Sumon Raj

Sumon Raj এ শহরের দেওয়া ব্যাথাগুলো চাপা পরে গেছে দেওয়ালের ভিড়ে 😅🖤


[ Paid Share Available ]

Fast Inbox 📥🫶

Mod- তাবজিল 😊
(3)

গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পীরসাহেব চরমোনাই। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আ...
03/09/2025

গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পীরসাহেব চরমোনাই।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

゚ #ভাইরাল ゚ #প্রবাসী

ইন্না-লিল্লাহ!  😭মর্মান্তিক একটি দুর্ঘটনামুন্সিগঞ্জ এলাকায় সেফটি টাংকির সাটারিং খুলতে গিয়ে তিনজন রাজমিস্ত্রি জাগায় মারা ...
02/09/2025

ইন্না-লিল্লাহ! 😭

মর্মান্তিক একটি দুর্ঘটনা

মুন্সিগঞ্জ এলাকায় সেফটি টাংকির সাটারিং খুলতে গিয়ে তিনজন রাজমিস্ত্রি জাগায় মারা যায় 😭😭ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🤲🤲🤲আমরা সকলে মিলে ওদের জন্য মাগফিরাত কামনা করি”
আর যাদের বাড়িতেই এই ধরণের কাজ হবে তারা প্রথমে হারিকেন বা নিচে জ্বালিয়ে দিবেন যদি আগুন জ্বলে তাহলে বুঝবেন ভিতরে অক্সিজেন রয়েছে।
আর ফ্যান চালিয়ে ভিতরে অক্সিজেন দিয়ে।
এবং আগুন জ্বালিয়ে চেক করেই কেবল নামতে দিবেন।

অনেক সময় মেস্ত্রি রা এসব বিষয় জানে না।

01/09/2025

রাতের শেষ পোস্ট হয়ে যাক আল্লাহ শব্দের মাধ্যমে আল্লাহ!

১ ঘন্টায় ১ হাজার আল্লাহ প্রেমিক দেখতে চাই!📌

ওমান প্রবাসী ছুটিতে এসে চলে গেলেন। তিন সন্তান রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  #ও...
01/09/2025

ওমান প্রবাসী ছুটিতে এসে চলে গেলেন। তিন সন্তান রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

#ওমান #প্রবাসী

রিপন মিয়া - পেশায় একজন কাঠমিস্ত্রি, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল কন্টেন্ট ...
01/09/2025

রিপন মিয়া - পেশায় একজন কাঠমিস্ত্রি, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল কন্টেন্ট ক্রিয়েটর। 🌟

এত বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও তার মুখে একটাই কথা- “কাজ করতে ভালো লাগে।”

ভাবুন তো, মানুষ কতটা সহজ-সরল আর সাদা মনের হলে বারবার এমন কথা বলা সম্ভব! যেখানে অনেকেই সাফল্যের পর কাজ ভুলে যায়, সেখানে রিপন মিয়া নিজের শি*ক*ড়কেই আঁ*ক*ড়ে ধরে রেখেছেন।

সত্যিই, তিনি প্রমাণ করেছেন, মাটির কাছাকাছি থাকলেই আসল সম্মান আসে, ভালোবাসা জেতা যায় একদম সহজ সরল জীবন যাপন করে।

রিপন মিয়া শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি এক অনুপ্রেরণা।
এটাই বাস্তব, আই লাভ ইউ Ripon Mia 📌

প্রেমিকাকে কল দিয়ে না পাওয়াতে রাগে-ক্ষোভে কষ্ট সহ্য করতে না পেরে প্রেমিকার গ্রামের সকল বিদ্যুৎ এর লাইন বিচ্ছিন্ন করে দিল...
01/09/2025

প্রেমিকাকে কল দিয়ে না পাওয়াতে রাগে-ক্ষোভে কষ্ট সহ্য করতে না পেরে প্রেমিকার গ্রামের সকল বিদ্যুৎ এর লাইন বিচ্ছিন্ন করে দিল প্রেমিক।সম্প্রতি এমন একটা ভিডিও নেট দুনিয়াতে ছড়িয়ে পড়ে।যেখানে দেখা যায় ঐ প্রেমিক তার প্রেমিকার এলাকায় অন্ধকার নামিয়ে এনেছেন।

ছবিতে লক্ষ করলে বুঝতে পারবেন কেন Hasnat Abdullah ভাই সবার চেয়ে আলাদাসর্বপ্রথম কোন বই আপনার নজর কেড়েছে,আমিতো সবার আগেই দে...
01/09/2025

ছবিতে লক্ষ করলে বুঝতে পারবেন কেন Hasnat Abdullah ভাই সবার চেয়ে আলাদা

সর্বপ্রথম কোন বই আপনার নজর কেড়েছে,
আমিতো সবার আগেই দেখলাম
"ফাযায়েলে আমল"

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন।মোঃ এনামুল খান ৯ বছর পর 🇮🇹 ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক ক...
27/08/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোঃ এনামুল খান ৯ বছর পর 🇮🇹 ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়,
কথা ছিল এসেই বিয়া করবেন। তা আর হলো না, মোঃ এনামুল খানের।
কিশোরগঞ্জের তাড়াইল এলাকার স্থায়ী বাসিন্দা।
আল্লাহর রব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন। আমিন।

Exhausted ヅ

একটা জরিপ হয়ে যাক হাসনাত/ফারহানা
26/08/2025

একটা জরিপ হয়ে যাক
হাসনাত/ফারহানা

⚡ ব*জ্র*পাতের ক*রুণ মৃ*ত্যু 😔 রামকৃষ্ণপুর বাগানপাড়া নিবাসীমোঃ মজ্জেল হোসেন এর ৩য় পুত্র মোঃ শামীম হোসেন আজ আনুমানিক বিক...
26/08/2025

⚡ ব*জ্র*পাতের ক*রুণ মৃ*ত্যু 😔 রামকৃষ্ণপুর বাগানপাড়া নিবাসী
মোঃ মজ্জেল হোসেন এর ৩য় পুত্র মোঃ শামীম হোসেন আজ আনুমানিক বিকেল ৩টার সময় ব*জ্র*পাতে মৃ*ত্যুবরণ করেছেন।

🕊 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 🤲

📸 ছবি: কালেক্টেড
#বজ্রপাত #শোকসংবাদ #বাংলাদেশ #ভাইরাল #প্রবাসী

Address

Kuwait City

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share