Nishi's Daily life

Nishi's Daily life Allows Alhamdulillah for everything
(42)

29/08/2025

পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি ঘ্রাণের চেয়েও, মিষ্টি ঘ্রাণ পাওয়া যায়, বাবার শরীর থেকে, আর প্রিয়তম স্বামীর শরীর থেকে,এর চেয়ে ভালো সুগন্ধি মনে হয় পৃথিবীতে আর কোথাও নেই ।।

28/08/2025

একজন নারী চাইলে, একজন পুরুষের সফলতার কারণ হতে পারে, আবার সেই নারী চাইলেই পুরুষ কে ধ্বংস করে দিতে পারে, সিদ্ধান্ত নারীর হাতে তিনি কোন স্থানে থাকবেন।

25/08/2025

সত্যি করে বলুন তো, মোনাজাতে সবার আগে, কার নামটি মনে পড়ে।

24/08/2025

যে বা যারা আমার ভাইদের সফলতায় খুশি না,অথবা তাদের হিংসে করে, তারা আমার কেউ না, তাদেরকে আমিও চিনি না। 😡😢

24/08/2025

যদি কখনো কারো কাছ থেকে কষ্ট পান, 💔😢তার ভালো গুন গুলো মনে করবেন,দেখবেন এক নিমিষে কষ্টগুলো কমে যাবে, কারণ একজন মানুষের ভেতর ভালো খারাপ দুইটাই থাকে।

23/08/2025

পুরুষ মানুষের জীবনটাই এমন, সবাইকে নিয়ে একসাথে ব্যালেন্স করে চলতে গিয়ে, সবার কাছে খারাপ হয়ে যায়, আর আমরা মেয়েরা সেটা কখনো বুঝতেই চাই না। 🥲

22/08/2025

ফানি পোস্ট 😂
হাসবেন্ড আর আমি যখনই বাজারে যাই, সে গরুর পিলাই কিনে নিয়ে আসে, সে জানে গরুর পিলাই আমার ভীষণ পছন্দ,সেদিন বরাবরের মতোই দুইটা পিলাই নিয়ে এসেছে, আনার সাথে সাথেই, কেটেকুটে রান্না করেছে, এখন খাওয়ার সময় সে বলে সে খাবে না,তার হাই ব্লাড প্রেসার তাই খাবেনা, এটা সোনার সাথে সাথেই আমি খুশি হয়ে গেলাম, কারণ আমার আবার লো ব্লাড প্রেসার, ও সাথে সেদিন আবার লাল শাক ও ভাজি করেছিলাম, আমি তো মনে মনে ভীষণ খুশি, আজকে আমার শরীরে এই দুই ধরনের খাবার খাওয়ার পরে, ব্লাডের কোন অভাব হবে না, আমি আমার নানাশের ছেলে মানে আমাদের ভাগিনা, আর ভাসুরের ছেলে মিলে, খাওয়া-দাওয়া শেষ করে যখনই উঠলাম, তখনই দেখি আমার পায়ের উপরে একটা মশা,🦟🦟 বসে দিব্যি আরামসে পেট ভরে আমার রক্ত খেয়েছে, সেটা দেখার পর আমি শুধু একটা কথাই বলেছি, এটা কি তোর উচিত হয়েছে, মনের দুঃখে আর কষ্টে এখন দুই বেলা, খাবার না খেয়ে বসে আছি, আপনারাই বলেন এটা কি উচিত হয়েছে মশাটার,আপনাদের কাছে বিচার দিলাম। 🦟🦟🦟🦟🤣😂😁

22/08/2025

স্বামীর জীবনে স্ত্রী কত মূল্যবান, সেটা বোঝার জন্য বেশি দিন অপেক্ষা করতে হয় না, মাত্র বিবাহিত জীবনের ৩০টা বছর পার করলেই হয়, তখনই বুঝতে পারবেন।

21/08/2025

পুরুষ মানুষ সব সময় ফ্যামিলিকে টাইম দেওয়া বলতে বোঝে, সে মোবাইল ঘাটাতে থাকবে, আর বাসায় তো আছি, মাঝে সাজে কখনো রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলে, সে পেছন থেকে মোবাইলে কথা বলতে থাকবে আপনারা গিয়ে খাবার অর্ডার করবেন, কখনো গ্রোসারির শপিং করতে গেলে, মোবাইল তার কানের কাছে থাকবেই, জরুরী কল হলেও তুলতে হবে, জরুরী কল না হলেও তুলতে হবে,মোবাইলের একটা নিউজ ও মিস দেয়া যাবে না, সব রাজনীতির খবর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, অনেক সময় একটা খবর বারবার দেখতে হবে, যতক্ষণ না মন ভরে, মাঝে মাঝে এই মোবাইল যন্ত্র যে আবিষ্কার করছে তাকে খুব দেখতে ইচ্ছে করে, সে বেঁচে আছে না মরে গেছে তাও জানিনা, আর বেঁচে থাকলেও আমার মত গরীবের সাথে কখনো তার দেখা হবে কিনা তাও জানিনা, বানিয়ে ছিল মানুষের সুবিধার জন্য, সেখানে মানুষ অপব্যবহার টাই বেশি করে, আমাদের শৈশব আমরা কত আনন্দে কাটিয়েছি, ভাই বোন এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে গিয়ে সবাই মিলে একসাথে খেলাধুলা করেছি, আর এখনকার ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিছু বোঝেনা, তাদের খাওয়াতে হলেও হাতে মোবাইল দিতে হয়,তা না হলে খাবে না, তবে সব পুরুষ মানুষ এমন করে কিনা জানিনা আমি, সম্ভবত কিছু কিছু ভাইয়ারা এমন করে, কারো সাথে মিলে গেলে অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ আমিও মোবাইল দেখি আমিও মোবাইল চালাই, কিন্তু আমার ফ্যামিলি থেকে মোবাইল আমার কাছে বড় নয়,ফ্যামিলির সাথে থাকলে আমার পুরো টাইমটা ফ্যামিলি পাবে।🥲🥲🙏🙏

21/08/2025

মেয়েরা সব সময় অন্যকে আঁকড়ে ধরে বাঁচতে চায়,কখনো বাবাকে, কখনো ভাইকে, আবার কখনো স্বামী সন্তান কে।

আহা ভাগ্নির পাঠানো সেই কালোজাম,, জামগুলো যখন আমি হাতে পেয়েছিলাম, তখন ভীষণ অসুস্থ ছিলাম, তার ভিতরেও জামগুলো আমি খেয়েছি,...
21/08/2025

আহা ভাগ্নির পাঠানো সেই কালোজাম,, জামগুলো যখন আমি হাতে পেয়েছিলাম, তখন ভীষণ অসুস্থ ছিলাম, তার ভিতরেও জামগুলো আমি খেয়েছি, হয়তো যতটা আনন্দ করে খেতাম, ততটা আনন্দ করে খেতে পারেনি, কিন্তু এখন ভীষণ মিস করছি,বড় ননাস বলেছিল তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তখন আমি বুঝতে পারিনি এত বড় সারপ্রাইজ,,ভাগ্নি তার মাকে বলেছিল, মামিকে বলে দিবা না তার জন্য কি সারপ্রাইজ আছে,, হাতে পেয়ে এত খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না,, আমি আবার কেমন যেন,, অল্প জিনিসে অনেক খুশি হয়ে যাই,, আবার অল্পতেই অনেক দুঃখ পাই,, একটু আবেগী টাইপের,,ভাগ্নিটাকে অনেক অনেক দোয়া করেছি মন থেকে,, এই সারপ্রাইজটা মামীর জন্য পাঠানোর জন্য।। ❤️❤️🫶🫶🤲🤲

কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ। 🤤😋🤤
20/08/2025

কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ। 🤤😋🤤

Address

Johor Bahru

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishi's Daily life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share