02/08/2024
যারা গণভবন ঘেরাও চাচ্ছেন:
গণভবন ও এর আশেপাশের এলাকায় সবসময় ১৪৪ ধারা চলে। ব্রেক করলে ইন্সট্যান্ট শুট করার পারমিশন আছে। ইন্টারন্যাশনাল মিডিয়া বা কোন অর্গানাইজেশন পক্ষ নিয়ে কিছুই বলতে পারবে না।
শ্রীলঙ্কায় পুরো বিক্ষোভ জুড়ে ৭/৮ জন মারা গেছে, তাও সংঘর্ষের কারণে বেশিরভাগ। এখানে ১৮-২২ জুলাই, ৫ দিনেই ৩০০-৫০০ জন শহীদ হয়েছেন। শ্রীলঙ্কার প্রশাসন জনবান্ধব, এখানে জনঘাতক।
সব হিসেব পাল্টে দিবে হেলিকপ্টার, ১০ টা কপ্টার এসে এলোপাথাড়ি গুলি ছুড়লে ২ মিনিটও লাগবে না খালি করতে। সাথে ট্যাংক তো আছেই।
গণভবন এর সেইফটিতে আছে ১০০০+ এস এস এফ মেম্বার্স। আপনারা দলে বলে ত্রিসীমানায় পৌছানোর আগেই হেলিকপ্টার থেকে গুলি, বম্বিং করে ছত্রভঙ্গ করে দিবে, কেউ আর আগানোর সাহস পাবে না। ওবায়দুল কাদের এর রাজনীতির কাছে আপনারা এখনও শিশু, যা ভাবেন মোটেও তা না, একবার ভেবে দেখবেন এত লোক থাকতে, শেখ পরিবারের সদস্যরা থাকতে সে কীভাবে সেকেন্ড ইন কমান্ড হয়।
ধরেন গণভবন দখল করলেন, লাভ কী? গণভবন দখল করলে প্রধানমন্ত্রীত্ব চলে যায়? না। শেখ হাসিনাকে এয়ারলিফট করা হবে, আপনাদের শুট করা হবে, যারা ৫০০ মারতে পারে, তাদের জন্য ৫০০০ ও কিছু না৷ আপনাদের বাঁচাতে কেউ আসবে? কোন দেশের সেনাবাহিনী? কেউ আসবে না। মেরে বলবে জংগি হামলা। হয়ত জাতিসংঘ, আমেরিকা নিন্দা জানাবে এতটুকুই। আর কিছুই না।
সবচেয়ে বড় যে সমস্যা, যদি অবস্থা বেগতিক দেখে, আন্তর্জাতিক চুক্তির অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী কল করা হবে, চীনও কিছু করবে না, কারণ শেখ হাসিনা না থাকলে যারা আসবে তারা আমেরিকাপন্থী।
এটা এ'র'শা'দ নয়, শে'খ হা'সি'না, আপনাদের হ' ত্যা করে ৭ ৫ এর প্রতিশোধ নেয়ার জন্যই তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
আর আপনারা বাংগালী, মাইর খেয়ে মরে যাবেন তাও কেউ পে'ট্রো' ল বো 'মা বানানোর ফর্মুলা দিলে বলবেন, আমরা সন্ত্রাসী নই, সুশীল (৯৯% এর দৌড়ই এভেঞ্জারস দেখে ফিল নেয়া পর্যন্ত, বাস্তবে সশস্ত্র হওয়ার হিম্মত নাই, যেমন ফেইসবুকের ৯০% লাল ডিপিধারী প্রতিবাদকারীকে রাজপথে দেখা যায় না)
কাজেই আপনার হাতজোড় করে বলছি:
কাজেই সমন্বয়কদের উপর আস্থা রাখুন, তাঁরা যা করছেন বুঝে শুনেই করছেন।
সমন্বয়কদেরও ভুল আছে, তারা অতি অভিজ্ঞ কেউ নন, তবে তাদের সাহস একবার চিন্তা করুন। আনডিসক্লোডস অবস্থান থেকে একটা জাতিকে ডিক্টেট করা, সিনেমার গল্পও ফেইল। আন্দোলন এর অন্যতম শর্ত হচ্ছে "লিডার শুড লিড দ্যা ল্যাডস, ল্যাডস শুড নট লিড