Amin's family

Amin's family Welcome to our page! We’re a multicultural family exploring the world together,learning from diverse cultures,and sharing our experiences with life abroad.
(2)

Follow along as we capture these priceless memories and share nature exploration and Muslim culture

Late upload.Alhamdhulillah ☺️Amader eid Mexico te❤️💗🥰
20/06/2025

Late upload.
Alhamdhulillah ☺️
Amader eid Mexico te❤️💗🥰

19/06/2025

😝🫶❤️

12/06/2025

ডিভোর্স মানেই ব্রাইডালসুট😝🤣🤣😁😁

07/05/2025

দেশের খাবারের স্বাদ থেকে বঞ্চিত হওয়া, মানেই প্রবাস জীবন❤️ 😭🥲🥲

15/04/2025

শুভ নববর্ষ সবাইকে!

এই পহেলা বৈশাখ আমরা উদযাপন করেছি ছলুলার নীল আকাশে ঘুড়ি উড়িয়ে।
আর ঘুড়ি হাতে নিতেই মনটা ফিরে গেল আমার শৈশবে…

শৈশবে ঘুড়ি বানানো ছিল আমার প্রিয় শখ।
দাদা আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন কীভাবে ঘুড়ি বানাতে হয়। দাদার সঙ্গে প্রথমবার ঘুড়ি উড়ানোর সেই মুহূর্ত আজও চোখে ভাসে। বন্ধুদের সাথে প্রতিযোগিতা করতাম—কার ঘুড়ি বেশি উড়বে, কারটা সবচেয়ে সুন্দর!

আজ আমার ছেলেকে নিয়ে ঘুড়ি উড়াতে গিয়ে যেন আবার ফিরে গেলাম সেই দিনগুলোর মাঝে। জীবনের এই ধারাবাহিকতা, প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসার উত্তরাধিকার, এটাই সবচেয়ে বড় পাওয়া।

ছলুলার আকাশে আমাদের ঘুড়ি আজ শুধু রঙ নয়, ভালোবাসা, স্মৃতি আর বাংলার সংস্কৃতির প্রতিচ্ছবি।
゚viralシ

আজকে একটু ভিন্ন স্টাইলে আসফিয়ান এর চুল কাটা হলো – মেক্সিকান ফ্লেভার আর কিউটনেস একসাথে!চুল কাটার সময় পুরো সেলুন যেন ওর দু...
14/04/2025

আজকে একটু ভিন্ন স্টাইলে আসফিয়ান এর চুল কাটা হলো – মেক্সিকান ফ্লেভার আর কিউটনেস একসাথে!
চুল কাটার সময় পুরো সেলুন যেন ওর দুষ্টু হাসিতে মুগ্ধ হয়ে গিয়েছিল।
নতুন Edgar কাট ওর ওপর দারুণ মানিয়ে গেছে।

সত্যি বলতে কি, যতবার ওর চুল কাটাই, মনে হয় এইবারটাই সবচেয়ে স্টাইলিশ লুক হয়েছে!
ছবি দেখে আপনাদের কী মনে হচ্ছে? কমেন্টে জানাবেন।

#বাচ্চারচুলকাটা

12/04/2025

Mizan Rahman Azharir প্রোফাইল থেকে কপি। মেসেজেটি সকলের কাছে পৌঁছে দিন।

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গা #জায় আগতদের দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেয়া হচ্ছে।

মার্চ এর পথ নির্দেশনাঃ

স্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটর
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)

স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়
প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্ট
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (দোয়েল চত্বর হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৪। বখশীবাজার মোড়
প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (শহীদ মিনার হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৫। নীলক্ষেত মোড়
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেইট (ভিসি চত্বর হয়ে)

সাধারণ দিক নির্দেশনাঃ

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন— পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।
২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।
৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।
৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোন ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

বিশেষ নির্দেশনাসমূহ:

১. টিএসসি মেট্রো স্টেশন ঐ দিন বন্ধ থাকবে।
২. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয়ার অনুরোধ রইলো।

আসুন, আমরা সবাই একত্রিত হই— মানবতার পক্ষে, মজলুমের পাশে। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন।

মাশাআল্লাহ❤️সবাই কেমন আছেন, সবাইকে শুভ সকাল🥰
09/04/2025

মাশাআল্লাহ❤️
সবাই কেমন আছেন, সবাইকে শুভ সকাল🥰

08/04/2025


31/03/2025

শুভ ঈদ উল ফিতর! 🌙✨

সবাইকে জানাই ঈদ মোবারক! 🌸🥰 আনন্দ, ভালোবাসা আর শান্তিতে ভরে উঠুক আপনার জীবন। প্রিয়জনদের সঙ্গে হাসি-খুশিতে কাটুক ঈদের প্রতিটি মুহূর্ত।

আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন এবং শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন জীবন। ঈদ মোবারক! ❤️🎉

Dirección

San Andres Cholula
Puebla
75760

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Amin's family publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contacto La Empresa

Enviar un mensaje a Amin's family:

Compartir

Categoría