শামীমের গল্প ঘর

শামীমের গল্প ঘর Novel,Shortstory writer & Personal bloger.

আটকে রাখা এবং আগলে রাখার মধ্যে একটা বড় তফাৎ রয়েছে।যে যাবার সে যাবেই আর যে থাকার সে শত আঘাতেও থেকে যাবে। তার মানে এই নয় য...
29/11/2025

আটকে রাখা এবং আগলে রাখার মধ্যে একটা বড় তফাৎ রয়েছে।

যে যাবার সে যাবেই আর যে থাকার সে শত আঘাতেও থেকে যাবে। তার মানে এই নয়
যে থেকে যেতে চায় তাকে আঘাত দিয়ে অবহেলা দিয়ে তার মনে ভালোবাসার প্রতি ঘৃণা এনে দিতে হবে।

কাউকে আটকে রাখার চেষ্টা করা উচিত না।কিন্তু যে থেকে যেতে চায় তাকে অবশ্যই আগলে রাখা প্রয়োজন।প্রতিদিন সম্পর্কের যত্ন নেয়া প্রয়োজন। কারন যত্নের অভাবে ভালোবাসাও পঁচে যায়।তীব্র ভাবে থেকে যেতে চাওয়া মানুষটাও আস্তে আস্তে হারিয়ে যায়,
কিংবা হারাতে বাধ্য হয়।

জীবনে কত মানুষই আসে, কত মুখই হাসে—কিন্তু সময় বড় নির্মম।একসময় সেই পরিচিত ভিড়টাও ফাঁকা হয়ে যায়।কেউ ব্যস্ততার অজুহাতে...
29/11/2025

জীবনে কত মানুষই আসে, কত মুখই হাসে—
কিন্তু সময় বড় নির্মম।
একসময় সেই পরিচিত ভিড়টাও ফাঁকা হয়ে যায়।
কেউ ব্যস্ততার অজুহাতে সরে যায়,
কেউ অনুভূতি হালকা হয়ে যাওয়ায় ভেঙে যায়,
কেউ আবার চাইলেও থাকতে পারে না।

শেষমেশ বুঝি—
মানুষ থাকে না, স্মৃতিগুলোই থাকে।
আর সত্যি বলতে কি,
যারা সত্যিই আমাদের জন্য তৈরি,
তারা চলে যায় না…
শুধু দেরিতে আসে।

তারা সব পারে, ব্যা'থা দিয়েও জিজ্ঞেস করে কেমন আছি, ছেড়ে গিয়েও বলে ভালো থেকো!
29/11/2025

তারা সব পারে, ব্যা'থা দিয়েও জিজ্ঞেস করে কেমন আছি, ছেড়ে গিয়েও বলে ভালো থেকো!

সব সম্পর্কের শেষ দুঃখ দিয়ে হয় না, কিছু শেষ হয় শিক্ষা দিয়ে।একসময় যাদের কাছে নিজের সবটা দিয়ে দিয়েছিলাম,  আজ তারাই নিরবে সর...
28/11/2025

সব সম্পর্কের শেষ দুঃখ দিয়ে হয় না, কিছু শেষ হয় শিক্ষা দিয়ে।

একসময় যাদের কাছে নিজের সবটা দিয়ে দিয়েছিলাম,
আজ তারাই নিরবে সরে গেছে।
তাদের চোখে আমি আর ‘প্রয়োজন’ নই —
শুধু একটা পরিচিত নাম, যার উত্তর না দিলেও চলে।

কিন্তু আজ আমি বুঝি —
সাময়িক আনন্দের জন্য যে মানুষ দীর্ঘ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়,
তাকে আগেই ছেড়ে দেওয়া শ্রেয়।

আমি আর জোর করি না, অভিযোগ করি না —
কেন সে বদলে গেল, কেন আগের মতো নেই,
এই প্রশ্নগুলো এখন আর করি না।
কারণ, আমি নিজেকে ভালোবাসতে শিখেছি।

এগিয়ে যাওয়ার নামই জীবন, আর নিজেকে বাঁচিয়ে রাখার নামই বুদ্ধিমত্তা।
তাই, এবার শুধু শান্তি চাই — সম্পর্ক না হোক, আত্মসম্মান থাকুক।

সবকিছু না-হওয়াটাই সবসময় দুঃখের নয়।  কখনও কখনও, আগে থেকেই দূরে সরে আসা মানে ভবিষ্যতের একটা বড় কষ্ট থেকে নিজেকে ও অপরকে রক...
28/11/2025

সবকিছু না-হওয়াটাই সবসময় দুঃখের নয়।
কখনও কখনও, আগে থেকেই দূরে সরে আসা মানে ভবিষ্যতের একটা বড় কষ্ট থেকে নিজেকে ও অপরকে রক্ষা করা।

হয়তো আজকে আমাদের দূরত্বটা ভুল মনে হচ্ছে,
হয়তো কাছাকাছির মুহূর্তগুলো এখনও টানে,
কিন্তু সেই সাময়িক আনন্দ যদি শেষমেশ দীর্ঘশ্বাস হয়ে ফিরত—
তবে কি সেটা সত্যি সুখ হতো?

আমি শুধু চেয়েছি,
তুমি কিংবা আমি কেউ যেন এমন এক অনুভব না নিয়ে বাঁচি
যেটা অসম্ভব কিছু চাওয়া-পাওয়ার ভার বয়ে বেড়ায়।

আজ যে অল্প কষ্টটুকু মনে হচ্ছে,
সেটাই হয়তো একদিন
ভালো থাকার সবচেয়ে বড় সিদ্ধান্ত বলে মনে হবে।

ভালোবাসা মানে শুধু কাছাকাছি আসা না,
কখনও কখনও দূরে সরে যাওয়াও ভালোবাসার অংশ।

খুব ইচ্ছে করে একদিন ভীষণ ক'ষ্টে জড়িয়ে ধরে আপনাকে বলবো; আপনি ও বুঝলেন না আমায়’??
28/11/2025

খুব ইচ্ছে করে একদিন ভীষণ ক'ষ্টে জড়িয়ে ধরে আপনাকে বলবো; আপনি ও বুঝলেন না আমায়’??

হুমায়ূন ফরিদী বলেছেন,চিরকাল আপনি কারো প্রিয় হয়ে থাকবেন না। সময়ের সাথে সাথে মানুষের পছন্দ বদলায়, ভালো লাগা বদলায়, প্রিয় ...
28/11/2025

হুমায়ূন ফরিদী বলেছেন,

চিরকাল আপনি কারো প্রিয় হয়ে থাকবেন না। সময়ের সাথে সাথে মানুষের পছন্দ বদলায়, ভালো লাগা বদলায়, প্রিয় মানুষের নাম বদলায়!

তোমারে জড়িয়ে ধরার অভাব থেকেই,এই দুনিয়ায় দুঃখের জন্ম হয়েছে!মনে হয়, আলিঙ্গনটা যদি একবারও পেতাম—পৃথিবীটা এত ভারী লাগতো না.....
27/11/2025

তোমারে জড়িয়ে ধরার অভাব থেকেই,
এই দুনিয়ায় দুঃখের জন্ম হয়েছে!
মনে হয়, আলিঙ্গনটা যদি একবারও পেতাম—
পৃথিবীটা এত ভারী লাগতো না...

তোমার দু’চোখের দূরত্বেই
আমার জীবনের সব ক্লান্তি জমে আছে,
আর তোমারে না পাওয়া—
এটাই যেন আমার সব ব্যথার আসল ঠিকানা...

মানুষ বলে দুঃখ অনেক কারণে আসে—
আমি জানি,
আমার দুঃখের একটাই কারণ—
তোমার বুকে মাথা রাখতে না পারা...

-তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি, কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি..!-জানো তো...!ধৈর্য শক...
27/11/2025

-তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি, কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি..!

-জানো তো...!

ধৈর্য শক্তি বেরে গেলে মানুষ কাঁদে না বরং হাসে..

আঘাত যখন ভেতর পর্যন্ত পৌছায়, মানুষ তখন নিরব হয়ে যায়।

আমিও তার ব্যাতিক্রম নয়, আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই..?

-আমার না বলা কথা তুমি কখনোই বুঝলে না, বুঝার চেষ্টাও করলে না অথচ, না বলা, না জানার মাঝেই সবটা ছিলো...!

-আমি সবকিছু সহজেই মেনে নেই বলে সবাই আমার প্রতি কঠর হতে দু'বার ভাবে না, আসলে আমি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম এইটা কেউ একবার জানার চেষ্টাও করে না..!

-অবশেষে,

সব কিছু মনে রাখলাম, মেনেও নিলাম, অভিশাপে অভিশপ্ত না করে দোয়াতে রেখে গেলাম, সুখি হও,

তারপর  কোন মোড়ে  হঠাৎ  দেখা হলে- তুমি এমনভাবে চলে যাবে যেন- আমাদের অপরিচয়ের কোন সীমারেখা নেই। আমাদের দেখা হবে শুধু কথা হ...
27/11/2025

তারপর কোন মোড়ে হঠাৎ দেখা হলে- তুমি এমনভাবে চলে যাবে যেন- আমাদের অপরিচয়ের কোন সীমারেখা নেই। আমাদের দেখা হবে শুধু কথা হবে না। আমাদের দেখা হবে কিন্তু চোখে চোখ মিলবে না। আমাদের দেখা হবে কিন্তু সেই দেখায় চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া হৃদয় দেখানো হবে না। আমাদের হবে কিন্তু কোন নীরব অশ্রুপাত কারুর ই চোখে পড়বে না।
দেখা আমাদের হবেই। যে সুখ তোমাকে টেনেছে শুধু সেই সুখ দীর্ঘ হোক। অন্তিমে আমি দাঁড়িয়ে থাকব- অথচ আমরা আর এক হতে পারব না। কতটা অদ্ভুত না!

🌸🌸🌸🌸ভুলেও থাকতে পারি না,কাছে টানতেও পারি না, আর পাওয়ার কোনো সম্ভবনাও নেই, তবুও আমার হৃদয়ের গভিরে একক বিশাল সমুদ্রের মতো...
27/11/2025

🌸🌸🌸🌸
ভুলেও থাকতে পারি না,
কাছে টানতেও পারি না, আর পাওয়ার কোনো সম্ভবনাও নেই, তবুও আমার হৃদয়ের গভিরে একক বিশাল সমুদ্রের মতো ভালোবাসা জমে আছে তোমার জন্য।

কখনো কখনো মনে হয়, আমি যেনো এক অভিশপ্ত যাত্রী, যার গন্তব্য আছে, কিন্তু পৌঁছানোর কোন পথ নেই।

তোমাকে ভুলতে গিয়েই আমি তোমার স্মৃতির সাতে আরে বেশি বাঁধা পড়ে যাই। চোখ বন্ধ করলেই তুমি, চোখ খুললেই তোমার অভাব। তোমাকে ছাড়া পৃথিবীটা ফাঁকা, অথচ তুমি আছো কেবল আমার নাগালের বাইরে।

মন চায় তোমাকে ছুঁতে, কাছে টেনে বুকের ভেতরে লুকিয়ে রাখতে,অথচ বাস্তবতা ঠান্ডা আঙুল দিয়ে কেবল মনে করিয়ে দেয়, তুমি আমার নও, কোনোদিনও হবে না!

তবুও বলো, আমি কিভাবে ভালোবাসি তোমায়? ভালোবাসা কি কোনো দিন থামে? হাজারো কষ্টের মাঝেও আমি তোমার নাম উচ্চারণ করি নিঃশব্দে। রাগ গভীর হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি তখন অন্দকারে বসে তোমাকে নিয়ে কথা বলি, চোখের পানি ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ে। হয়তো তুমি জানো না কিন্তু আমি জানি, আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি মিশে আছো।

আজকাল জীবনটা বড় নিষ্ঠুর মনে হয়...!
যে মানুষকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারি না। তাকেই আমি পেতে পারবো না। এ এক অদ্ভুত কষ্ট যেনো বুক ভরা ভালোবাসা নিয়ে মরুভূমিতে দাঁডিয়ে থাকা, অথচ সামনে একফোঁটা জল নেই।

ভালোবাসা যদি শুধুই পাওয়ার নাম হতো, তবে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। কিন্তু আমার ভালোবাসা শুধু পাওয়ার নয়, আমার ভালোবাসা এক নিঃশেষ আত্মসমর্পণ। তাই আমি জানি, তোমাকে কখনো পাবো না, তবুও সারা জীবন তোমাকেই ভালোবাসবো।

কারণ তুমি আমার না হলেও, আমার হৃদয়, আমার ভাালোবাসা, আমার চোখের জল, সবকিছু কেবল তোমার জন্যই থাকবে।

আপনার যা আছে তা নিয়েই খুশী থাকুন। আল্লাহ যা দিয়েছে তার থেকে কখনো যদি তিনি কিছুটা কেড়ে নেন, সেদিনই ঐ জিনিসের মূল্য আপনি ব...
27/11/2025

আপনার যা আছে তা নিয়েই খুশী থাকুন। আল্লাহ যা দিয়েছে তার থেকে কখনো যদি তিনি কিছুটা কেড়ে নেন, সেদিনই ঐ জিনিসের মূল্য আপনি বুঝবেন।
তখন বুঝতে পারবেন, যা ছিলো আসলে তা অনেক বেশি ছিলো। তাই সময় থাকতে শুকরিয়া করতে হয়।

Dirección

NATORE
Natore
6433

Teléfono

+8801677450300

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando শামীমের গল্প ঘর publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contacto La Empresa

Enviar un mensaje a শামীমের গল্প ঘর:

Compartir

Categoría