
28/07/2025
খুব শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে 🇲🇾 মালয়েশিয়ার টুরিস্ট ভিসা ।
বাংলাদেশীদের সবচাইতে সহজে যদি কোন দেশ এখন টুরিস্ট ভিসা দেয় আর সেটা হচ্ছে 🇲🇾 মালয়েশিয়া ।
কিন্তু প্রতিদিন দেখা যায় যে বাংলাদেশীদের মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে রিটার্ন করতেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ।
তার মধ্যে কিছু কারণ উল্লেখ করার চেষ্টা করলাম ।
১ - যথাযথ হোটেল বুকিং না দেখাতে পারা ঠিক যতদিন আপনি মালয়েশিয়া তে থাকবেন রিটার্ন টিকেট অনুযায়ী ঠিক এতদিন হোটেল বুকিং দেখানো লাগবে ।
২- কনফার্ম রিটান টিকেট এই বিষয়টা সবচাইতে জরুরী কনফার্ম রিটান টিকেট না করে ডেমো বা লাইভ এয়ার টিকেট নিয়ে আসে বাংলাদেশীরা এটা সবচাইতে বোকামি কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন বাংলাদেশীদের কে সবচাইতে বেশি ডকুমেন্ট চেক করে ।
৩ - মালয়েশিয়া তে অবস্থানরত কিছু এজেন্সি আছে যারা এয়ারপোর্ট কন্টাক করে মালয়েশিয়া তে লোক আনতেছে টুরিস্ট ভিসাতে আর যারা অবৈধভাবে মালয়েশিয়াতে থেকে যাচ্ছে এরা তো নিজের ক্ষতি করতেছে সাথে বাংলাদেশী সত্যিকারের ভ্রমণকারী দের ওহ ক্ষতি করতেছে ।
যাদের মালয়েশিয়া ভিসা আছে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া ভ্রমণ করে ফেলুন ।