27/11/2025
🌸🌸🌸🌸
ভুলেও থাকতে পারি না,
কাছে টানতেও পারি না, আর পাওয়ার কোনো সম্ভবনাও নেই, তবুও আমার হৃদয়ের গভিরে একক বিশাল সমুদ্রের মতো ভালোবাসা জমে আছে তোমার জন্য।
কখনো কখনো মনে হয়, আমি যেনো এক অভিশপ্ত যাত্রী, যার গন্তব্য আছে, কিন্তু পৌঁছানোর কোন পথ নেই।
তোমাকে ভুলতে গিয়েই আমি তোমার স্মৃতির সাতে আরে বেশি বাঁধা পড়ে যাই। চোখ বন্ধ করলেই তুমি, চোখ খুললেই তোমার অভাব। তোমাকে ছাড়া পৃথিবীটা ফাঁকা, অথচ তুমি আছো কেবল আমার নাগালের বাইরে।
মন চায় তোমাকে ছুঁতে, কাছে টেনে বুকের ভেতরে লুকিয়ে রাখতে,অথচ বাস্তবতা ঠান্ডা আঙুল দিয়ে কেবল মনে করিয়ে দেয়, তুমি আমার নও, কোনোদিনও হবে না!
তবুও বলো, আমি কিভাবে ভালোবাসি তোমায়? ভালোবাসা কি কোনো দিন থামে? হাজারো কষ্টের মাঝেও আমি তোমার নাম উচ্চারণ করি নিঃশব্দে। রাগ গভীর হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি তখন অন্দকারে বসে তোমাকে নিয়ে কথা বলি, চোখের পানি ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ে। হয়তো তুমি জানো না কিন্তু আমি জানি, আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি মিশে আছো।
আজকাল জীবনটা বড় নিষ্ঠুর মনে হয়...!
যে মানুষকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারি না। তাকেই আমি পেতে পারবো না। এ এক অদ্ভুত কষ্ট যেনো বুক ভরা ভালোবাসা নিয়ে মরুভূমিতে দাঁডিয়ে থাকা, অথচ সামনে একফোঁটা জল নেই।
ভালোবাসা যদি শুধুই পাওয়ার নাম হতো, তবে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। কিন্তু আমার ভালোবাসা শুধু পাওয়ার নয়, আমার ভালোবাসা এক নিঃশেষ আত্মসমর্পণ। তাই আমি জানি, তোমাকে কখনো পাবো না, তবুও সারা জীবন তোমাকেই ভালোবাসবো।
কারণ তুমি আমার না হলেও, আমার হৃদয়, আমার ভাালোবাসা, আমার চোখের জল, সবকিছু কেবল তোমার জন্যই থাকবে।