
29/07/2025
উত্তম সঙ্গী কে, যাকে দেখলে জান্নাতের কথা মনে পড়ে। যার সাথে কিছুক্ষণ থাকলে খুব ভালো হয়ে যেতে ইচ্ছা করে। যার আমল দেখলে খুব ঈর্ষা হয়! যার সাথে জান্নাতে একসাথে থাকতে ইচ্ছা হয়! যার উদাহরণ আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আতর বিক্রিতার সাথে, যে আশেপাশে থাকলেও লাভ,অন্তত সুগন্ধ পাওয়া যায়।
বই: যে জীবন ফড়িঙের,যে জীবণ জোনাকির