল বানিয়ে নেয়।
♦আমি দেখেছি,
এক সময়ের সমাজিদের, জিনারা সাদা কে সাদা, বলতে, কালো কে কালো বলতে,
আর এখনকার সমাজিরা সাদা কালোর ব্যাবধান কি এটা না শিখেই সমাজপতি হয়ে যায়।

সত্যি সেকালে ছিলো সমাজ
এখন সবই বে-লাজ।

Address

Al-Fahaheel

Telephone

+96555383868

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবনের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবনের গল্প:

Share