Rimu's Basket

Rimu's Basket আসসালামুআলাইকুম ভাইয়া আপুরা।আমি বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছি🇲🇾। আমার নতুন পেইজের নাম হচ্ছে Rimu's Gossips । এই পেইজটি পাশে থাকার অনুরোধ রইলো 🙏🥹
(3)

মালাই টু বাংলা
26/06/2025

মালাই টু বাংলা

আকাশটা ছিলো মেঘলা তাই ছবি তুলেছিলাম একলা 🥰
26/06/2025

আকাশটা ছিলো মেঘলা তাই ছবি তুলেছিলাম একলা 🥰

মালাই টু বাংলা ❤️
25/06/2025

মালাই টু বাংলা ❤️

মালয়েশিয়ায় বেড়েছে বিদেশি বিনিয়োগ, শীর্ষে পরিষেবা খাতমালয়েশিয়ায় বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাব...
25/06/2025

মালয়েশিয়ায় বেড়েছে বিদেশি বিনিয়োগ, শীর্ষে পরিষেবা খাত

মালয়েশিয়ায় বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৫১ দশমিক ৫ বিলিয়ন রিঙ্গিত। যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বৃদ্ধি।

বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ (ডিওএসএম)। তথ্য অনুযায়ী, এই বিপুল বিনিয়োগের পেছনে প্রধান চালিকা শক্তি ছিল দেশটির পরিষেবা খাত এবং সিঙ্গাপুর ও হংকংয়ের মতো এশীয় অর্থনীতির জোরালো আগ্রহ।

মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ২০২৪ সালে মালয়েশিয়ায় বিদেশি সংস্থাগুলোর মোট আয় বেড়ে ৯৯ দশমিক ৮ বিলিয়ন রিঙ্গিতে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের ৮৮ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিতের তুলনায় বেশি। এই বৃদ্ধির প্রধান কারণ ছিল ইক্যুইটি ও বিনিয়োগ তহবিল শেয়ার থেকে আয়।

বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ দেশের মোট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ৯৯৫ দশমিক ৫ বিলিয়ন রিঙ্গিতে উন্নীত হয়েছে, যা আগের বছরে ছিল ৯২৪ বিলিয়ন রিঙ্গিত।

সংগৃহীত পোস্ট

কষ্ট ও ত্যাগ:প্রবাসে জীবন কাটানো মানেই একাকীত্ব, ভাষার সমস্যা, সংস্কৃতির ভিন্নতা, এবং কর্মক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ ...
25/06/2025

কষ্ট ও ত্যাগ:
প্রবাসে জীবন কাটানো মানেই একাকীত্ব, ভাষার সমস্যা, সংস্কৃতির ভিন্নতা, এবং কর্মক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা। প্রিয়জনদের থেকে দূরে থাকার কষ্ট। হঠাৎ করে পরিবারের স্বার্থপরতা দেখেও চুপ করে প্রবাস জীবনে পরে থাকা।মানসিক,শারীরিক এবং আর্থিক জটিলতার মাঝে থেকেও নিরুপায় ভাবে জীবনযাপন করার নামই হচ্ছে প্রবাস জীবনের কষ্ট ও ত্যাগ 🇲🇾🙂

#প্রবাসি

মালয়েশিয়ায় ১৭০০ রিঙ্গিতের নিচে মজুরি দিলে অভিযোগ দায়েরের নির্দেশমালয়েশিয়ায় ১৭০০ রিঙ্গিতের নিচে বেতন পাওয়া কর্মীদের...
24/06/2025

মালয়েশিয়ায় ১৭০০ রিঙ্গিতের নিচে মজুরি দিলে অভিযোগ দায়েরের নির্দেশ

মালয়েশিয়ায় ১৭০০ রিঙ্গিতের নিচে বেতন পাওয়া কর্মীদের অবিলম্বে শ্রম বিভাগে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। অভিযোগ পেলে সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

সোমবার (২৩ জুন) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের (কেসুমা) এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার কর্মীদের কল্যাণ ও অধিকার রক্ষায় সকল পক্ষকে অবশ্যই সর্বনিম্ন মজুরি আদেশ ২০২৪ মেনে চলতে হবে।

মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে আরও বলেছে, সরকারি আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে ন্যাশনাল ওয়েজেস কনসালটেটিভ কাউন্সিল অ্যাক্ট ২০১১-এর অধীনে আইনগত ব্যবস্থা নিতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না।

ন্যূনতম মজুরির ব্যাপারে নির্দেশনায় বলা হয়েছে, যদি নিয়োগকর্তা চাকরির চুক্তিতে একটি মূল বেতন নির্ধারণ করেন, তাহলে তা বর্তমান সর্বনিম্ন মজুরির চেয়ে কম হতে পারবে না।

যদি চুক্তিতে কোনো মূল বেতন উল্লেখ না থাকে, তাহলে নিয়োগকর্তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, অতিরিক্ত ভাতা বাদে প্রদেয় মোট মাসিক অর্থ সর্বনিম্ন মজুরির নিচে নয়।

এই আদেশ খণ্ডকালীন কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে বিবৃতিতে উল্লখ করা হয়েছে। শ্রম বিভাগ মজুরি লঙ্ঘন, যার মধ্যে অবৈধ মজুরি কর্তনও অন্তর্ভুক্ত, তাদের বিরুদ্ধে পর্যবেক্ষণ এবং প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করবে।

সংগৃহীত পোস্ট

মালাই টু বাংলা ❤️
24/06/2025

মালাই টু বাংলা ❤️

24/06/2025

মালয়েশিয়া থেকে লাইভে জয়েন ছিলাম আমি রিমু

করোনার সময় সবাই যখন ঘরবন্দী। ঐ সময় আমরা যেভাবে ঈদের সময় কাটিয়েছিলাম। হাতে মেহেদী পরে বাসায় রান্নাবান্না করে। নিজেরা নিজে...
24/06/2025

করোনার সময় সবাই যখন ঘরবন্দী। ঐ সময় আমরা যেভাবে ঈদের সময় কাটিয়েছিলাম। হাতে মেহেদী পরে বাসায় রান্নাবান্না করে। নিজেরা নিজেরাই সময় কাটিয়েছিলাম। তারপর,সন্ধ্যার একটু আগে ছাদে এসে কিছু স্মৃতি তুলে রেখেছিলাম।যা এতো বছর পর আপনাদের মাঝে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ঐসময় আমাদের সুস্থ এবং ভালো রেখেছিলেন😇।
ঈদের দিনের সন্ধ্যা বেলায় তোলা ছবি গুলো 🥰💙

মালাই টু বাংলা
24/06/2025

মালাই টু বাংলা

Address

Thongwa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimu's Basket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share