Mufti Nurul Islam Shibli

Mufti Nurul Islam Shibli Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Mufti Nurul Islam Shibli, Création digitale, Hosenpor, Kishorgong, Daka.

22/09/2025

বর্তমান সমাজের বেশীর ভাগেই এই সমস্যা
মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে। একমাত্র মেয়ে। ছেলেটা ছোট এখনো কলেজে পড়ে। আজ মেয়ের বাসায় দাওয়াত পরেছে। ইফতারের দাওয়াত। কাল রাতেই মেয়েকে ফোন করে জিজ্ঞাসা করলাম - তোর কি কি খেতে মন চায়? কি আনবো?

মেয়ে আমার এক লম্বা লিস্ট ম্যাসেজ করে পাঠালো। কিন্তু লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোন কিছু দেখলাম না। আমার মিসেসকে বললাম- মেয়ে তো জীবনেও মিষ্টি খায় নাই। আজ এতগুলা পদের মিষ্টি নিতে বলল কেন? ফলও তো কোনদিন জোর করে খাওয়াতে পারি নাই। তবুও ৬ পদের ফলের নাম লিখে দিছে। আবার লিখছে ১০ কেজি দেশি দুধ আর ৮ টা দেশি মুরগি নিতে। এগুলোও তো তারে খাওয়াতে পারতাম না এই বাসায় রেখে। এক মাসেই মেয়ের খাবারের রুচি বদলে গেলো? যাক ভালো অভ্যাস হয়েছে।

সে কোন কথার উত্তর দিলো না। যেন তার এতে কোন মাথা ব্যাথা নেই।

সকাল সকাল উঠে ঠাটারি বাজার গিয়ে দেশি মোরগ নিলাম। আগের রাতে একজনকে গোয়ালের দুধ এনে দিতে বলেছিলাম। সেও নিয়ে হাজির।

যাওয়ার পথে ফল আর মিষ্টি কিনে নিবো।

আমি যখন দুপুর বেলা নামাজে পড় রেডি হচ্ছি তখন আমার স্ত্রী মাত্র কুরআন পড়তে বসলো। তার মেয়ের বাড়িতে যে তার দাওয়াত সেটা সে পাত্তাই দিচ্ছে না।

জোরে ধমক দিয়ে বললাম- মেয়েটার বাসায় তাড়াতাড়ি যাবো। দুটো গল্প করবো তা না উনি দেরি করে যাবে।

সে এখানেও কোন কথা না বলে এক পাতা পড়ে উঠে গেলো রেডি হতে। ছেলেকেও ধমকিয়ে রেডি করলাম।

আমার বাসা থেকে ওর বাসায় যেতে প্রায় ৪৫ মিনিট লাগে। রাস্তায় জ্যাম থাকলে আরো বেশি সময় লাগে।

এক সিএনজিতে সবার জায়গা হচ্ছে না। তাই আমি মুরগি দুধ নিয়ে এক সিএনজিতে উঠলাম আর মা ছেলেকে আরেকটায় তুলে দিলাম। রাস্তা থেকে ওর লিস্ট করা সব ফল নিলাম।

আমার ভীষণ আনন্দ লাগছে। মেয়েটাকে কত দিন পর দেখবো। কত কথা জমে আছে। ছেলের চেয়ে মেয়েটাকেই আমার বেশি আপন লাগে। ওর জন্মের সময় বারবার করে আল্লাহর কাছে বলেছি- আল্লাহ একটা জান্নাত দিও আমার ঘরে। মেয়েটার নামও রেখেছি জান্নাত।

ওদের বাসায় গিয়ে দরজায় নক করতেই বেয়াই সাহেব গেট খুলে দিলো। একে একে সবাই আসলো আমাদের স্বাগতম জানাতে। কিন্তু মেয়েটা এলো না। যা যা এনেছি সব ওদের হাতে তুলে দিচ্ছিলাম কিন্তু কারো মুখে তেমন আনন্দ দেখলাম না।

আমরা বসেছি পরে মেয়েটা দৌড়ে আসলো। আমাকে দেখেই হেসে বললো- তুমি অনেক শুকায় গেছো আব্বা। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে স্বাগত জানাতে গেলাম।

তখন আমার জান্নাত বললো- আব্বা আমার গায়ে অনেক ঘাম। তুমি ফ্যানের নিচে বসো। রেস্ট ন

04/09/2025

মাত্র ১টি দিন প্লিজ!
হেফাজত, জামায়াত, চরমোনাই, জমিয়ত, খেলাফত মজলিসসহ ইসলামী দলগুলোর নেতাদের কাছে আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে জানতে চাওয়া, বছরের পর বছর নির্যাতন ভোগ করে, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে যে সরকারকে ক্ষমতায় আনলেন, তাদের কাছ থেকে কী পেলেন??? শুধু কি ইউনুসের ভবনে একটু প্রবেশাধিকার আর মাঝেমাঝে একটু ছবি তুলতে পারাই আপনাদের প্রত্যাশা ছিল??? এতটুকুতেই কি আপনারা সন্তুষ্ট??? নাকি আরো কিছুর প্রত্যাশায় জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে???
আমি বিশ্বাস করি, আপনারা এতেই সন্তুষ্ট নন, আরো প্রত্যাশা আছে, সে প্রত্যাশা পূরণে চেষ্টাও করেছেন, করছেন। কিন্তু প্রাপ্তি কতটুকু? ন্যূনতম প্রত্যাশাটুকুও যদি পূরণ করতে না পারেন তাহলে আজ যারা ড. ইউনুসের সঙ্গে আপনাদের ছবি দেখে মারহাবা বলে, তারাই একদিন আপনাদের প্রত্যাশা-প্রাপ্তির কাঠগড়ায় দাঁড় করাবে। জাতির ধর্মীয় দাবিগুলোর তেমন কোনোটিই আদায় করতে পারেননি বলে নিজেরাও একদিন হতাশ হবেন।
ইউনুস যখনই ক্ষমতায় থাকতে পারা নিয়ে সংকায় পড়ে যায়, তখনই আপনাদের ডেকে নেয়??
ক্ষমতায় টিকতে আপনাদের এতই যার দরকার সে-ই আপনাদের চোখের সামনেই নারী সংস্কার কমিশনে ইসলামবিরোধী সব নীতি প্রতিষ্ঠা করার আয়োজন সম্পন্ন করল, নারী দিবসে রূপান্তরিতকে পুরস্কৃত করল, যেই শরীফ শরীফা ইস্যু তাদের ক্ষমতার পথ সুগম করেছিল সেই ট্রান্সজেন্ডার ইস্যু প্রমৌট করল, সর্বশেষ জাতির দীর্ঘদিনের প্রত্যাশা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক না দিয়ে গানের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করল আপনারা এসবের পক্ষে আছেন কি না তা জানতে চেয়েছিল?? কতবড় দুঃসাহস!!
এখনই সময় আসেনি কী পেলেন হিসেবটা করার? দয়া করে কঠোর হোন! প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক ইস্যুর সমাধান না হলে ইউনুসের সাথে আর কোনো ছবি আমরা দেখতে চাই না।
ইস্যুটি খুবই যৌক্তিক। ৬৫ হাজার স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ হলে এদেশের জেনারেল ধারায় পড়ুয়া কোমলমতি শিশুদের অন্তরে তাওহিদের বীজ বপন করে দেবার সুযোগ হবে। শিশুরা আল্লাহ-রাসুলের (সা.) পরিচয় জানবে, ইসলামের বিধিবিধান ও সৌন্দর্যের সাথে পরিচিত হবে। ২০ বছর পর এ শিশুরাই ইসলামের পক্ষে কথা বলবে। আবার ৬৫ হাজার দাওরায়ে হাদিস/কামিল পাস আলেমের সরকারি চাকরিও হবে৷ সব স্কুলেই ইসলাম শিক্ষা বই আছে, অনেক স্কুলে হিন্দু শিক্ষক ইসলাম শিক্ষা পড়ায়! কতটা লজ্জার!! ইসলাম শিক্ষা সাবজেক্ট আছে, তাহলে পড়ানোর জন্য কেন শিক্ষক দেবে না??
জাতির এ

03/07/2025

আগামীকাল রোজ শুক্রবার সময় সকাল ৯ টা। জামিয়াতুল হায়দার ফারুকী মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার ১৪ য়ে জুলাই রোজ সোমবারের হোসেনপুর উপজেলার কমিটি বাস্তবায়ন করার লক্ষ্যে জরুরী পরামর্শের আহ্বান করা হয়েছে। অতএব, খেলাফত মজলিসের সম্মানিত সকল সদস্য ও দায়িত্বশীলদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নিবেদক, মাওলানা আবুল কালাম ফারুকী হাফিঃ। আহবায়ক বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখা।

আলহামদুলিল্লাহ! প্রিয় হোসেনপুরবাসী— বাংলাদেশ খেলাফত মজলিস, হোসেনপুর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন...
26/06/2025

আলহামদুলিল্লাহ! প্রিয় হোসেনপুরবাসী— বাংলাদেশ খেলাফত মজলিস, হোসেনপুর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।একটি আন্তরিক, সুশৃঙ্খল এবং আশাব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় হোসেনপুরের সচেতন মুসলিম সমাজ, মেধাবী তরুণ, আলেম-ওলামা ও সাধারণ শিক্ষিত ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সভায় অংশগ্রহণকারীদের কণ্ঠে প্রতিফলিত হয়েছে একটি দৃঢ় অঙ্গীকার—আমরা ঐক্যবদ্ধভাবে হোসেনপুরের প্রতিটি ঘরে ঘরে হকের আহ্বান পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য কেবল রাজনৈতিক পরিমণ্ডলে সফলতা নয়, বরং ইসলামের আলোয় আলোকিত একটি আদর্শ সমাজ গঠন— যেখানে তাওহীদ হবে নেতৃত্বের ভিত্তি, ইনসাফ হবে শাসনের নীতি, আর দ্বীন হবে জীবনের মূল দিকনির্দেশনা।

এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত নেতৃত্বগণ— মুফতী ইলিয়াস কাসেমী হাফিযাহুল্লাহ, সাধারণ সম্পাদক,
মাওলানা আঃ মোমিন শের-জাহান, সিনিয়র সহ-সভাপতি, এবং মাওলানা আব্দুল করিম হাফিযাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস, কিশোরগঞ্জ জেলা শাখা।

আমরা বিশ্বাস করি, হোসেনপুর হতে পারে একটি মডেল দ্বীনি জনপদ— বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুরে যে ভিত্তি গড়ে তুলবে তা আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও আলোকিত ভবিষ্যতের দাওয়াত হবে ইনশাআল্লাহ । আসুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আপনি এক কণ্ঠ, এক শক্তি হয়ে আমাদের পাশে থাকুন।

23/06/2025

Adresse

Hosenpor, Kishorgong
Daka

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mufti Nurul Islam Shibli publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager