26/09/2025                                                                            
                                    
                                                                            
                                            🚨 জামালপুরবাসী সতর্ক হোন — প্র'তারণার ফাঁদ 🚨
আমি মোঃ সৌমিক হাসান বাড়ি দেওয়ানগঞ্জ, জামালপুর।
আজ আমি আমার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আর কোনো যুবক আমার মতো প্রতারকের ফাঁদে না পড়ে।
বেকারত্বের কষ্ট আর ভালো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমি চাইছিলাম একটি নিরাপদ চাকরি, আর ঠিক তখনই আমার জীবনে ঘটে গেল ভ'য়ংকর প্রতারণা। 
ছবিতে থাকা ব্যাক্তির নাম অন্তুর হোসেন (মুত্তাদির) একজন ইন্টারন্যাশনাল বা'টপার, প্র'তারক বাসা জামালপুর 
এই বা'টপার গ্রাম এলাকার বেকার যুবকদের টার্গেট করে চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুর নিয়ে গিয়ে প্রতারণা করে থাকে।
আমি নিজে ও আমার সঙ্গে আরও দুইজন শিকার হয়েছি — প্রত্যেকে ২৫–৩৫ হাজার টাকা নিয়েছে, প্রথমে বলে অফিসে লেখালেখি, ফাইল দেখা, সিনিয়রদের সাহায্য করা — পরে জোর করে মার্কেটিং করানো হয় ও নতুন লোক আনতে বাধ্য করে।
অফিসে একাউন্ট খোলার নামে আমার কাছ থেকে নেওয়া হলো ৩৫,০০০ টাকা। তিনি প্রতিশ্রুতি দিলেন—এখন থেকে তুমি আমাদের অফিসিয়াল স্টাফ, নিয়মিত বেতন পাবে।”
কিছুদিন পর বলল—তোমাকে প্রমোশন দেওয়া হবে, তবে এর জন্য আরও কিছু টাকা লাগবে, আমি আবারও দিলাম ১৫,০০০ টাকা।
নিয়মিত বেতন না দিয়ে বলতেছে—তুমি নতুন লোক আনো, তাহলেই টাকা পাবে।”
আমাকে জোর করে মার্কেটিং ও নতুন লোক আনার কাজে ব্যবহার করতে চেয়েছে।
যখন আমি কাউকে আনতে পারিনি, তখন আমাকে অফিস থেকে বের করে দিয়েছে এবং হুমকি দিয়েছে।
চাকরির নামে টাকা হাতিয়ে নেয়।
নিয়মিত বেতন না দিয়ে নতুন শিকার আনতে বাধ্য করে।
নতুন লোক না আনলে অফিস থেকে বের করে দেয়।
বেকারত্বকে পুঁজি করে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
এদের অফিস ঠিকানা: স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স & কোম্পানি লিমিটেড, চন্নাপাড়া, মাওনা, গাজীপুর
🚨 আমার আবেদন
আমি একজন ভুক্তভোগী হয়ে আজ সবার সামনে বলছি—
👉 প্রশাসনের কাছে অনুরোধ, এই প্রতারক মোঃ অন্তুর হোসেন (মুত্তাদির)-কে আইনের আওতায় আনা হোক।
👉 যুবসমাজকে সাবধান করুন, যেন কেউ আর এই ফাঁদে না পড়ে।
🙏 দয়া করে সবাই এই পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার অনেক তরুণকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারে।