23/04/2020
ঘরে বসে সময় নষ্ট না করে এখনি শুরু করুন ইউটিউবিং।
কিন্তু কিভাবে শুরু করবো? 🤔
আমারতো ল্যাপটপ নেই 😥
ক্যামেরা নেই 😥
কিভাবে কি করবো? কিছুই বুঝিনা 😐
হুম ল্যাপটপ না থাকলেও ইউটিউবিং করা যায় মোবাইল দিয়েই। কারন আমি নিজে মোবাইল দিয়েই ভিডিও এডিট করি মোবাইল দিয়েই আপলোড দেই । আজ যারা বড় বড় ইউটিউবার বেশিরভাগই মোবাইল দিয়ে শুরু করেছিলো। আপনারতো মোবাইল আছেই আর না থাকলে আমার এই পোস্ট পড়তে পারতেন না।
এখন আপনার দরকার ক্যামেরা যেটা আপনার ফোনে অলরেডি আছে।
তারপর মোবাইলে এডিটিং করার জন্য দরকার ভিডিও এডিটিং সফটওয়্যার।
গুগলে kinemaster লিখে search দিন একটু খুজলেই পেয়ে যাবেন, ডাউনলোড করে নিন।
এরপর ইউটিউবে basic kinemaster tutorial লিখে search দিলে হাজারো ভিডিও পাবেন, খুবই সহজ শিখে নিন।
এবার প্লে স্টোরে যাবেন, সেখান থেকে YouTube studio ডাউনলোড করে নিন। এটি দিয়ে আপনি ল্যাপটপ এর মতই ভিডিও আপলোড,thumbnail এবং SEO ইনফরমেশন এড করতে পারবেন।
কিন্তু SEO কিভাবে করবো?
আপনি যেহতু একদম বিগেনার এখনি অনেক ভালো SEO করা লাগবেনা। আপনার ভিডিওর বিষয় অনুযায়ী সুন্দর একটি টাইটেল দিন। description বক্সে ভিডিও সম্পর্কে অল্প একটু লিখুন। এবং আপনার ভিডিওটি ইউটিউবে কি লিখে মানুষ search দিলে পাওয়া যাবে সে অনুযায়ী কয়েকটি কিওয়ার্ড এড করুন।
এগুলো না হয় করলাম,কিন্তু কি নিয়ে ভিডিও বানাবো? মাথায়তো কিছু আসেনা, মাথায় শুধু আসে ফানি ভিডিও।
একটা বাচ্চা কে নিয়ে মা খেলছে এমন ভিডিও ইউটিউবে মিলিয়ন ভিউ হয়। অথবা ভাত রান্না করার ভিডিও সেটাও মিলিয়ন ভিউ হয়।
আপনি বাস্তব লাইফে কি করতে বেশি ভালোবাসেন সেটাই ভিডিও করে আপলোড করুন, অথবা সেটা কিভাবে করতে হয় তা নিয়ে টিউটোরিয়াল বানিয়ে আপলোড করুন। মানুষ যে টপিক গুলো ইউটিউবে বেশি search দেয় এমন টপিক নিয়ে ভিডিও বানানো উচিৎ নতুন ইউটিউবারদের ৷ একই চ্যানেলে বিভিন্নরকম ভিডিও ভুলেও আপলোড করবেন না; তাহলে মানুষ গুরুত্ব কম দিবে।
আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাতে চান, এমন ভিডিও আর কে কে বানায় তাদের ভিডিও গুলো নিয়ে একটু রিসার্চ করুন। কি কি কারনে তাদের ভিডিও গুলো মানুষ দেখে, তা খুজে বের করুন। তাহলে আপনিও ভালো ভিডিও বানাতে পারবেন৷
যারা এখনো ভাবছেন আমার এটা পারফেক্ট না, ওটা পারফেক্ট না, পারফেক্ট হয়ে শুরু করবো।
তাদের বলছি, শুরু না করলে কখনোই পারফেক্ট হতে পারবেন না। তাই পারলে আজই নিজের বেকার সময়টা ব্যয় করুন। বাংলাদেশের অনেক ইউটিউবারও এইরকম ভাবে সফল হয়েছেন।
চিন্তা কিসের আপনাদের,
হেল্প লাগলে আছিত।
যতটুকু পারি নিজের থেকে হেল্প করার চেষ্টা করবো।গ্রুপের সবাই তোমাকে হেল্প করবে।
আর হ্যা ভাই আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে ইউটিউবে কাজ করবেন আর লেখাপড়ায় অমনোযোগী এইটা হলে হবে না। আমি এটা বলি নাই যে লেখাপড়া ছেড়ে দিয়ে ইউটিউবিং করুন।ইউটিউবে আপনার বেকার সময়টা ব্যয় করুন।একসময় দেখবেন আপনার এই বেকার সময়টাই এক সময় পারফেক্ট সময়ে রূপ নিবে।সময়ের ব্যবধানে আপনি যখন পারফেক্ট একটা সময়ে পা দিবেন তখন বুঝতে পারবেন যে আপনি রাইট ছিলেন।......
ভালো থাকবেন সুস্থ থাকবেন!