Sumon Raj

Sumon Raj এ শহরের দেওয়া ব্যাথাগুলো চাপা পরে গেছে দেওয়ালের ভিড়ে 😅🖤


[ Paid Share Available ]

Fast Inbox 📥🫶

Mod- তাবজিল 😊
(1)

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 💚
02/10/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 💚

একজন সত্যিকারের যোদ্ধা, মানবতার লড়াইয়ে সামনে থাকা বাংলাদেশি শহিদুল আলম। গা'জা'র অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিশ্বের ৪৪টি...
02/10/2025

একজন সত্যিকারের যোদ্ধা, মানবতার লড়াইয়ে সামনে থাকা বাংলাদেশি শহিদুল আলম।

গা'জা'র অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিশ্বের ৪৪টি দেশের মানবাধিকার কর্মীদের সঙ্গে ৫৫টিরও বেশি জাহাজ পৌঁছেছে আজ। সেই বহরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। স্যালুট শহিদুল আলম ভাই! ✊🇧🇩
(C)

01/10/2025

যারা হিন্দুদের পূজাতে যায়নি তারাই লিখেন
আলহামদুলিল্লাহ

মধুপুর রুপালি পাম্পের সামনে ট্রাক ও মটরসাইকেল এর এক্সিডেন্ট  হয়েছেমোটরসাইকেল চালক একজন নিহত,,ও সাথে থাকা তার স্ত্রী মার...
01/10/2025

মধুপুর রুপালি পাম্পের সামনে ট্রাক ও মটরসাইকেল এর এক্সিডেন্ট হয়েছে
মোটরসাইকেল চালক একজন নিহত,,ও সাথে থাকা তার স্ত্রী মারত্বক আহত,,

বিস্তারিত ডিটেইলস কমেন্ট!

ধুনট বগুড়া বিষাক্ত ভিমরুলের কামড়ে আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক- প্রাথমিক শ্রেণির মরিয়ম ইন্তেকাল করেছেন। ইন্...
26/09/2025

ধুনট বগুড়া
বিষাক্ত ভিমরুলের কামড়ে আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক- প্রাথমিক শ্রেণির মরিয়ম ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মহান আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। আমিন

🚨 জামালপুরবাসী সতর্ক হোন — প্র'তারণার ফাঁদ 🚨আমি মোঃ সৌমিক হাসান বাড়ি দেওয়ানগঞ্জ, জামালপুর।আজ আমি আমার জীবনের সবচেয়ে তিক্...
26/09/2025

🚨 জামালপুরবাসী সতর্ক হোন — প্র'তারণার ফাঁদ 🚨

আমি মোঃ সৌমিক হাসান বাড়ি দেওয়ানগঞ্জ, জামালপুর।
আজ আমি আমার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আর কোনো যুবক আমার মতো প্রতারকের ফাঁদে না পড়ে।
বেকারত্বের কষ্ট আর ভালো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমি চাইছিলাম একটি নিরাপদ চাকরি, আর ঠিক তখনই আমার জীবনে ঘটে গেল ভ'য়ংকর প্রতারণা।

ছবিতে থাকা ব্যাক্তির নাম অন্তুর হোসেন (মুত্তাদির) একজন ইন্টারন্যাশনাল বা'টপার, প্র'তারক বাসা জামালপুর
এই বা'টপার গ্রাম এলাকার বেকার যুবকদের টার্গেট করে চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুর নিয়ে গিয়ে প্রতারণা করে থাকে।
আমি নিজে ও আমার সঙ্গে আরও দুইজন শিকার হয়েছি — প্রত্যেকে ২৫–৩৫ হাজার টাকা নিয়েছে, প্রথমে বলে অফিসে লেখালেখি, ফাইল দেখা, সিনিয়রদের সাহায্য করা — পরে জোর করে মার্কেটিং করানো হয় ও নতুন লোক আনতে বাধ্য করে।

অফিসে একাউন্ট খোলার নামে আমার কাছ থেকে নেওয়া হলো ৩৫,০০০ টাকা। তিনি প্রতিশ্রুতি দিলেন—এখন থেকে তুমি আমাদের অফিসিয়াল স্টাফ, নিয়মিত বেতন পাবে।”
কিছুদিন পর বলল—তোমাকে প্রমোশন দেওয়া হবে, তবে এর জন্য আরও কিছু টাকা লাগবে, আমি আবারও দিলাম ১৫,০০০ টাকা।
নিয়মিত বেতন না দিয়ে বলতেছে—তুমি নতুন লোক আনো, তাহলেই টাকা পাবে।”
আমাকে জোর করে মার্কেটিং ও নতুন লোক আনার কাজে ব্যবহার করতে চেয়েছে।
যখন আমি কাউকে আনতে পারিনি, তখন আমাকে অফিস থেকে বের করে দিয়েছে এবং হুমকি দিয়েছে।

চাকরির নামে টাকা হাতিয়ে নেয়।
নিয়মিত বেতন না দিয়ে নতুন শিকার আনতে বাধ্য করে।
নতুন লোক না আনলে অফিস থেকে বের করে দেয়।
বেকারত্বকে পুঁজি করে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
এদের অফিস ঠিকানা: স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স & কোম্পানি লিমিটেড, চন্নাপাড়া, মাওনা, গাজীপুর

🚨 আমার আবেদন

আমি একজন ভুক্তভোগী হয়ে আজ সবার সামনে বলছি—
👉 প্রশাসনের কাছে অনুরোধ, এই প্রতারক মোঃ অন্তুর হোসেন (মুত্তাদির)-কে আইনের আওতায় আনা হোক।
👉 যুবসমাজকে সাবধান করুন, যেন কেউ আর এই ফাঁদে না পড়ে।

🙏 দয়া করে সবাই এই পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার অনেক তরুণকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারে।

আলহামদুলিল্লাহ! গু'ম হওয়ার ৫দিন পরে মাওলানা মামুনুর রশীদকে আমরা ফিরে পেয়েছি। কিছুক্ষণ পূর্বে পূর্বাচল থেকে তাকে উদ্ধার ক...
26/09/2025

আলহামদুলিল্লাহ!
গু'ম হওয়ার ৫দিন পরে মাওলানা মামুনুর রশীদকে আমরা ফিরে পেয়েছি।

কিছুক্ষণ পূর্বে পূর্বাচল থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা!

আলহামদুলিল্লাহ!মামুনুর রশিদ ভাইকে উত্তরা সেক্টর ১ ভোলানাথপুর মসজিদের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। মসজিদের সামনে এইভা...
26/09/2025

আলহামদুলিল্লাহ!
মামুনুর রশিদ ভাইকে উত্তরা সেক্টর ১ ভোলানাথপুর মসজিদের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। মসজিদের সামনে এইভাবেই তাকে ফেলে রেখে গেছে।

তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছে একটা টিম। তিনি বেচে আছেন, তবে খুবই অসুস্থ।

গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পীরসাহেব চরমোনাই। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আ...
03/09/2025

গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পীরসাহেব চরমোনাই।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

゚ #ভাইরাল ゚ #প্রবাসী

Address

Kuwait City

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share