31/10/2025
জাকের আলীর মত ক্রিকেটাররা জাতীয় দলে চান্স পায়। কারন এটাই আমাদের স্ট্যান্ডার্ড। যে ছেলেটা অফের বলে খেলতেই পারে না। বার বার টেনে লেগে নিয়ে যাবার চেষ্টা করছে। পরিষ্কার দেখা যাচ্ছে। জগতের যে কোন দল এটা বুঝতে পারবে। এ জন্যই বার বার অফ ষ্ট্যাম্পের বাইরে বল করছিল ওরা। আর জাকের কী করছিল? বার বার ওই লেগ সাইডেই বল ঘুরানোর চেষ্টা করছিলো! এরপরও এই ছেলে কেন দলে চান্স পায়? কারন এটাই আমাদের স্ট্যান্ডার্ড। শুধু ক্রিকেটে না। সকল সেক্টরেই আমাদের স্ট্যান্ডার্ড ঠিক এমনই। তবুও আমরা নিজেদের সেরা মনে করি! আপনি যে কোন সেক্টরে যান, দেখবেন সবাই সবাইকে সেরা মনে করছে! ঠিক কুয়োর বেঙের মত।
পুরো বাংলাদেশটা হচ্ছে একটা কুয়ো। আর বাংলাদেশে থাকা মানুষ গুলো হচ্ছে ব্যাঙ। কুয়োর ব্যাঙ যেমন মনে করে কুয়োটাই পৃথিবী। ওই কুয়োয় সেই রাজা! আমরা বাংলাদেশিরাও মনে করছি বাংলাদেশটাই পৃথিবী। আমরাই সেরা। আমরাই শ্রেষ্ঠ ইত্যাদি। কিন্তু কুয়োর বাইরেও যে খাল-বিল, নদী-নালা, সাগর-মহাসাগর আছে। সেখানে অনেক বড় বড় মাছ, প্রাণী বাস করে। এটা তো আর কুয়োর ব্যাঙ জানে না। সে তো জানে না, কুয়ো থেকে বের হয়ে সাগর, মহাসগরে গেলে সেখানকার অতি প্রাণী গুলো সামান্য হা করলেই ব্যাঙ বরং ওদের মুখে ঢুকে যাবে!
জাকেরকে আমি স্রেফ উদাহরণ হিসেবে লিখেছি। মূল বিষয়টা আমাদের পুরো ইকো-সিস্টেমের। এখানে আপনি শামীম, নুরুল কিংবা অন্যান্য সকল সেক্টরকেও যুক্ত করতে পারেন। এর চাইতে ভালো আপনি পাবেন কোথায়? এরাই তো সেরা! এটাই আমাদের স্ট্যান্ডার্ড। আর হ্যাঁ, আমাদের স্ট্যান্ডার্ড ঠিক ওই কুয়োর ব্যাঙের চাইতে বেশি কিছু নয়।