Ubaidha kitchen & Vlog

Ubaidha kitchen & Vlog Our significant motive is to please our guests in a very gratitude & humbly attractive manner.

09/05/2025

পলাশ সাহার মৃত্যু তে কেউ বলছে তার বউ দায়ী আবার কেউ বলছে তার মা দায়ী। আসলে কি তাই! না এটা সঠিক না। আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে যে মা বলবে আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি এখন বউ এসে সব দখল করে বসে আছে। তাদের ভাবটা এমন যেন মেয়ের মা কোন কষ্টই করে নাই।

যখন একটা ছেল বিয়ে করে কম হলেও তার বয়স ২৫থেকে ৩০ হয় এই এতগুলো বছর কি তার মা বোন ভাই তার সাথে ভালো সময় কাটাই নাই কিন্তু না এসব কিছুতে ই হবে না যখন ছেলে একটা বউ নিয়ে আসবে তখন ছেলের মা বোন ভাই সবাই ঐ ছেলের সাথে রাতভর গল্প করবে সারাদিন সাথে সাথে থাকবে। তাদের হাবভাব দেখে মনে হয় তাদের ছেলে পৃথিবীতে নতুন জন্ম নিয়েছে। তাদের মনে ই হয় তার ঘরে একটা নতুন বউ আছে।
পলাশ সাহার মা কি পারতো না ৬মাস তার অন্য ছেলেদের কাছে থাকতে। সারাদিন একটা মেয়ে বাসায় একা থাকে সে তো অপেক্ষায় থাকে তার হাসবেন্ড কখন আসবে। ছেলে আসার পর মা যদি গল্প করে রাত ২ টা পযন্ত তাহলে ছেলেকে বিয়ে দেবার কি দরকার ছিলো।
আর বোনদের কথা তো আর নাই বা বলি সমাজের ৭৫./. বোন রা মনে করে ভাইয়ের কাছ থেকে নিতে পারলেই বাঁচি কিন্তু বোন কখনও মনে করে না আমার যেমন একটা সংসার আছে তেমন আমার ভাইয়ের একটা সংসার হবে।
আসলে পরিস্থিতি যেমন ই হোক না কেন আত্মহত্যা একটা মানুষের জীবনে সঠিক সমাধান হত পারে না। জীবন তো একটাই, এ জীবন তো আর বার বার ফিরে আসবে না।
তবে আমার যা মনে হয় যে ছেলেরা বিয়ের পরে মায়ের মা বোন ভাইয়ের কাছে রাত ২টা পযন্ত আর বন্ধুদের সাথে প্রতি সপ্তাহে ২দিন আর অন্য মানুষের বউদের সাথে থাকা এসব ছেলেদের জীবনে বিয়ে না করাই ভালো।

03/05/2025

যে সব মানুষের পা চেটে খাওয়ার অভ্যাস তারা যে ভাবেই হোক পা চেটে খাবে। যাদের চামচামি করার অভ্যাস তারা যে ভাবেই হোক চামচামি করবেই। পৃথিবীতে এই দুই প্রকার লোক খুব ভয়ানক এদের থেকে সব সময় দূরে থাকাই উওম।

08/04/2025

বেশি ভাড়াবাড়ি করা ভালো না, আমার কাছে ভিডিও অডিও সহ সব প্রমান রয়েছে এগুলো যদি আমি পাবলিকলি প্রকাশ করে দিই মনে রাখবেন আপনারা গ্রুপের একজন বন্ধু বান্দব ও পরিবার সমাজ কোথাও মুখ দেখাতে পারবেন না। যদি আপনাদের লজ্জা থাকে। এখন ও বলি সময় থাকতে ভালো হয়ে যান।

05/04/2025

এখানে আসো এখানে

04/04/2025

কি আদরের কন্যা কন্যারে

03/04/2025

জায়ান সারাদিন এভাবে তার খালামনির কথা বলা রিপিট করে।

গোসল করার সেরা style
03/04/2025

গোসল করার সেরা style

01/04/2025

ঈদের দিন বিকেলে ঘোরাঘুরি করে দুই ভাইয়ের মন ভালো হয়ে গেছে।

01/04/2025

দুই ভাইয়ের বাংলাদেশে প্রথম ঈদ। ছোট মামার সাথে ঈদের নামাজ পড়তে যাবে।

ঈদ মোবারক
30/03/2025

ঈদ মোবারক

26/09/2024

হয়তো বা আর দেখা হবে না। এবারই শেষ দেখা ছিলো অনেক সৃতি জমা আছে এখানে।

Address

Kuala Lumpur
43300

Alerts

Be the first to know and let us send you an email when Ubaidha kitchen & Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share