04/12/2025
বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায় ❤️❤️❤️…
আজ যে ছোট্ট হাতটা ধরে হাঁটছে,
কাল সে-ই দৌড়ে যাবে নিজের স্বপ্নের পথে।
তাদের হাসি, তাদের কথা,
প্রতিটি মুহূর্তই যেন হৃদয়ের কাছে রাখা ছোট্ট সুখ।
তাই বাচ্চাদের ভালোবাসুন, সময় দিন,
কারণ এই দিনগুলো আর ফিরে আসে না।
বাচ্চারা বড় হয়…
আর তাদের স্মৃতি গুলো চিরদিন রয়ে যায়।