16/07/2022
এক ঝাক রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আত্বপ্রকাশ করলো "শাহ আনাই ক্বারী প্রবাসী যুব ঐক্য সংস্থা"
আর্থসামাজিক উন্নয়নে বিশাল অবদান রাখার জন্যে এক ঝাক তরুন রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আত্বপ্রকাশ করলো সামাজিক সংগঠন "শাহ আনাই ক্বারী প্রবাসী যুব ঐক্য সংস্থা।
যার প্রধান লক্ষ্য মাত্রা হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থকে ডেভলপমেন্ট হিসেবে গড়ে তুলা।
গত ০১/০৭/২২ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেমন আরব আমিরাত, ওমান,সৌদি আরব,কাতারে বসবাসকারি প্রায় ২৫ জন প্রবাসীদের এক ভার্চ্যুয়াল আলোচনার মধ্য দিয়ে উক্ত কমিটি আত্ব প্রকাশ ঘটে।
বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের আলাপুর ইজ্জতপুরের সকল তরুন প্রবাসীদের নিয়ে গঠন করা হয়েছে "শাহ আনাই ক্বারী প্রবাসী যুব ঐক্য সংস্থা"।
উক্ত কমিটিতে যারা রয়েছে বিস্তারিত তুলে ধরে হলো,,,
সভাপতি – শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,সিনিয়র সহ-সভাপতি–নুর মিয়া তালুকদার, সিনিয়র সহ–সভাপতি – মর্তুজ আলী,সহ– সভাপতি – বিল্লাল আহমেদ,সহ– সভাপতি– আজম উদ্দিন,সহ–সভাপতি–শাহ মোহাম্মদ ফেরদাউস আহমেদ,সাধারণ সম্পাদক– সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক – মোঃ ওয়াহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক– মোঃ ফেরদৌস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক– ধন মিয়া, সাংগঠনিক সম্পাদক– মোঃ কাউছার মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক– সালমান আহমেদ,ধর্ম বিষয়ক সম্পাদক– মাও মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক– মোঃ সুজন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক– জুয়েল মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক–মুহাম্মদ আলী, নির্বাহী সদস্য– মোঃ মামুন মিয়া
,নির্বাহী সদস্য– ইসলাম উদ্দিন, নির্বাহী সদস্য– মাসুক মিয়া, নির্বাহী সদস্য– রাজন মিয়া, সদস্য– মকছুদ আলী, সদস্য– লাবিব আহমেদ,সদস্য – মো হাফিজ।