মালয়েশিয়া প্রবাসী হেল্পলাইন

মালয়েশিয়া প্রবাসী হেল্পলাইন আসসালামু আলাইকুম

12/03/2024

সাধারণ ক্ষমায় অবৈধ লোক দেশে যেতে এপয়েমেন্ট এর জন্য যোগাযোগ হোয়াটস্যাপ
আর্জেন্ট পাসপোর্ট করতে চাইলে যোগাযোগ করুন
CIDB যাদের লাগবে ১ দিনে অনলাইন হবে InsahAllah
প্রয়োজনে এখনি ম্যাসেজ করুন

08/03/2024

আগামীকাল থেকে এপয়েন্টমেন্ট ছাড়া কেউ সাধারণ ক্ষমার অধীনে ফিঙ্গারপ্রিন্ট দিতে ইমিগ্রেশনে যেতে পারবেনা। অবশ্যই এপয়েন্টমেন্ট নিতে হবে।

05/03/2024

মালয়েশিয়া কলিং নিয়ে শেষ মুহুর্তে যা হতে পারে:-
নামে বে নামের কোম্পানিতে কলিং করিয়ে বাড়তি টাকা নিয়ে কিছু প্র*তারক মানুষকে আটকিয়ে রাখবে।
কলিং এর পর ই ভি'সা না করলেও টাকা কেটে রাখবে।
তাই লোভনীয় অফার পেয়ে কারো কাছে শেষ মুহুর্তে জি*ম্মি হবেন না।
ধন্যবাদ

শহিদ ছুটি থেকে ফিরে ১ মাস বসা,গত ২/০২/২০২৪ তারিখে আমদের সাথে যোগাযোগ করেন।আলহামদুলিল্লাহ ৪ তাখিখে সে কাজ শুরু করেন।আমাদে...
04/03/2024

শহিদ ছুটি থেকে ফিরে ১ মাস বসা,গত ২/০২/২০২৪ তারিখে আমদের সাথে যোগাযোগ করেন।আলহামদুলিল্লাহ ৪ তাখিখে সে কাজ শুরু করেন।
আমাদের টিমের সহযোগিতায়।

04/03/2024

আলহামদুলিল্লাহ আমাদের টিম কাজ হীন ১৩ প্রবাসী কে কাজ দিয়ে সহায়তা করতে পেরে অনেক খুশি।
মাত্র ৫০ রিঙ্গিত খরচের বিনিময়ে আমরা কাজ দিয়ে সহায়তা করতে পেরেছি।৫০ রিঙ্গিত এই জন্য নিয়া হয় একটি কাজের সন্ধান করতে অনেক জায়গায় অনেক বসের সাথে ফোনে কথা বলতে হয়।তার খরচ টা আমাদের টিম নিয়ে থাকে।ধন্যবাদ আপনার কাজ না থাকলে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

03/03/2024

বিমান টিকিট নিতে চান যোগাযোগ করতে পারেন, চেষ্টা করা হবে সব থেকে কম মুল্যে টিকিট পাবেন।

একে ধরিয়ে দিতে পারলে ৫০০০ রিঙ্গিত দেওয়া হবে।৮০ হাজার রিঙ্গিত ভিষা লাগিয়ে দেওয়ার নামে ১৫ জনের থেকে  প্রতরানা করে পালিয়ে গ...
01/03/2024

একে ধরিয়ে দিতে পারলে ৫০০০ রিঙ্গিত দেওয়া হবে।৮০ হাজার রিঙ্গিত ভিষা লাগিয়ে দেওয়ার নামে ১৫ জনের থেকে প্রতরানা করে পালিয়ে গেছে। প্রবাসি হিসাবে শিয়ার করে ধরিয়ে দিন।

29/02/2024

খুবই দুরুত্ব পাসপোর্ট রিনিউ করে দেওয়া হয়।

28/02/2024

আলহামদুলিল্লাহ অনেক প্রতীক্ষার পর অবৈধ লোকদের দেশে যাওয়ার দারুণ সুযোগ৷ ১ মার্চ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ রয়েছে৷

প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলি লাগবে৷👇

(১) একটি বেলিড পাসপোর্ট

(২) পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস

(৩)বিমান টিকেট

(৪) শুধুমাত্র ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/টাচ এবং গো ইওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে৷

(৫) এবং কোন অ্যাপার্টমেন্ট ছাড়াই আপনি ইমিগ্রেশনে উপস্থিত হতে পারবেন ডকুমেন্টগুলো সাথে নিয়ে৷

পেনিনসুলার মালয়েশিয়া এবং লাবুয়ানের 14টি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন অফিসে উপস্থিত থাকতে হবে এবং অফিসে উপস্থিতির তারিখ থেকে 14 দিনের বেশি না, ভ্রমণের তারিখ সহ মূল দেশে ফিরতি টিকিট সহ৷

উপরে থাকা সমস্ত ডকুমেন্টগুলি যদি আপনার হাতে থাকে৷

তাহলে কোন ধরনের দালাল বা এজেন্সির প্রয়োজন নেই, এটি আপনি নিজেরটা নিজেই করতে পারবেন৷

28/02/2024

বর্তমানে একটি কাজ মেলাতে কতটা তেল পুরাতে হচ্ছে সেটা বলার মত ভাষা নয়।এর জন্য আমাদের ৫০ টাকা চাওয়া টা যদি অপরাধ হয় তবে তারা নক দিবেন না।ধন্যবাদ।

রাজিব নতুন মালেশিয়া এসে ৭ মাস বসে থাকার পর,গত ২৬ তারিখে আমদের সাথে যোগাযোগ করেন।এবং আজ ২৮ তারিখে তার কাজ ব্যাবস্থা করে দ...
28/02/2024

রাজিব নতুন মালেশিয়া এসে ৭ মাস বসে থাকার পর,গত ২৬ তারিখে আমদের সাথে যোগাযোগ করেন।এবং আজ ২৮ তারিখে তার কাজ ব্যাবস্থা করে দিতে পেরে অনেক খুশি।ধন্যবাদ আমাদের এ্যাডমিন কে খুবই দুরুত্ব কাজের ব্যাবস্থা করার জন্য।আপনার কাজ না থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

🥲🥲
27/02/2024

🥲🥲

Address

Kuala Lampur
Kuala Lampur

Telephone

+601125348541

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালয়েশিয়া প্রবাসী হেল্পলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share