Dark Night.

Dark Night. পেজটিতে ফলো দিয়ে উপকৃত করবেন। আপনার এই অসামান্য কাজ আমার কাছে সারা জীবন মহান হয়ে থাকবে।
সারাজীবন আল- কোরান এর বানী প্রচার করতে চাই।
(1)

09/09/2025
Royal clock tower with blood Moon 🌙
08/09/2025

Royal clock tower with blood Moon 🌙

চাঁদগ্রহণ (বা সূর্যগ্রহণ) সম্পর্কে রাসূল ﷺ–এর বাণী হাদীসে এসেছে। আমি সেগুলো সংক্ষেপে তুলে দিচ্ছি —🌙 চাঁদ ও সূর্যগ্রহণ সম...
07/09/2025

চাঁদগ্রহণ (বা সূর্যগ্রহণ) সম্পর্কে রাসূল ﷺ–এর বাণী হাদীসে এসেছে। আমি সেগুলো সংক্ষেপে তুলে দিচ্ছি —

🌙 চাঁদ ও সূর্যগ্রহণ সম্পর্কে হাদীস

সূর্যগ্রহণ/চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন
রাসূল ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর কারণে কিংবা জন্মের কারণে গ্রহণ করে না। এগুলো আল্লাহর নিদর্শনসমূহের মধ্য থেকে দুটি নিদর্শন। আল্লাহ এদের দ্বারা তাঁর বান্দাদেরকে ভীত করেন।”
(সহীহ বুখারী ১০৪১, সহীহ মুসলিম ৯০১)

গ্রহণ হলে কি করতে হবে
রাসূল ﷺ বলেছেন:

“তোমরা যখন এটি (সূর্য বা চন্দ্রগ্রহণ) দেখবে, তখন নামাজ পড়, দোয়া কর, আল্লাহকে স্মরণ কর এবং দান-সদকা কর।”
(সহীহ বুখারী ১০৪৪, সহীহ মুসলিম ৯০১)

নামাজের নিয়ম
গ্রহণের সময় রাসূল ﷺ বিশেষভাবে দুই রাকাত নামাজ পড়েছেন, যেটাকে বলা হয় সালাতুল কুসূফ (গ্রহণের নামাজ)।

প্রতিটি রাকাতে দুইবার কিয়াম, দুইবার কিরাত, দুইবার রুকু এবং দুইবার সিজদাহ হয়।

এটি জামাতে পড়া যায়, আবার একা পড়লেও হয়।

📌 সারকথা

চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কোনো অশুভ বিষয় নয়, কারো জন্ম-মৃত্যুর সাথে এর সম্পর্ক নেই।

এগুলো আল্লাহর মহান শক্তির নিদর্শন।

গ্রহণ দেখা গেলে মুসলমানদের উচিত — নামাজ পড়া, দোয়া করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ও দান-সদকা করা।
fans

Address

Bandar Puteri Puchong

Telephone

+601139589578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dark Night. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dark Night.:

Share