02/10/2025
যে যারে চিনে সে তারেই কিনে
এটা একটা সাভাবিক বিষয় তাই কথিত সুন্নিরা বাহাদুর সাহেবেরই পক্ষ নিবে তারা ডিবেট বুঝুক আর না বুঝুক।
তবে সম্পূর্ণ ডিবেট টা আমি দেখে একটা জিনিস যেটা বুঝলাম এটা আপনাদের এখানে তুলে ধরতে চাই, বাহাদুর সাহেবের দাবি ছিল এটা যে, যে হাদিসটা নিয়ে ডিবেট হচ্ছিল ওই হাদিসটা হাসান লিগইরিহি।
এবং বাহাদুর সাহেবকে দেখবেন উনি কথায় কথায় এ কথাটা অনেক বার বলেছে যে (চুল ছেঁড়া বিশ্লেষণ, চুল ছেঁড়া বিশ্লেষণ) অথচ সাইফী হাফিজাহুল্লাহ উনি বাহাদুর সাহেবকে অনেকবার এই প্রশ্নটা করেছেন শুরুর থেকেই, যে হাসান লিগইরিহি এর সংজ্ঞা কি? হাসান লিগইরিহি হতে কি কি শর্ত লাগে? উনি পুরা ডিবেটে এই প্রশ্ন করে গেছেন। অথচ আমাদের, চুল ছেঁড়া বিশ্লেষণ করা বাহাদুর সাহেব,সেটার কোনো উত্তরই দিতে পারেননি বরঞ্চ প্রশ্নটাকে এড়িয়ে গেছেন
আবার উনি হাদিসটা কে হাসান লিগইরিহিও দাবি করছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না?