Kuwait Bangla Channel

Kuwait Bangla Channel প্রবাসী ভয়েস ,প্রবাসে প্রবাসীর কন্ঠস্বর।কুয়েত বাংলা চ্যানেলের সাথেই থাকুন.!সৎ ও ন্যায়ের পক্ষে.!!

কুয়েত নতুন আইন –🇰🇼🇰🇼🇰🇼👍 মাদক অপরাধে মৃত্যুদণ্ড ও বিপুল অঙ্কের জরিমানা২৮ অক্টোবর: কুয়েত মাদক ও মনঃপ্রভাবিত পদার্থের বির...
30/10/2025

কুয়েত নতুন আইন –🇰🇼🇰🇼🇰🇼👍

মাদক অপরাধে মৃত্যুদণ্ড ও বিপুল অঙ্কের জরিমানা

২৮ অক্টোবর: কুয়েত মাদক ও মনঃপ্রভাবিত পদার্থের বিরুদ্ধে তার চলমান যুদ্ধের অংশ হিসেবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মন্ত্রিসভা একটি নতুন খসড়া ডিক্রি-আইন অনুমোদন করেছে, যা অঞ্চলের মধ্যে অন্যতম কঠোর শাস্তি নির্ধারণ করেছে — যার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড এবং মাল্টি-মিলিয়ন দিনার জরিমানা — মাদক পাচার ও সংশ্লিষ্ট অপরাধের জন্য।

এই বিস্তৃত ডিক্রি-আইন, যা ১৩টি অধ্যায়ে মোট ৮৪টি অনুচ্ছেদ নিয়ে গঠিত, কুয়েতের মাদকবিরোধী আইনগত কাঠামোকে একীভূত ও আধুনিক করার লক্ষ্য নিয়েছে। এর মাধ্যমে ১৯৮৩ সালের আইন নং ৭৪ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন) এবং ১৯৮৭ সালের ডিক্রি-আইন নং ৪৮ (মনঃপ্রভাবিত পদার্থ সংক্রান্ত আইন) — এই দুটি আইনকে একত্রিত করে একটি আরও শক্তিশালী আইন তৈরি করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, এই একীভূত আইন প্রয়োগে দক্ষতা বৃদ্ধি করবে, আইনগত পরিভাষা সহজ করবে এবং সমাজ ও নিরাপত্তার ঝুঁকি থেকে দেশকে আরও ভালোভাবে রক্ষা করবে।

মাদক অপরাধের জন্য কঠোর শাস্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটি হলো অধ্যায় ৯, যা শাস্তির বিধান নিয়ে।

অনুচ্ছেদ ৪২ অনুসারে, কেউ যদি “অননুমোদিত পরিস্থিতিতে” নির্দিষ্ট বড় ধরনের মাদক অপরাধে দোষী সাব্যস্ত হয়, তবে তার মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড হতে পারে, এবং সাথে ১,০০,০০০ থেকে ২০,০০,০০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা দিতে হবে — অথবা সংশ্লিষ্ট মাদকের বাজারমূল্য অনুযায়ী, যেটি বেশি হয়।

এই অপরাধগুলির মধ্যে রয়েছে:
• মাদক বা মনঃপ্রভাবিত পদার্থ চোরাচালান বা আমদানি করা
• মাদক উৎপাদন বা প্রস্তুত করা — পাচারের উদ্দেশ্যে
• নিষিদ্ধ গাছপালা চাষ করা — বাণিজ্যিক উদ্দেশ্যে
অনুচ্ছেদ ৪৩: অন্যান্য পাচার সম্পর্কিত অপরাধ
এই অনুচ্ছেদ অনুযায়ী, যারা বাণিজ্যিক উদ্দেশ্যে মাদক বা মনঃপ্রভাবিত পদার্থ সংরক্ষণ, ক্রয় বা বিক্রয় করবে, তাদেরও মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড এবং ৫০,০০০ থেকে ৫,০০,০০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হবে — অথবা সংশ্লিষ্ট পদার্থের বাজারমূল্য অনুযায়ী, যেটি বেশি হয়।

এছাড়াও, যারা মাদক বা মনঃপ্রভাবিত পদার্থ প্রচার, বিনিময় বা প্রস্তাব করবে — এমনকি টাকার বিনিময়েও — তাদের ক্ষেত্রেও একই শাস্তি প্রযোজ্য হবে।
এই নতুন আইন কুয়েতের মাদকবিরোধী প্রচেষ্টাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, তবে এটি দেশটির বিচারব্যবস্থায় কঠোর শাস্তি ও জিরো-টলারেন্স নীতিরও প্রতিফলন ঘটায়।

30/10/2025

Ready for final match ..🏟️
Bashundhara kings 🇧🇩Vs 🇰🇼Kuwait sporting club
Kuwait Time 7:00pm

বিক্রি হবে CAMRY GL 2009 model দাম ৭৫০/- fixed price 69609591
30/10/2025

বিক্রি হবে
CAMRY GL 2009 model
দাম ৭৫০/- fixed price
69609591

সংক্ষিপ্ত জীবন, তবুও কত কাহিনী...!!🫵🏻🤲🏻
30/10/2025

সংক্ষিপ্ত জীবন, তবুও কত কাহিনী...!!🫵🏻🤲🏻

আসসালামু আলাইকুম।একটি রুম অথবা একটি দুইরুমের একটি  ব্যাচেলর ফ্ল্যাট প্রয়োজন  আব্বাসিয়া এরিয়া হলে ভালো হয়।  যদি কারও সন্ধ...
30/10/2025

আসসালামু আলাইকুম।

একটি রুম অথবা একটি দুইরুমের একটি ব্যাচেলর ফ্ল্যাট প্রয়োজন আব্বাসিয়া এরিয়া হলে ভালো হয়।

যদি কারও সন্ধানে থাকে তাহলে

নিচে দেওয়া নাম্বারে বা কমেন্টে জানানোর অনুরোধ রইল।

মোবাইল - 69609591

ধন্যবাদ সবাইকে।

আপনার মতামত কি..!?
30/10/2025

আপনার মতামত কি..!?

বয়স কমানোর জন্য আফগানস্তানের ক্রিকেটার সেরা রে🙈😀
29/10/2025

বয়স কমানোর জন্য আফগানস্তানের ক্রিকেটার সেরা রে🙈😀

29/10/2025

কঠোর অভিবাসন নীতির কারনে কুয়েতে কমছে প্রবাসীর সংখ্যা..!! 🇰🇼🛫

29/10/2025

কুয়েতে নতুন আইন.!
মাদক দ্রব্য ব্যবসায়ীদের সাজা
মৃ/ত্যু দ/ন্ড ১০ থেকে ২০ লাখ কুয়েতি দিনার জ'রিমা'না অথবা দুটোই।
জনস্বার্থে শেয়ার করুণ.!

29/10/2025

তুমি জানোই না আল্লাহ তালা কোথায় নিয়ে যাবে..!🤲🏻

28/10/2025

লেবাননের পেনাল্টি মিস না হলে এক হালি খাইতো বসুন্ধরা

এটাই সৌদি  আরব 🇸🇦🏟️
28/10/2025

এটাই সৌদি আরব 🇸🇦🏟️

Address

Sharq
Kuwait City

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Bangla Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share