Libya news বাংলা

Libya news বাংলা Libya news বাংলা কে সাপোর্ট করুন।

03/08/2025

আমীরে জামাতের আর্টিফিশিয়াল ভেন্টিলেশন খুলে ফেলা হয়েছে । তিনি এখন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আলহামদুলিল্লাহ । আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত আমীরকে শেফায়ে আজেলা দান করুন । আমিন ।

হা হা দিয়ে লাভ নেই বন্ধু এটাই বাস্তব!
02/08/2025

হা হা দিয়ে লাভ নেই বন্ধু এটাই বাস্তব!

আলহামদুলিল্লাহ
02/08/2025

আলহামদুলিল্লাহ

এডভোকেট যুবায়ের "শিবিরের" কেন্দ্রীয় সভাপতি ছিলেন -ছাত্র জীবন থেকে তিনি তার পুরো জীবনকে ইসলামী আন্দোলন ও রাজনীতির জন্য কু...
31/07/2025

এডভোকেট যুবায়ের "শিবিরের" কেন্দ্রীয় সভাপতি ছিলেন -ছাত্র জীবন থেকে তিনি তার পুরো জীবনকে ইসলামী আন্দোলন ও রাজনীতির জন্য কুরবান করেছেন!

-দু:খজনক হলো এই সোনার মানুষ গুলোকে জেলে ভরে রাখা হতো,মিডিয়ায় উনাদের কোন জায়গা ছিলোনা। জামায়াত শিবিরে এমন অনেক মানিক রতন রয়েছেন জাতীকে বদলে দেয়ার মতো আইডিয়া,অভিজ্ঞতা ও যোগ্যতা যাদের রয়েছে।

এই সোনার মানুষগুলোকে একবার দেশ পরিচালনার সুযোগ দিলে জাতী বদলে যাবে ইনশাআল্লাহ!

দল আর রাজনীতির উর্ধ্বে উঠে একবার এই লোকটির কথা ভাবুন।তার হার্টে ৩ টি নয়, ৫ টি ব্লক।আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে ...
31/07/2025

দল আর রাজনীতির উর্ধ্বে উঠে একবার এই লোকটির কথা ভাবুন।

তার হার্টে ৩ টি নয়, ৫ টি ব্লক।

আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার হার্টে ৫টি ব্লক।

খবর শুনে প্রায় একশত হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসক হাসপাতালে ছুটে আসেন। জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

তবে আমিরে জামায়াত স্পষ্ট ভাষায় বলেন,
"আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ।"

আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

হে আল্লাহ! এই দেশপ্রেমিক, আত্মত্যাগী নেতাকে তুমি পূর্ণ সুস্থতা দান করো। তার সার্জারিকে তুমি কল্পনাতীত সহজ করে দাও। এই দেশের খেদমতে তুমি তাকে কবুল করে নাও।

♦ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশন...
30/07/2025

♦ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
♦যাত্রীর সাথে সর্বোচ্চ দুজন ব্যক্তি ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়া হবে।
♦ আগামী রবিবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

এতোদিন কোথায় ছিলেন এই নেতা?এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের ভাইর এক বক্তব্য দেশে আলোড়ন সৃষ্টি করেছে,প্রিন্ট ও ইলেকট্রনিক ম...
27/07/2025

এতোদিন কোথায় ছিলেন এই নেতা?

এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের ভাইর এক বক্তব্য দেশে আলোড়ন সৃষ্টি করেছে,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ঝড় তুলেছে,নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে,উপদেষ্টা মহোদয় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আমি নিউজ গুলোর কমেন্ট বক্স চেক করছিলাম নেটিজেনরা কে কি বলেন? কমেন্টগুলো বেশিরভাগ ইতিবাচক। শতশত মানুষ লিখেছেন এই নেতা এতোদিন কোথায় ছিলেন?

এডভোকেট যুবায়ের শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।ছাত্র জীবন থেকে তিনি তার পুরো জীবনকে ইসলামী আন্দোলন ও রাজনীতির জন্য কুরবান করেছেন।

দু:খজনক হলো এই সোনার মানুষ গুলোকে জেলে ভরে রাখা হতো,মিডিয়ায় উনাদের কোন জায়গা ছিলোনা। জামায়াত শিবিরে এমন অনেক মানিক রতন রয়েছেন জাতীকে বদলে দেয়ার মতো আইডিয়া,অভিজ্ঞতা ও যোগ্যতা যাদের রয়েছে।

এই সোনার মানুষগুলোকে একবার দেশ পরিচালনার সুযোগ দিলে জাতী বদলে যাবে ইনশাআল্লাহ।

- জাহিদুল ইসলাম

21/07/2025

একের পর এক বের করে আনা হচ্ছে আহত ও দ'গ্ধ দেহ। আল্লাহ আমাদের রহম করুন। আমিন।

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ২০২৫,জনতার ঢল!সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেতাকর্মীদের।আলহামদু...
19/07/2025

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ২০২৫,জনতার ঢল!

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেতাকর্মীদের।আলহামদুলিল্লাহ্
মেসেজ পরিষ্কার! আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের ইনশাআল্লাহ্।

19/07/2025
দেশ আর মানুষের জন্য ভালোবাসা ই মানুষের মনে এমন শক্তি জোগায়...
19/07/2025

দেশ আর মানুষের জন্য ভালোবাসা ই মানুষের মনে এমন শক্তি জোগায়...

একসময় হলে মাইকে আযান দেওয়া নিষেধ হয়ে গিয়েছিল এখন রাত দুইটা বাজে গিয়ে জামাতে তাহাজ্জুদ পড়ে ।।এই সুন্দর দিনরাত্রি গু...
13/07/2025

একসময় হলে মাইকে আযান দেওয়া নিষেধ হয়ে গিয়েছিল এখন রাত দুইটা বাজে গিয়ে জামাতে তাহাজ্জুদ পড়ে ।।

এই সুন্দর দিনরাত্রি গুলো আরো বরকতময় হোক।

Address

Tripoli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Libya news বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share