
12/07/2025
বাংলাদেশ এ কী দৃশ্য দেখল, এরা কারা??
বড় একটা পাথর হাতে তুলে নিলো। দু্'হাত দিয়ে উঁচু করে ধরে নিচে পড়ে থাকা মানুষটার বুকের উপর ছুড়ে মারলো। মনে হলো বুকের প্রতিটি হাড় ভেঙে গেল! আবার উঁচু করে বুকে ছুড়ে মারলো। ব্যবসায়ী লোকটি অচেতন অবস্থায় নড়েচড়ে উঠলো। আরেকজন এসে সেই পাথর তুলে নিয়ে আবারও। এরপর একেরপর এক মাথায় ছুড়তে থাকে। এভাবে মাথা বুক পাথর ছুড়ে ছুড়ে থেতলে দিয়ে হত্যা করা হয় মিডফোর্ডের সেই ব্যবসায়ীকে।
হত্যা করেও ক্ষ্যান্ত হয়নি। উলঙ্গ লাশ বাজারের মাঝখানে নিয়ে আসে। রাস্তায় ফেলে লাশের উপর নৃত্য করতে থাকে! পুরো ঘটনা এমন ভয়াবহ দেখলে গলা শুকিয়ে যাবে! গা শিউরে ওঠে!! হায়রে ২৪!!
আফসোস ও দীর্ঘশ্বাসে পরিণত হলো।
চাঁদাবাজদের চাঁদা দিতে কেউ অস্বীকার না করে তাই সর্বশেষ এই নৃত্যের ব্যবস্থা।
দিস ইজ রাজনৈতিক অরাজকতা ও চাঁদাবাজের বাংলাদেশ। এরাই আমাদের শাসন না শোসন করতে অস্থির হয়ে আছে। আমরাই তাদের হাতে শাসনের ভার তুলে দিবো!
হত্যা শেষে এভাবে লাশের উপর নৃত্য করার এই ভয়াবহ দৃশ্য এ দেশের মানুষ আর দেখতে চায় না। এর সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা দ্রুত অপরিহার্য।