প্রবাসী আপডেট সংবাদ

  • Home
  • প্রবাসী আপডেট সংবাদ

প্রবাসী আপডেট সংবাদ প্রবাসী ভাইদের জিবনে ঘটে যাওয়া সব সময়

দেশ স্বাধীন হওয়ার পরে সবাই যখন সকল জিনিস পত্রের দাম কিভাবে কমানো যায় সেগুলো নিয়ে ব্যাস্ত তখন কিছু অসাধু বাস মালিকগন বাসে...
31/08/2024

দেশ স্বাধীন হওয়ার পরে সবাই যখন সকল জিনিস পত্রের দাম কিভাবে কমানো যায় সেগুলো নিয়ে ব্যাস্ত তখন কিছু অসাধু বাস মালিকগন বাসের ভাড়া বাড়িয়ে দিচ্ছে এসকল বাস মালিকদের বাস বন্ধ করে দিতে হবে ।
বিদ্রঃ সৌখিন বাসের ভাড়া আগে যেখানে ১০০ টাকা ছিল সেটা বাড়িয়ে ১৫০ টাকা করেছে আপনাদের সকলের মতামত চায় যারা এই সময়ে ভাড়া না কমিয়ে এখনি ভড়া বাড়ানো শুরু করেছে তাদের কি করা উচিত কমেন্টে যানাবেন।

07/08/2024

যারা আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলেন..
শুধু তারা একটু সাড়া দেন স্মৃতি হিসাবে রাখবো !! ❤️

আমাদের কাছে বিশ্বস্থ সুত্রে খবর এসেছে-শত-শত মানুষের গুম ও হত্যার সাথে জড়িত জিয়াউল আহসান বাংলাদেশ থেকে সেইফ এক্সিট নিয়ে ...
06/08/2024

আমাদের কাছে বিশ্বস্থ সুত্রে খবর এসেছে-
শত-শত মানুষের গুম ও হত্যার সাথে জড়িত জিয়াউল আহসান বাংলাদেশ থেকে সেইফ এক্সিট নিয়ে বিদেশে চলে যাচ্ছে। এর ফ্লাইট আজ রাত ১.৪০-২.০০ টার মধ্যে (৩৫-৪৫ মিনিট বাকী)।

এই খুনী যেন দেশত্যাগ করতে না পারে তা নিশ্চিত করুন।

অসংখ্য খুন, গুমের মাস্টার মাইন্ড জেনারেল জিয়াউল হাসান এখন ঢাকা বিমানবন্দরে অবস্থান করছে। বিমানবন্দরে যারা আছেন, ওরে আটক করুন। সেনাবাহিনীর হাতে তুলে দিন।
বহু মায়ের বুক খালি করেছে এই জেনারেল জিয়া।

ওর সাথে ১০ লাখ টাকার ডিল করেছে বেশ কয়েকজন ইমিগ্রেশন অফিসার। সে যদি পালায়, ইমিগ্রেশন অফিসারদের ধরবে ছাত্র জনতা।

06/08/2024

আজ দেশ স্বাধীন এই মাসে বাংলাদেশের সর্বকালের সব থেকে বেশি রেমিট্যান্স ডুকবে বাংলাদেশে।
ইনশাআল্লাহ

06/08/2024

সমগ্র দেশবাসীর প্রতি আহবান থাকবে, জিনিসপত্রের দাম কমিয়ে দিয়ে ন্যায্য মূল্যে যেকোনো সেবা দেওয়ার জন্য। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবার পাশে দাড়ান। বিজয়ের দ্বারপ্রান্তে আমরা, দেশবাসীকে সহযোগিতা করুন, নাশকতাকারীদের এবং সন্ত্রাসীদের রুখে দিন। প্রত্যেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়ুন। আমরাই এই দেশের ভবিষ্যত। বিজয়ী আমরা হবোই।আমরা নতুন করে সবাই মিলে একসাথে দ্শের সার্বিক কল্যানে নিজেকে নিয়োজিত রাখিব।

06/08/2024

॥সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দর থেকে আটক
বাংলাদেশের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
বিমানবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিবিসি বাংলাকে তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় মি. পলককে।
গত কিছুদিন ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ ও খোলা রাখা নিয়ে বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিতর্কের মধ্যে পড়েন তিনি।॥॥

06/08/2024

আবু সাঈদের খুনি পুলিশ সদস্যকে পমপম করে দিয়েছে 🫠
লিংক কমেন্টে.

06/08/2024

বুবুজান বোরখা পরে কোথায় যায়

05/08/2024

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ গ্রামে বিজিবির সদস্যদের পরিবহন করা দুটি বাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিজিবির কয়েকজন সদস্যকে আটক করে রেখেছেন বিক্ষোভকারীরা।
সোমবার বেলা ১১টায় এই হামলার ঘটনা ঘটে। পরে বেলা দুইটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন অর্ধশতাধিক। সংঘর্ষের পর আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে নিহত পাঁচজনের লাশ শ্রীপুরের মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে পাওয়া যায়। তাঁরা হলেন, মো. কাওছার (২২), মো. শরীফুল ইসলাম (২০), জাকির হোসেন (২৮), জুয়েল মৃধা (৩০) ও সিফাত উল্লাহ (২৩)। তাঁদের মধ্যে কাওছার ও সিফাত ছাত্র, শরীফ পোশাক কারখানার শ্রমিক।
আল–হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ বলেন, তাঁদের হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পাঁচজনের মরদেহ এসেছে। মরদেহগুলো স্বজনেরা নিয়ে গেছেন। এ ছাড়া তাঁদের হাসপাতাল থেকে গুলিবিদ্ধ ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর উত্তেজিত জনতা ও বিক্ষোভকারীরা দুটি বাসের অন্তত ৬০ জনকে আটক করে রাখেন।

এরপর সন্ধ্যা ছয়টার দিকে আটক ব্যক্তিরা ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর বিজিবি সদস্যদের বহন করা শৌখিন পরিবহন ও শ্যামলী পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থল ত্যাগ করার সময় মাওনা চৌরাস্তার দক্ষিণ দিকে ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় বিজিবি সদস্যদের মধ্যে অন্তত ১৫ জনকে ধরেন বিক্ষোভকারীরা। সন্ধ্যায় আকাশে দুটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।তারপর বিজিবি সেনাবাহিনীরা এসে তাদের উদ্ধার করে।

05/08/2024

ব্রেকিং নিউজ এই মাত্র ডিবি হারুন পালাতে গিয়ে এয়ার পোর্টে সেনাবাহিনী তাকে দেশ ছাড়তে দেননি এবং তাকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে। ধন্যবাদ সেনাবাহিনী।
সূত্র : কালের কণ্ঠ

কালকে লং মার্চ। কথা এটাই। ইন্টারনেট বন্ধ হলে কী করবেন? লং মার্চে যোগ দেবেন। সব ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিলে কী করবেন? লং ...
04/08/2024

কালকে লং মার্চ। কথা এটাই।
ইন্টারনেট বন্ধ হলে কী করবেন?
লং মার্চে যোগ দেবেন।
সব ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিলে কী করবেন?
লং মার্চে যোগ দেবেন।
সমন্বয়কদের উধাও করে দিলে কী করবেন?
লং মার্চে যোগ দেবেন।
আর্মি গুলি করছে শুনলে কী করবেন?
লং মার্চে যোগ দেবেন।
সব মানুষ রাস্তায় নেমে আসবেন। ঢাকার বাইরে যারা, তারা ঢাকার দিকে হাটা দেবেন। ঢাকার ভেতরে যারা, তারা গণভবনের দিকে। নিশ্চিন্ত থাকুন, আপনি একা না। পথে দেখা হয়ে যাবে ইতিহাসের সাথে।

কোন নেতা, এজেন্ডা, কিংবা ডিরেকশান দেখার টাইম নাই। আগামীকাল ঢাকার রাস্তায় আসুন। কোটি মানুষের মার্চের সামনে কেউ দাড়াতে পারে না, পারবে না ইন শা আল্লাহ।

04/08/2024

জরুরী আপডেট
রাত ৭.৩০ সেনাবাহিনীর আসল চেহারা বের হচ্ছে,মিরপুর

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী আপডেট সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

আপনার ফেসবুকএকাউন্টটি হ্যাক হলে আপনাকে যা করতে হবে ।

আপনার ফেসবুকএকাউন্টটি হ্যাক হলে আপনাকে যা করতে হবে ।