ATIUR RASUL

ATIUR RASUL Ettah killah

02/10/2025

যে যারে চিনে সে তারেই কিনে
এটা একটা সাভাবিক বিষয় তাই কথিত সুন্নিরা বাহাদুর সাহেবেরই পক্ষ নিবে তারা ডিবেট বুঝুক আর না বুঝুক।
তবে সম্পূর্ণ ডিবেট টা আমি দেখে একটা জিনিস যেটা বুঝলাম এটা আপনাদের এখানে তুলে ধরতে চাই, বাহাদুর সাহেবের দাবি ছিল এটা যে, যে হাদিসটা নিয়ে ডিবেট হচ্ছিল ওই হাদিসটা হাসান লিগইরিহি।
এবং বাহাদুর সাহেবকে দেখবেন উনি কথায় কথায় এ কথাটা অনেক বার বলেছে যে (চুল ছেঁড়া বিশ্লেষণ, চুল ছেঁড়া বিশ্লেষণ) অথচ সাইফী হাফিজাহুল্লাহ উনি বাহাদুর সাহেবকে অনেকবার এই প্রশ্নটা করেছেন শুরুর থেকেই, যে হাসান লিগইরিহি এর সংজ্ঞা কি? হাসান লিগইরিহি হতে কি কি শর্ত লাগে? উনি পুরা ডিবেটে এই প্রশ্ন করে গেছেন। অথচ আমাদের, চুল ছেঁড়া বিশ্লেষণ করা বাহাদুর সাহেব,সেটার কোনো উত্তরই দিতে পারেননি বরঞ্চ প্রশ্নটাকে এড়িয়ে গেছেন
আবার উনি হাদিসটা কে হাসান লিগইরিহিও দাবি করছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না?

বাংলাদেশ এ কী দৃশ্য দেখল, এরা কারা?? বড় একটা পাথর হাতে তুলে নিলো। দু্‌'হাত দিয়ে উঁচু করে ধরে নিচে পড়ে থাকা মানুষটার বুকে...
12/07/2025

বাংলাদেশ এ কী দৃশ্য দেখল, এরা কারা??

বড় একটা পাথর হাতে তুলে নিলো। দু্‌'হাত দিয়ে উঁচু করে ধরে নিচে পড়ে থাকা মানুষটার বুকের উপর ছুড়ে মারলো। মনে হলো বুকের প্রতিটি হাড় ভেঙে গেল! আবার উঁচু করে বুকে ছুড়ে মারলো। ব্যবসায়ী লোকটি অচেতন অবস্থায় নড়েচড়ে উঠলো। আরেকজন এসে সেই পাথর তুলে নিয়ে আবারও। এরপর একেরপর এক মাথায় ছুড়তে থাকে। এভাবে মাথা বুক পাথর ছুড়ে ছুড়ে থেতলে দিয়ে হত্যা করা হয় মিডফোর্ডের সেই ব্যবসায়ীকে।

হত্যা করেও ক্ষ্যান্ত হয়নি। উলঙ্গ লাশ বাজারের মাঝখানে নিয়ে আসে। রাস্তায় ফেলে লাশের উপর নৃত্য করতে থাকে! পুরো ঘটনা এমন ভয়াবহ দেখলে গলা শুকিয়ে যাবে! গা শিউরে ওঠে!! হায়রে ২৪!!
আফসোস ও দীর্ঘশ্বাসে পরিণত হলো।

চাঁদাবাজদের চাঁদা দিতে কেউ অস্বীকার না করে তাই সর্বশেষ এই নৃত্যের ব্যবস্থা।

দিস ইজ রাজনৈতিক অরাজকতা ও চাঁদাবাজের বাংলাদেশ। এরাই আমাদের শাসন না শোসন করতে অস্থির হয়ে আছে। আমরাই তাদের হাতে শাসনের ভার তুলে দিবো!

হত্যা শেষে এভাবে লাশের উপর নৃত্য করার এই ভয়াবহ দৃশ্য এ দেশের মানুষ আর দেখতে চায় না। এর সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা দ্রুত অপরিহার্য।

Address

Johor Bahru

Telephone

+601131832393

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATIUR RASUL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category