
13/08/2025
"সবাই শূন্য হাতে থাকে না,
আর যারা থাকে, তারা ভুলে থাকার মানুষ নয়!"
জীবনের সবচেয়ে টালমাটাল মুহূর্তেই মানুষ আসল রূপে ধরা দেয়।
যখন পকেটে টাকা নেই, স্বপ্নগুলো টুকরো টুকরো হয়ে যায়! ঠিক তখনই বোঝা যায় কে আপনার, আর কে পড়, শুধু আপনার সুবিধায় পাশে ছিল।
যারা এই ফাঁকা সময়েও হাত ধরে, অনুপ্রেরণা দেয়, হাসায়—
তারা হয়তো জাঁকজমক দেখাতে পারে না,
কিন্তু তাদের ভালোবাসায় মিথ্যে নেই, স্বার্থ নেই।
সবাই বুঝতে পারে না তাদের গভীরতাটা,
অনেকে ভাবে তারা বোকার মতো সম্পর্ক আঁকড়ে ধরে।
আসলে তারা অনেক বুদ্ধিমান— কারণ তারা জানে,
সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসায়, টাকায় নয়।
তাই যদি কোনো দিন শূন্য অবস্থায় কাউকে পাশে পাও,
ভবিষ্যতের সব সাফল্যে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিও।
কারণ তারা কেবল মানুষ নয়—তারা দোয়া,
যাদের উপস্থিতি জীবন বদলে দেয়।