Truth Point

Truth Point Your trusted news source.

 # # #সাজেকে কম বাজেটের ১৫টি রিসোর্ট এর  তালিকা ও ফোন নাম্বার জেনে নিনসাজেকের ১৫টি রিসোর্টের তালিকা ও মোবাইল নামবারকি কি...
26/09/2025

# # #সাজেকে কম বাজেটের ১৫টি রিসোর্ট এর তালিকা ও ফোন নাম্বার জেনে নিন

সাজেকের ১৫টি রিসোর্টের তালিকা ও মোবাইল নামবার

কি কি খাবেন বিস্তারিত নিচে দেওয়া হলো :

মেঘের রাজ্য সাজেক যেতে চান? বর্ষা, শরৎ ও হেমন্ত এই তিনটি সময়ে পর্যটকে গিজগিজ করে এই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক। কিন্তু, গেলেই তো আর হবে না। গিয়ে থাকবেন কোথায় এটা অনেকের জন্য চিন্তা হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন পর্যটকদের আনাগোনা বেশি থাকে। সেই সমস্যার সমাধানেই আমরা আজকে উপস্থাপন করছি সাজেকের ১৫ টি রিসোর্ট এবং রিসোর্টগুলোর অবস্থান, খরচ ও যোগাযোগ নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা।

সাজেকের সেরা ১৫ টি রিসোর্ট ও কটেজ | সাজেক রিসোর্ট মোবাইল নাম্বার

আলোচনার প্রথমেই দেখে এক নজরে নেই সাজেক রিসোর্ট তালিকা:

রিসোর্ট রুংরাং

সাজেক রিসোর্ট

রুন্ময় রিসোর্ট

মেঘপুঞ্জি রিসোর্ট

মেঘ মাচাং রিসোর্ট

লুসাই কটেজ

জুম ঘর ইকো রিসোর্ট

সাম্পারি রিসোর্ট

আদ্রিকা ইকো রিসোর্ট

ট্রিনিটি রিসোর্ট

মেঘাদ্রি ইকো রিসোর্ট

রুলুই রিসোর্ট

ছায়ানীড় ইকো রিসোর্ট

ম্যাডভেঞ্চার রিসোর্ট

চাঁদের বাড়ি রিসোর্ট

১। রিসোর্ট রুংরাং রিসোর্ট, সাজেক

সাজেকের বেস্ট রিসোর্ট বলা হয় রিসোর্ট রুংরাংকে। চমৎকার ডিজাইনে করা এই রিসোর্টে রয়েছে ৪টি কাপল রুম এবং ৪ টি ডাবল রুম। ছুটির দিন ভেদে এই রুমগুলোর ভাড়া উঠা-নামা করে। ছুটির দিনে কাপল রুমের ভাড়া পড়বে ৩০০০ টাকা এবং ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা। আর অন্যান্য দিনে কাপল রুম গুলো ২৫০০ টাকায় এবং ডাবল রুম গুলো ৩০০০ টাকায় পেয়ে যাবেন।

সুবিধা:

চমৎকার রুমসজ্জা।

পূর্ব পাশে খোলা বারান্দা।

ইলেকট্রনিক সুবিধা।

উন্নতমানের ওয়াশরুম ব্যবস্থা।

রুম সার্ভিস।

রুম এবং বেলকনি থেকেই ভিউ দেখার চমৎকার সুযোগ।

আপনি যদি সাজেক যেয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

01884710723, 01869649817।

এছাড়া আপনি চাইলে সোশাল মিডিয়া ফেসবুকেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

২। সাজেক রিসোর্ট

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্ট সাজেকের অন্যতম সুন্দর একটি রিসোর্ট। সেনাবাহিনী পরিচালিত বলে অন্যান্য রিসোর্টের তুলনায় ভাড়া বেশি হলেও সুযোগ সুবিধাও তেমন মানের। এই রিসোর্টের রুম গুলোর ভাড়া শুরু হয় ১০০০০ টাকা থেকে। সর্বোচ্চ ভাড়া ১৫০০০। এসি ও নন-এসি রুমভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।

তবে কখনো কখনো ভাড়ার পরিমাণ সামান্য কম বেশি হয়ে থাকে।

সুবিধা:

এসি ও নন-এসি রুম

রুম সার্ভিস

ওয়াই-ফাই নেটওয়ার্ক

খাবারের ব্যবস্থা।

প্রাইভেট বেলকনি।

নান্দনিক রুমসজ্জা।

২৪ ঘণ্টা পানি ও ইলেকট্রনিক সুবিধা।

রুম ও বেলকনি থেকে চমৎকার ভিউ দেখার সুবিধা।

এইসব সুযোগ সুবিধার পাশাপাশি কোনো সেনা কর্মকর্তা বা প্রথম শ্রেণীর সরকারী অফিসারদের জন্য সাজেক রিসোর্টে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আপনি যদি সাজেকের এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৮৫৯০২৫৬৯৪, ০১৮৪৭০৭০৩৯৫, ০১৭৬৯৩০২৩৭০।

৩। রুন্ময় রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি অনিন্দ্য সুন্দর রিসোর্ট হলো রুনময় রিসোর্ট। এটি বাইরে থেকে দেখতে যেমন অসাধারণ তেমনি এর আভ্যন্তরীণ সাজসজ্জাও নজর কাড়বে আপনার। দোতালা এই রিসোর্টটিতে রয়েছে ৫ টি রুম। প্রতিটি রুমে থাকতে পারবেন দুইজন করে। এই রিসোর্টটিও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত। রুনময়ের রুমভাড়া দোতালা এবং নিচতলা ভেদে ভিন্ন হয়। দোতালার কামরা গুলো আপনি ৪৯৫০ অর্থাৎ প্রায় ৫০০০ টাকায় পেয়ে যাবেন। আর নিচতলার কামরা গুলোতে থাকলে চাইলে আপনার গুণতে হবে প্রায় ৪৪৫০ টাকা। তবে আপনি যদি অতিরিক্ত বেড নিতে চান তাহলে দোতালা এবং নিচতলা উভয়ের জন্যই আপনার পকেট থেকে বেরিয়ে যাবে নগদ ৬০০ টি টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো এর সুযোগ সুবিধা ভিআইপি মানের। কিছু সুবিধা আমাদের লেখায় তুলে ধরছি:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।

২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।

খাবারের ব্যবস্থা।

ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা।

টেলিভিশন দেখার সুবিধা।

অত্যাধুনিক মানের রেস্টরুম ফ্যাসিলিটি।

প্রাইভেট বেলকনি।

বেলকনি থেকে সাজেকের ভিউ দেখার সুযোগ।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার: ০১৮৬৫৪৭৬৮৮।

৪। মেঘপুঞ্জি রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি চমৎকার রিসোর্ট এর নাম মেঘপুঞ্জি রিসোর্ট। এই রিসোর্টটি এতই চমৎকার যে একবার গেলে মনে হবে থেকেই যাই। এর বিশেষ দিক হচ্ছে, রিসোর্টটি বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরী করা হয়েছে। অন্যান্য রিসোর্টের মতো ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স না বরং চারটি সুন্দর কটেজ দিয়ে এই রিসোর্টটি বানানো। কটেজ গুলোর নামও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের মতো মায়া জড়ানো। মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ গুলো হলো: তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা।

এসব কটেজের ভাড়াও ছুটির দিন এবং অন্যান্য দিন ভেদে আলাদা হয়ে থাকে। মেঘপুঞ্জির কটেজ গুলোর মধ্যে তারাশা ব্যতিত বাকি তিনটি কটেজ ছুটির দিনে ৫৫০০ এবং অন্যান্য দিনে ৫০০০ এ পেয়ে যাবেন।

তারাশার জন্য ছুটির দিনে গুণতে হবে ৬০০০ টাকা এবং অন্য দিনগুলোতে ৫৫০০ টাকায় পেয়ে যাবেন।

তবে, এই রিসোর্টটি এতই জনপ্রিয় যে আপনি যদি সাজেক এসে এখানে থাকতে চান তাহলে বুকিং দিতে হবে প্রায়ই মাসখানেক আগে। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন যা কাঠ, বাঁশ এবং গ্লাস দিয়ে করা।

উন্নত মানের রেস্ট রুম।

ওয়েলকাম ড্রিংকস।

কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট

রুম সার্ভিস।

২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা।

ঘুরে দেখার জন্য বিশাল জায়গা।

রাতে চমৎকার লাইটিং এর ব্যবস্থা।

নিরাপত্তার নিশ্চয়তা।

সাজেকের চমৎকার এই রিসোর্টটাতে থাকতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার :

01815761065

ফেসবুক

ওয়েবসাইট লিংক

৫। মেঘ মাচাং রিসোর্ট, সাজেক

নাম শুনেই মনে হচ্ছে না মেঘ দিয়ে মাচা বানানো হয়েছে বসার জন্য। আসলেও এমনই! জি পাঠক, মেঘ মাচাং রিসোর্টটি সাজেকের আরেকটি জনপ্রিয় রিসোর্ট। সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত এই রিসোর্টটিতে রয়েছে ছোটো বড়ো মিলিয়ে পাঁচটি কটেজ।

যার এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে। এই ডিজাইনের উপর ভিত্তি করে কটেজের ভাড়া কম বা বেশি হয়ে থাকে। বাঁশ নির্মিত কটেজের ভাড়া সাধারণত ৩৫০০ যা ছুটির দিন গুলোতে বেড়ে দাঁড়ায় ৪০০০ এ। আর কাঠের তৈরী কটেজ গুলোর সাধারণ ভাড়া ৪০০০ যা ছুটির দিনে ৪৫০০ তে বৃদ্ধি পায়। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।

২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।

খাবারের ব্যবস্থা।

আধুনিক সুবিধা সম্পন্ন রেস্টরুম ফ্যাসিলিটি।

প্রাইভেট বেলকনি।

মিজোরাম মুখী বেলকনি থেকে সাজেকের অপূর্ব ভিউ দেখার সুযোগ।

নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক ঘুরতে গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৮২২১৬৮৮৭৭

ফেসবুক পেজ

৬। লুসাই কটেজ

সাজেকের আরেকটি সুন্দর কটেজ হলো লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট এর বিপরীত পাশেই এর অবস্থান। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গ্রুপ ট্যুর গ্রুপ বিডি বা টিজিবি পরিচালিত রিসোর্ট এটি। অসাধারণ নান্দনিক ইন্টেরিয়র সজ্জার পাশাপাশি এই রিসোর্টের বিশেষত্ব হলো এর বিশাল খোলা বারান্দা যেখানে বসে সাজেকের ভিউ দেখার পাশাপাশি বন্ধুবান্ধব মিলে জমকে আড্ডা দেয়া যায়। এই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ছুটির দিন ভেদে এসব রুমের ভাড়া ৫০০ টা কম বেশি হয়। লুসাই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম ও তার রেগুলার ভাড়া:

লুসাই স্পেশাল রুম ৩৫০০

কাপল রুম ২৫০০

জলঘর কাপল রুম ৩৫০০

ফ্যামিলি রুম ৩০০০

গ্রুপ রুম ৪০০০

জলঘর বাইকার্স রুম ৩৫০০

এছাড়া কেউ যদি পুরো কটেজ ভাড়া নিতে চায় তাহলে তার জন্য রয়েছে বিশেষ ছাড়। এই কটেজের রয়েছে অনেকগুলো আকর্ষণীয় সুযোগ সুবিধা।

সুবিধা:

হিল ভিউ প্রাইভেট বেলকনি।

সুবিশাল কমন বেলকনি।

খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।

অত্যাধুনিক রেস্ট রুম।

২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।

রুম সার্ভিস।

খাবারের ব্যবস্থা।

বার-বি-কিউ এর সুযোগ।

নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই কটেজে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৬৩৪১৯৮০০৫

ফেসবুক লিংক

৭। জুম ঘর ইকো রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি নান্দনিক রিসোর্ট হলো জুম ঘর ইকো রিসোর্ট। রিসোর্টটিতে কয়েকটি কটেজ রয়েছে। প্রতি কটেজেই প্রায় একই ধরনের ৬টি রুম রয়েছে। এসব রুমগুলোতে সাধারণত ৪ জন থাকতে পারে। যার ভাড়া ৪০০০ টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো ছুটির দিন কিংবা সাধারণ দিন কখনোই ভাড়া তেমন উঠা নামা করে না। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি এই রিসোর্টে সাজেকের অপূর্ব ল্যান্ডস্কেপ দেখার জন্য রয়েছে বিশাল খোলা বারান্দা। এছাড়া পর্যটকদের ঘোরাঘুরির জন্য সুন্দর বাগান এবং দোলনা ও রয়েছে। এই রিসোর্টের সুবিধা সমূহ:

সুবিধা:

প্রাইভেট বেলকনি।

সুবিশাল কমন বেলকনি।

অত্যাধুনিক রেস্ট রুম।

২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।

রুম সার্ভিস।

খাবারের ব্যবস্থা।

বার-বি-কিউ এর সুযোগ।

নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

যোগাযোগের ঠিকানা:

০১৮৮৪২০৮০৬০।

ফেসবুক পেইজ

৮। সাম্পারি রিসোর্ট, সাজেক

সাজেকের আরো একটি অসাধারণ রিসোর্ট এই সামপারি রিসোর্ট। এটি সম্পূর্ণ রূপে একটি ইকো রিসোর্ট। এখানে নানাবিধ আধুনিক সুবিধা না থাকলেও নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সবকিছুই রয়েছে। এই রিসোর্টটি বেশ বড় জায়গা নিয়ে নির্মিত। সব বয়সের মানুষের কথা বিবেচনা করে রিসোর্টের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র সাজানো হয়েছে। রিসোর্টটিতে নানা ধরনের কটেজ ও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।

কাপল কটেজ: কাপলদের হানিমুনের জন্য রয়েছে ৪ টি কাপল কটেজ। এই কটেজ গুলোর নাম গুলোও খুব সুন্দর। মেঘ, বৃষ্টি, রোদ, ছায়া নামের এই কটেজ গুলোর ভাড়া ৩৫০০ টাকা।

কাপল রুম: কটেজ ছাড়া কাপল রুম ও রয়েছে, এই রিসোর্টে। এই রুমের ভাড়া ২৫০০ টাকা।

দুই বেডের রুম: এই রিসোর্টে দুই বেডের রুমে চার জন থাকতে পারে। এগুলোর ভাড়া ৩৫০০ করে পড়বে।

তিন বেডের রুম: সামপারির এই রুম গুলোতে ৬ জন থাকতে পারে। এজন্য গুণতে হবে ৪৫০০ টাকা।

এই ভাড়াগুলো ছুটির দিনের জন্য। এছাড়া অন্য দিনে প্রতিক্ষেত্রেই ৫০০ টাকা ছাড় দেয়া হয়। কেউ যদি পুরো রিসোর্ট ভাড়া নিতে চায় তাহলে সাধারণত ৩৫০০০ টাকা এবং ছুটির দিনে ৪০০০০ টাকা গুণতে হবে। এই রিসোর্টের সুবিধা সমূহ উল্লেখ করা হলো:

সুবিধা:

খোলা মাচা, দোলনা ও বাগান।

ফটোশুট করার ব্যবস্থা।

২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ।

উন্নত মানের রেস্ট রুম

খাবারের ব্যবস্থা

রুম সার্ভিস

সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

01849-889055, 01835-538083, 01869-157666

ফেসবুক লিংক

৯। আদ্রিকা ইকো রিসোর্ট, সাজেক

এই রিসোর্টটিও অত্যন্ত চমৎকার একটি রিসোর্ট। আপনি সাজেক বেড়াতে যেয়ে যদি একটু নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আদ্রিকা ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো পছন্দের একটি। এই রিসোর্টটি লুসাই রিসোর্টের পেছনেই অবস্থিত। এটিও বাংলাদেশের বিখ্যাত ভ্রমণ সংস্থা ট্রাভেল গ্রুপ বিডি’র আওতায় পরিচালিত।

এই রিসোর্ট রুম সংখ্যা মাত্র ২ টা। ছুটির দিনে ভাড়া ৪০০০ এবং অন্য দিনগুলোতে তা ৩৫০০ টাকা।

সুবিধা:

লুসাই হিল ভিউ প্রাইভেট বেলকনি।

সুবিশাল কমন বেলকনি।

খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।

অত্যাধুনিক রেস্ট রুম।

২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।

রুম সার্ভিস।

খাবারের ব্যবস্থা।

বার-বি-কিউ এর সুযোগ।

নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেকের জনপ্রিয় এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে আগে থেকে বুকিং করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার :

০১৮৭৭৭২২৮৫৯

০১৮৯৬১৭৮১৫০ (ঢাকা অফিস)
ফেসবুক লিংক
#সাজেক
******

 # # #ইউরোপের যেসব দেশে ঝামেলা ছাড়া ভিসা পাওয়া যায়, কিভাবে আবেদন করবেন জেনে নিন ইউরোপের যেসব দেশে সহজেই ভিসা পাওয়া যা...
26/09/2025

# # #ইউরোপের যেসব দেশে ঝামেলা ছাড়া ভিসা পাওয়া যায়, কিভাবে আবেদন করবেন জেনে নিন

ইউরোপের যেসব দেশে সহজেই ভিসা পাওয়া যায়: যেভাবে আবেদন করবেন এটুজেট

ইউরোপের যেসব দেশে তুলনামূলকভাবে সহজে শেঞ্জেন ভিসা (Schengen Visa) পাওয়া যায়, তার মধ্যে কয়েকটি হচ্ছে এমন দেশ যারা সাধারণত বেশি রিফিউজাল (অস্বীকৃতি) দেয় না এবং আবেদনকারীদের প্রতি সহনশীল নীতি অনুসরণ করে। ভিসা সহজে পাওয়া নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর, যেমন: আবেদনকারীর ডকুমেন্টেশন, ভ্রমণের উদ্দেশ্য, পূর্ববর্তী ট্র্যাভেল হিস্টোরি, এবং কোন দূতাবাসে আবেদন করছেন।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী (২০২৩ সালের তথ্য অনুসারে), শেঞ্জেন ভিসা সহজে পাওয়া যায় এমন কিছু দেশের নাম নিচে দেওয়া হলো:

লিথুয়ানিয়া (Lithuania) – শেঞ্জেন ভিসা রিফিউজাল রেট খুবই কম, আবেদন সহজ।

এস্তোনিয়া (Estonia) – যথেষ্ট কম রিজেকশন রেট।

ফিনল্যান্ড (Finland) – ডকুমেন্ট ঠিক থাকলে সহজে ভিসা দেয়।

লাটভিয়া (Latvia) – সহজ প্রক্রিয়া এবং কম রিজেকশন।

পোল্যান্ড (Poland) – তুলনামূলকভাবে সহনশীল ভিসা নীতি।

অন্যদিকে, যেসব দেশে ভিসা পাওয়া কঠিন হতে পারে:

ফ্রান্স

জার্মানি

স্পেন

নেদারল্যান্ডস এই দেশগুলোর রিজেকশন রেট তুলনামূলক বেশি।

তবে মনে রাখবেন, কোন দূতাবাসে আবেদন করছেন সেটিও গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ থেকে আবেদন করলে একটি দেশের দূতাবাস হয়তো কড়া নিয়ম মানে, আবার অন্য দেশের জন্য ঢাকায় অবস্থিত ভিন্ন দূতাবাস সহজ হতে পারে।

শেঞ্জেন (Schengen) ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া সাধারণভাবে প্রায় একই রকম, তবে নির্দিষ্ট দেশের দূতাবাস বা ভিএফএস (VFS) সেন্টারের নিয়মে কিছুটা তারতম্য হতে পারে। নিচে ট্যুরিস্ট ভিসা (শেনজেন ভিসা) আবেদন করার সাধারণ ধাপগুলো দেওয়া হলো:

🔹 ১. সঠিক দেশ নির্বাচন করুন

আপনার ভ্রমণের প্রধান গন্তব্য কোন দেশ, সেটি অনুযায়ী ভিসার জন্য সেই দেশের দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করবেন।

উদাহরণ: আপনি যদি লিথুয়ানিয়া, ফিনল্যান্ড বা লাটভিয়া ঘুরতে চান, তাহলে সেই দেশের দূতাবাসে বা ভিএফএস সেন্টারে আবেদন করবেন।

🔹 ২. অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং

প্রায় সব দেশের দূতাবাসে এখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।

VFS Global: https://www.vfsglobal.com

দূতাবাসের নিজস্ব ওয়েবসাইট থেকেও করা যায়

🔹 ৩. প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করুন

নিম্নলিখিত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে (সব কপি ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন):

ভিসা আবেদন ফর্ম – অনলাইনে পূরণ করে প্রিন্ট করতে হবে

পাসপোর্ট – কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে, পুরনো পাসপোর্টও সঙ্গে নিন

২ কপি পাসপোর্ট সাইজ ছবি – শেনজেন স্ট্যান্ডার্ড অনুযায়ী

কভার লেটার – কেন যাচ্ছেন, কোথায় থাকবেন, বিস্তারিত ব্যাখ্যা

ফ্লাইট রিজার্ভেশন (টিকিট বুকিং, পেমেন্ট না করলেও চলবে)

হোটেল বুকিং/আবাসন প্রমাণ

ট্রাভেল ইন্স্যুরেন্স – কমপক্ষে ৩০,০০০ ইউরো কাভারেজ সহ

ব্যাংক স্টেটমেন্ট – শেষ ৬ মাসের, যথেষ্ট ব্যালান্স থাকতে হবে (প্রতি দিনের জন্য প্রায় ৬০-৭০ ইউরো)

নিয়মিত আয়ের প্রমাণ – চাকরি হলে নিয়োগপত্র, ছুটির অনুমতি, সেলারি স্লিপ ট্যাক্স রিটার্ন/আইনগত কাগজপত্র – আয়কর রিটার্ন, ট্রেড লাইসেন্স ইত্যাদি (যদি প্রযোজ্য হয়)

🔹 ৪. আবেদন ফি জমা দিন

সাধারণত ৮০ ইউরো (প্রায় ৯৫০০-১০০০০ টাকা)

ভিএফএস সার্ভিস চার্জ আলাদা

🔹 ৫. বায়োমেট্রিক ও ডকুমেন্ট সাবমিট

অ্যাপয়েন্টমেন্টের দিনে ঢাকায় নির্ধারিত VFS সেন্টারে গিয়ে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) ও কাগজপত্র জমা দিতে হবে।

🔹 ৬. ভিসা প্রসেসিং টাইম

সাধারণত ১৫ কার্যদিবস লাগে

অনলাইন বা এসএমএসের মাধ্যমে স্ট্যাটাস ট্র্যাক করা যায়

🔹 ৭. পাসপোর্ট সংগ্রহ

পাসপোর্ট রেডি হলে VFS বা কুরিয়ারের মাধ্যমে পাসপোর্ট রিসিভ করবেন

✳️ অতিরিক্ত টিপস:

আপনার ট্রাভেল হিস্টোরি থাকলে (যেমন: মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই) সেটা পজিটিভ প্রভাব ফেলে

সব তথ্য সত্য ও পরিষ্কারভাবে উপস্থাপন করুন

ভিসা অফিসার যেন বুঝতে পারেন আপনি সফর শেষে দেশে ফিরে আসবেন – এরকম প্রমাণ দেখানো জরুরি
*****

 # # # #যুক্তরাজ্যে ১৭৫শতাংশ জমিসহ এই বাড়ি বিক্রি হবে মাত্র ১ কোটি ১০ লাখ টাকা******
26/09/2025

# # # #যুক্তরাজ্যে ১৭৫

শতাংশ জমিসহ এই বাড়ি

বিক্রি হবে মাত্র ১ কোটি ১০ লাখ টাকা

******

 # # # #জরুরী_ভিত্তিতে_ফ্ল্যাট_বিক্রি_করা_হবে।  - 1 crore 10 lac Tk ( negotiable)  #সম্পূর্ণ ফ্ল্যাট ইন্টেরিয়র ডিজাইন কর...
26/09/2025

# # # #জরুরী_ভিত্তিতে_ফ্ল্যাট_বিক্রি_করা_হবে।

- 1 crore 10 lac Tk ( negotiable)

#সম্পূর্ণ ফ্ল্যাট ইন্টেরিয়র ডিজাইন করা আছে।

( মাএ ২ মাসের ব্যাবহার করা ফ্ল্যাট)

#লোকেশনঃ কল্যানপুর নতুন বাজার,

( সরকারি বাংলা কলেজের সন্নিকটে) মিরপুর ১

#প্রোজেক্ট: Wins Nur Heaven.

( Condominium project )

: B+G+ 9

✳️ 6th Floor : (South facing) Available

Size: 1450 sqf, + parking 120 sqf,

# bed- 3

# bath- 2

# baranda- 2

# drawing & Dinning

# kitchen

# parking- 1

# lift- 2

# Swimming Pool

# Community Hall

# Gym

# play ground

# prayer room. Etc

যোগাযোগ করুন :-

☎ WhatsApp : 01404795068
*****

 #🏡 এই সেবাটি কীভাবে কাজ করে?1. প্রথমে আপনাকে শুধু জমি দিতে হবে।2. কোম্পানি আপনার চাহিদা অনুযায়ী নকশা তৈরি করবে।3. আধুনি...
26/09/2025

#🏡 এই সেবাটি কীভাবে কাজ করে?

1. প্রথমে আপনাকে শুধু জমি দিতে হবে।

2. কোম্পানি আপনার চাহিদা অনুযায়ী নকশা তৈরি করবে।

3. আধুনিক মানসম্মত উপকরণ দিয়ে বাড়ি নির্মাণ শুরু করবে।

4. বাড়ি হয়ে গেলে বা নির্মাণ চলাকালীন সময়ে আপনাকে নির্ধারিত মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে।

অর্থাৎ, আপনার হাতে যদি জমি থাকে, তবে টাকা জোগাড়ের জন্য অপেক্ষা না করে এখনই বাড়ি নির্মাণ শুরু করতে পারবেন।

---

✅ কেন এই সেবা আপনার জন্য উপকারী?

অগ্রিম টাকার ঝামেলা নেই – একসাথে লাখ লাখ টাকা দিতে হবে না।

সহজ কিস্তির ব্যবস্থা – মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে বাড়ির খরচ মেটাতে পারবেন।

সময় বাঁচে – জমি ফাঁকা না রেখে এখনই নির্মাণকাজ শুরু করতে পারবেন।

স্বপ্ন পূরণ হয় দ্রুত – পরিবার নিয়ে ভাড়াবাড়িতে থাকার চাপ আর থাকবে না।

নিজস্ব নকশা – আপনার ইচ্ছে অনুযায়ী ঘরের ডিজাইন, রুমের সংখ্যা, এবং বাড়ির স্টাইল নির্বাচন করতে পারবেন।

---

🏠 কেমন বাড়ি তৈরি করা যায়?

একতলা সাধারণ বাড়ি – ২/৩ রুম, রান্নাঘর, বাথরুম, বারান্দা।

আধুনিক দোতলা বাড়ি – মাঝারি বা বড় পরিবারের জন্য উপযুক্ত।

ডুপ্লেক্স বাড়ি – বিলাসবহুল ডিজাইনের স্বপ্নের ঠিকানা।

শহর বা গ্রামে – যেখানেই জমি থাকুক না কেন, পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা সম্ভব।

---

💰 কিস্তি পরিকল্পনা কেমন হতে পারে?

ধরুন, আপনার জমিতে ১৫ লাখ টাকার একটি একতলা বাড়ি তৈরি হচ্ছে—

অগ্রিম: ০ টাকা

মাসিক কিস্তি: ৬,০০০ – ১০,০০০ টাকা (সময়সীমা অনুযায়ী)

সময়কাল: ৫ থেকে ১০ বছর পর্যন্ত

কিস্তির পরিমাণ আপনার সামর্থ্য ও বাজেট অনুযায়ী নির্ধারণ করা যায়।

---

🛠️ নির্মাণের ধাপ

1. জমির কাগজ ও মাপ জমা দিন।

2. নকশা ও বাজেট চূড়ান্ত করুন।

3. বাড়ি নির্মাণ কাজ শুরু করুন।

4. মাসে মাসে কিস্তি দিন আর নিশ্চিন্তে নিজের বাড়িতে বসবাস করুন।

---

🌟 কেন এই সুযোগ বেছে নেবেন?

আজকের দিনে অনেকেই জমি কিনে বসে আছেন, কিন্তু টাকা না থাকায় ঘর তুলতে পারছেন না। এই সুযোগে জমি ফাঁকা না রেখে এখনই আপনার স্বপ্নের বাড়ি দাঁড় করাতে পারবেন। কিস্তিতে টাকা দেওয়ার সুবিধা থাকায় একদিকে যেমন আর্থিক চাপ কমবে, অন্যদিকে পরিবার নিয়ে শান্তিতে থাকার জায়গাও পাবেন।
******

 # # #রাজারবাগ পুলিশ লাইনের উল্টো পাশে সাড়ে ৯ কাঠা জমিতে ৫ তলা ও ৬ তলা পুরাতন বাড়ি বিক্রি হবে *জমি* : ৯.৫ (সাড়ে নয় কাঠা)...
26/09/2025

# # #রাজারবাগ পুলিশ লাইনের উল্টো পাশে সাড়ে ৯ কাঠা জমিতে ৫ তলা ও ৬ তলা পুরাতন বাড়ি বিক্রি হবে

*জমি* : ৯.৫ (সাড়ে নয় কাঠা)
*প্লট* : ১১৪/১/২/৩ শান্তিনগর, ঢাকা।

*বাড়ি* : একটি ৬ তলা বাড়ি এবং একটি ৫তল বাড়ি।
*ভাড়া পায়*: ২ লক্ষ টাকার মতো ভাড়া আসে
*জমির মাপ*: ৩৩/১৬৫
*রাস্তা*: ১২-১৬ ফিট (রূপায়ণ টাওয়ারের প্লট ২০ ফিট হয়ে রাজারবাগ পুলিশ লাইনের সামনের ৬০ ফিট রাস্তা)

*জমি ও বাড়ির প্যাকেজ দাম* : ২৭ কোটি টাকা
*মালিক পক্ষ* ১ জন

*লোকেশন*: ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের উল্টো পাশে ও ইস্টার্ন প্লাস মার্কেটের পিছনে *রূপায়ন টাওয়ারের সাথে কর্ণার প্লট*

বিস্তারিত দজানতে এবং জমি ভিজিট করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন 01602427535

#বাড়ী #বাড়িবিক্রি #জমিবিক্রি #ফ্ল্যাট ******

 # # #৪ তলা কমপ্লিট বাড়ি বিক্রয় করা হবে মাত্র ৮০ লাখ টাকায়!  গাজীপুর সিটি কর্পোরেশন এর মধ্যে হারিকেন রোড দিয়ে পশ্চিম এ ৩...
26/09/2025

# # #৪ তলা কমপ্লিট বাড়ি বিক্রয় করা হবে মাত্র ৮০ লাখ টাকায়!

গাজীপুর সিটি কর্পোরেশন এর মধ্যে হারিকেন রোড দিয়ে পশ্চিম এ ৩৬ নং ওয়ার্ড এ ৩০ ফিট রাস্তার সাথে ২ কাঠা জমি সহো ৪ তলা ফাউন্ডেশন করা বাড়ি বিক্রি করা হবে প্রতি রুমে এটাষ্ট বাতরুম রান্না রুম সাম্বার বিদ্যুৎ মিটার সহো মোট ১৬ টা রুম ১ টা দোকান বাড়িটির মাসে রানিং ভারা আসে ৫২ হাজার টাকা গার্মেন্টস এর কাছেই বাড়িটির প্যাকেজ মূল্য ৮০ লাখ টাকা যারা জমি সহো বাড়ি কিনতে চান তাড়াই যোগাযোগ করুন 01783324564 what's app
********

 # # #"না খেয়ে থাকবো তাও আমাকে রেখে বিদেশে যেও না", প্রবাসীর স্ত্রীর আর্তনাদ হযরত শাহজালাল বিমানবন্দরে 🙂‍↕️ — in Dhaka....
26/09/2025

# # #"না খেয়ে থাকবো তাও আমাকে রেখে বিদেশে যেও না", প্রবাসীর স্ত্রীর আর্তনাদ হযরত শাহজালাল বিমানবন্দরে 🙂‍↕️ — in Dhaka.****

 # # #ফ্ল্যাট টি দেখলে পছন্দ হবে তাই বাজেট এবং ভালো লোকেশনে যারা লাক্সারি ফ্ল্যাট চাচ্ছেন তারা একবার ভিজট করতে পারেন।এই ...
26/09/2025

# # #ফ্ল্যাট টি দেখলে পছন্দ হবে তাই বাজেট
এবং ভালো লোকেশনে যারা লাক্সারি ফ্ল্যাট
চাচ্ছেন তারা একবার ভিজট করতে পারেন।
এই সকল সুন্দর লোকেশন খুব কম পাওয়া
যায় তাই আর দেরি কেনো।।
কল করুন : নাজমুল ০১৭১৩৮৪১৬০৪
( হোয়াটসঅ্যাপ)

লোকেশন : নুরজাহান রোড লাইন এল
মো: পুর, ঢাকা, ফ্ল্যাটের উল্টো দিকে মসজিদ,
জমির পরিমাণ : ১.৮৫ কাঠা
সিংগেল ইউনিট ফ্ল্যাট G+7
বিক্রি হবে G+4
গৃহায়ণ ও গনপুর্ত থেকে বরাদ্দ কৃত প্লট
তাই কাগজ ফ্রেশ কিন্তু সেলস পার্মিশন লাগবে।

ফ্ল্যাট টি চমৎকার ডেকোরেশন করা প্লাস ফুল ইন্টেরিয়র করা সেগুন কাঠের সুবিশাল টাইলস
কিচেন মার্বেল এবং সেগুন ইন্টেরিয়র করা
বাথরুম ফিটিংস গুলো হাই স্ট্যান্ডার্ড।
চমৎকার এই ফ্ল্যাট টি তে ০৩ বেড ০৪ বাথ
ড্রইং ডাইনিং কিচেন দুইটা বারন্দা এবং যথেষ্ট খোলা মেলা।
লিফট আছে সল্প ব্যবহৃত লাইক নিউ।
পার্কিং দেয়া যাবে তবে এই ফ্ল্যাটে আধা
অন্য ফ্ল্যাটে আধা এক করে দেয়া যাবে।।

কাগজ পত্র ১০০% ওকে চাইলে লোন করেও
নিতে পারেন।*****

 # # #ছোট জায়গায় আধুনিক আইডিয়া: স্বপ্নের বাড়ি ও স্মার্ট স্পেস ব্যবহারের কৌশলআমাদের দেশে শহর বা গ্রামে জমির দাম দিন দিন ব...
26/09/2025

# # #ছোট জায়গায় আধুনিক আইডিয়া: স্বপ্নের বাড়ি ও স্মার্ট স্পেস ব্যবহারের কৌশল

আমাদের দেশে শহর বা গ্রামে জমির দাম দিন দিন বেড়ে চলেছে। অনেকেই সীমিত জায়গায় নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে চান। কিন্তু জায়গা ছোট হলে অনেকেই মনে করেন আধুনিক ও আরামদায়ক বাড়ি করা সম্ভব নয়। আসলে কিছু স্মার্ট পরিকল্পনা আর আধুনিক ডিজাইন আইডিয়া ব্যবহার করলে ছোট জায়গাতেও তৈরি করা যায় একটি দৃষ্টিনন্দন, আরামদায়ক এবং কার্যকরী বাড়ি।

---

🔹 ১. ওপেন লেআউট ডিজাইন

ছোট জায়গায় বেশি দেয়াল ব্যবহার করলে ঘর আরও ছোট মনে হয়। তাই ওপেন লেআউট (একই জায়গায় ড্রইং, ডাইনিং ও রান্নাঘর রাখা) ব্যবহার করলে স্পেস বড় দেখায় এবং হাওয়া-বাতাস চলাচল সহজ হয়।

---

🔹 ২. মাল্টি-পারপাজ ফার্নিচার

ছোট জায়গায় ফার্নিচার বেছে নিতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। যেমন –

ভাঁজ করা যায় এমন ডাইনিং টেবিল

সোফা কাম বেড

দেওয়ালে লাগানো শেলফ
এগুলো ব্যবহার করলে জায়গা বাঁচে এবং ঘর সাজানোও সুন্দর হয়।

---

🔹 ৩. উঁচুতে জায়গা ব্যবহার

ছাদের নিচে ফাঁকা জায়গা অনেক সময় নষ্ট হয়। সেই জায়গায় লফট বা ওয়াল কেবিনেট করলে কাপড়, বই কিংবা অন্যান্য জিনিস সংরক্ষণ করা যায়।

---

🔹 ৪. প্রাকৃতিক আলো ও বাতাসের ব্যবস্থা

ছোট জায়গায় যদি জানালা বড় রাখা যায় তবে ঘর খোলামেলা ও উজ্জ্বল দেখায়। সূর্যের আলো আসলে বিদ্যুতের খরচও কমে।

---

🔹 ৫. হালকা রঙের ব্যবহার

ছোট জায়গায় গাঢ় রঙ ব্যবহার করলে ঘর ছোট মনে হয়। তাই সাদা, অফ হোয়াইট, হালকা ধূসর, হালকা নীল বা সবুজের মতো রঙ ব্যবহার করলে স্পেস বড় মনে হবে।

---

🔹 ৬. ছাদ ও বারান্দা ব্যবহার

ছোট প্লটে বাড়ি হলেও ছাদে বাগান, বসার জায়গা কিংবা ছোট একটি স্টাডি কর্নার বানানো যায়। বারান্দাকেও চা-নাশতা বা অবসরে বসার জন্য সাজানো যায়।

---

🔹 ৭. মিনিমালিস্টিক সাজসজ্জা

অতিরিক্ত শো-পিস বা অপ্রয়োজনীয় আসবাবপত্র এড়িয়ে চলুন। কম কিন্তু কার্যকর ডিজাইন ঘরকে আধুনিক ও প্রশস্ত দেখাবে।

---

🔹 ৮. রান্নাঘর ও বাথরুমে স্মার্ট ডিজাইন

রান্নাঘরে ক্যাবিনেট উপরের দিকে বাড়ান

বাথরুমে গ্লাস পার্টিশন ব্যবহার করুন

ছোট ওয়াশবেসিন ও কমোড ব্যবহার করলে জায়গা বাঁচবে

---

✅ উপসংহার

ছোট জায়গা মানেই সীমাবদ্ধতা নয়। সঠিক পরিকল্পনা, আধুনিক ডিজাইন এবং কার্যকর আসবাবপত্র ব্যবহারের মাধ্যমে ছোট জায়গাকেও একটি আরামদায়ক, দৃষ্টিনন্দন ও আধুনিক বাসস্থানে পরিণত করা সম্ভব।****

 # # #🌟 ফুল কিস্তিতে বাড়ি নির্মাণ কী?ফুল কিস্তি মানে হচ্ছে, কোনো অগ্রিম টাকা বা বাড়তি সুদ ছাড়াই সম্পূর্ণ কিস্তিতে অর্থ প...
26/09/2025

# # #🌟 ফুল কিস্তিতে বাড়ি নির্মাণ কী?

ফুল কিস্তি মানে হচ্ছে, কোনো অগ্রিম টাকা বা বাড়তি সুদ ছাড়াই সম্পূর্ণ কিস্তিতে অর্থ প্রদান করে বাড়ি নির্মাণ করা। অর্থাৎ আপনি চাইলে এক টাকা অগ্রিম ছাড়াই কাজ শুরু করতে পারবেন, আর মাসিক নির্ধারিত কিস্তি পরিশোধ করে সহজেই আপনার বাড়ির খরচ মেটাতে পারবেন।

---

✅ ফুল কিস্তিতে বাড়ি করার সুবিধা

1. অগ্রিম টাকার ঝামেলা নেই – কাজ শুরুর আগে বড় অঙ্কের টাকা জোগাড় করতে হবে না।

2. সুদবিহীন সুযোগ – কিস্তি নির্ধারিত থাকলেও বাড়তি সুদ দিতে হবে না।

3. সহজ কিস্তি ব্যবস্থা – মাসিক আয় অনুযায়ী কিস্তির পরিমাণ বেছে নেওয়া যায়।

4. নিজস্ব ডিজাইনের বাড়ি – আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী বাড়ির নকশা, রঙ, এবং কাঠামো তৈরি করতে পারবেন।

5. আর্থিক চাপ কম – একসাথে টাকা খরচ না হওয়ায় পরিবারে আর্থিক চাপ কম পড়ে।

---

🏡 কেমন বাড়ি বানানো যাবে ফুল কিস্তিতে?

একতলা আধুনিক বাড়ি – ২/৩ রুম, রান্নাঘর ও ড্রয়িং স্পেস।

দোতলা বাড়ি – মাঝারি পরিবারের জন্য যথেষ্ট জায়গা।

ডুপ্লেক্স বাড়ি – বিলাসবহুল জীবনযাত্রার জন্য।

গ্রামে বা শহরে – আপনার জায়গা অনুযায়ী যে কোনো লোকেশনে।

---

💰 কিস্তি কেমন হতে পারে?

ধরুন, আপনি ১৫-২০ লাখ টাকায় একটি একতলা বাড়ি নির্মাণ করতে চান।

অগ্রিম: ০ টাকা

মাসিক কিস্তি: ৫,০০০ – ১০,০০০ টাকা (আপনার সামর্থ্য অনুযায়ী)

সময়সীমা: ৫ থেকে ১০ বছর পর্যন্ত

---

🛠️ নির্মাণের ধাপ

1. আপনার প্লট বা জমির মাপ অনুযায়ী নকশা তৈরি।

2. বাজেট অনুযায়ী কিস্তির পরিমাণ নির্ধারণ।

3. বাড়ি নির্মাণের কাজ শুরু করা।

4. নির্ধারিত সময় পর্যন্ত মাসিক কিস্তি পরিশোধ করা।

---

🌿 কেন এই সুযোগ বেছে নেবেন?

আজকের দিনে জমি ও নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় অনেকেই বাড়ি করতে সাহস পান না। কিন্তু ফুল কিস্তিতে বাড়ি নির্মাণের সুযোগ থাকায় এখন স্বপ্নের বাড়ি আর দূরের কোনো বিষয় নয়। পরিবারকে নিয়ে নিশ্চিন্তে একটি নিজস্ব আশ্রয় গড়ে তুলতে চাইলে এটি হতে পারে আপনার জন্য আদর্শ সমাধান।

---

👉 এখনই চিন্তা না করে পদক্ষেপ নিন। ফুল কিস্তিতে নির্মাণ করুন আপনার স্বপ্নের বাড়ি—যেখানে থাকবে আপনার সুখ, শান্তি আর নিরাপত্তার নিশ্চয়তা।******

 # # #জরুরী ভিত্তিতে শ্যামলী রিংরোড হক সাহেবের গ্যারেজের পাশে,  মোহনপুর (  1100 স্কয়ার ফিটের 1 টি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয়...
26/09/2025

# # #জরুরী ভিত্তিতে শ্যামলী রিংরোড হক সাহেবের গ্যারেজের পাশে, মোহনপুর ( 1100 স্কয়ার ফিটের 1 টি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হইবে। !!!

➡যোগাযোগ 01781521132 (Call / What's app)

🔷 ফ্ল্যাট সাইজ 1100 স্কয়ার ফুট , পাকিং 120 স্কয়ার ফুট

🔷 ৩ বেড, ৩ বাথ, ২ বারান্দা।

🔷 ড্রয়িং এবং ডাইনিং স্পেস.

হ্যান্ড ওভার ২০১৭।

🔷 বিল্ডিং এর উচ্চতা ৯ তলা।

🔷 সেলেবল ফ্লোর ,৪ তলা।

🔷 প্রতিটি ফ্লোরে ৪ টি করে ইউনিট।

🔷 বিল্ডিংয়ে মোট ৩২টি ইউনিট রয়েছে।

🔷 জমির পরিমান ৯কাঠা ।

🔷 তিতাস গ্যাস

🔷 ২ টি লিফট, জেনারেটর, সাব-স্টেশন।

🔷 CCTV, ২৪ ঘন্টা সিকিউরিটি সার্ভিস।

🔶 ভিজিট এবং আরো বিস্তারিত জানতে কল করুন-

01781521132(Call / What's app
*********

Dirección

13
Guadalajara
5254

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Truth Point publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir