Vlog by Khalifa Malaysia

Vlog by Khalifa Malaysia Malaysia

মালয়েশিয়ার ক্লাং ভ্যালিতে মানবপাচার চক্রের বড় অভিযান: ৪৯  নারী উদ্ধার।মালয়েশিয়ার ক্লাং ভ্যালিতে পুলিশ একটি আধুনিক মা...
18/10/2025

মালয়েশিয়ার ক্লাং ভ্যালিতে মানবপাচার চক্রের বড় অভিযান: ৪৯ নারী উদ্ধার।

মালয়েশিয়ার ক্লাং ভ্যালিতে পুলিশ একটি আধুনিক মানবপাচার এবং জবরদস্তি শ্রমের চক্রকে একাধিক অভিযানে ধরেছে। বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক এম. কুমার জানান, ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে ক্লাং এলাকায় ১১টি পৃথক অভিযানে ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই অভিযানে জোরপূর্বক খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ করানো ৪৯ জন ইন্দোনেশিয়ান নারীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ এখন মা/ন/ব/পা/চা/র এবং জবরদস্তি শ্রমের অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

এই ঘটনার মাধ্যমে মালয়েশিয়ার প্রবাসী সম্প্রদায়কে সতর্ক করার পাশাপাশি, সকলকে অনুরোধ করা হচ্ছে সম্ভাব্য মানবপাচার চক্রের বিষয়ে সচেতন হতে।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দেশজুড়ে ২০টি শহর এলাকায় রেস্টুরেন্ট ও ক্যাফে প্রতিষ্ঠানগুলোর টয়লেট ‘বেরসিহ, মেনাওয়ান ও ওয়াঙ্গ...
10/10/2025

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দেশজুড়ে ২০টি শহর এলাকায় রেস্টুরেন্ট ও ক্যাফে প্রতিষ্ঠানগুলোর টয়লেট ‘বেরসিহ, মেনাওয়ান ও ওয়াঙ্গি’ (পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও সুগন্ধি) মানে না পৌঁছালে তাদের ব্যবসার লাইসেন্স নবায়ন করা যাবে না বলে জানিয়েছেন দেশটির আবাসন ও স্থানীয় সরকারমন্ত্রী ঙ্গা কোর মিং।

তিনি আরও বলেন, নীতিমালা কার্যকরের আগে মালিকদের যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হয়েছে, তাই এবার থেকে নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ায় কলিং ভিসা নিয়ে নতুন আপডেটমালয়েশিয়া সরকার দেশের বিভিন্ন কোম্পানিকে কোটা আবেদনের সুযোগ দিয়েছে। কোম্পানিগুলো যখন...
05/10/2025

মালয়েশিয়ায় কলিং ভিসা নিয়ে নতুন আপডেট

মালয়েশিয়া সরকার দেশের বিভিন্ন কোম্পানিকে কোটা আবেদনের সুযোগ দিয়েছে। কোম্পানিগুলো যখন কোটা আবেদন করে, তখন সরকার প্রথমে যাচাই-বাছাই করে দেখে কোম্পানির আসলেই কত জন কর্মী প্রয়োজন।

যদি যাচাই-বাছাইয়ে দেখা যায় কোম্পানির সত্যিই নতুন শ্রমিক দরকার, তবে সরকার সেই কোটা অনুমোদন করবে।

কোটা অনুমোদন হওয়ার পরই কোম্পানি বাংলাদেশসহ নির্ধারিত দেশ থেকে কলিং ভিসায় শ্রমিক আনার সুযোগ পাবে।

বর্তমানে কলিং ভিসার প্রথম ধাপ চলছে-মানে কোম্পানিগুলো শুধু কোটা আবেদন করছে। এখনো সরাসরি শ্রমিক পাঠানো শুরু হয়নি।

পরবর্তী ধাপে অনুমোদিত কোটার ভিত্তিতে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

সহজভাবে বলতে গেলে, এখনো সরাসরি শ্রমিক আসা শুরু হয়নি। শুধু কোম্পানিগুলো আবেদন করছে।🙏♥️

কনস্ট্রাকশন প্রজেক্টর ভিতরে অভিযান চালানোর আগে এভাবেই গ্রিল ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশরা...
30/09/2025

কনস্ট্রাকশন প্রজেক্টর ভিতরে অভিযান চালানোর আগে এভাবেই গ্রিল ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশরা। 🤔😭

যখন কোন বড় বড় প্রজেক্টে ইমিগ্রেশন অফিসাররা অভিযান চালাই শত শত অফিসার নিয়ে গিয়ে সেই প্রজেক্টের চারিপাশে ঘিরে ফেলে যেন কেউ কোথাও পালাতে না পারে। 🤔🤔

এযাবৎ পর্যন্ত মালয়েশিয়াতে এত খা*রাপ অবস্থা কোন সময় সৃষ্টি হয়নি, এখন ওরা যেটা শুরু করেছে সেটা সত্যিই অতিরিক্ত হয়ে যাচ্ছে ভিসা থাক বা না থাক এটা দেখার সময় নাই তাদের সবগুলোকে ধরে নিয়ে যাচ্ছে।🥲🥲

জোহরে ইমিগ্রেশনের অভিযানে বিদেশি আটক, সতর্ক বাংলাদেশিদের প্রতিমালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন ও পুলিশের যৌথ অভিযানে একা...
28/09/2025

জোহরে ইমিগ্রেশনের অভিযানে বিদেশি আটক, সতর্ক বাংলাদেশিদের প্রতি

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন ও পুলিশের যৌথ অভিযানে একাধিক বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে ৮৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকলেও বেশিরভাগই অবৈধভাবে কাজ করছিল বলে জানায় কর্তৃপক্ষ।

অভিযানে দেখা যায়, অনেক প্রতিষ্ঠান বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছিল এবং বিদেশিদের নিয়ম ভেঙে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে ইমিগ্রেশন।

👉 বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে— বৈধ কাগজপত্র ছাড়া কেউ যেন মালয়েশিয়ায় কাজ না করে। নাহলে আইন ভঙ্গকারীদের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

29/08/2025মালয়েশিয়া Calling Visa: বাংলাদেশিদের জন্য আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র ঘোষণামালয়েশিয়া সরকার ঘোষণা দিয়ে...
28/09/2025

29/08/2025
মালয়েশিয়া Calling Visa: বাংলাদেশিদের জন্য আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র ঘোষণা

মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে, নতুন করে শ্রমিক নেওয়া হবে ১৩টি সেক্টরে। বাংলাদেশও এই তালিকায় রয়েছে। বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো হবে কেবলমাত্র সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া (বাংলাদেশ থেকে)

1. রিক্রুটিং এজেন্সি নির্বাচন
শুধুমাত্র বাংলাদেশ সরকারের অনুমোদিত এজেন্সি থেকে আবেদন করা যাবে। কোনো দালাল বা অবৈধ মাধ্যমে আবেদন করলে ভিসা বাতিল হবে।

2. কোম্পানির ডিমান্ড লেটার ও কনট্রাক্ট
মালয়েশিয়ার কোম্পানি কর্মীর জন্য Demand Letter পাঠাবে।
-কাজের ধরন, বেতন, সুবিধা চুক্তিতে উল্লেখ থাকবে।

3. অনলাইন রেজিস্ট্রেশন (BMET ও BOES)
– প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
BMET স্মার্টকার্ড নেওয়া বাধ্যতামূলক।

4. মেডিকেল টেস্ট (GAMCA / অনুমোদিত সেন্টার)
- মালয়েশিয়া অনুমোদিত সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
- ফিট রিপোর্ট ছাড়া ভিসা অনুমোদন হবে না।

5. ভিসা প্রসেসিং
- ভিসা স্টিকার মালয়েশিয়ার দূতাবাস থেকে লাগানো হবে।

এজেন্সি সব প্রক্রিয়া সম্পন্ন করবে।

6. ফ্লাইট ও ট্রাভেল ডকুমেন্টস
- টিকিট এজেন্সি ব্যবস্থা করবে।
এয়ারপোর্টে Immigration Clearance দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র

বেধ পাসপোট (কমপক্ষে ২ বছরের মেয়াদ)
জাতীয় পরিচয়পত্র (NID)
জন্ম নিবন্ধন সার্টিফিকেট

BMET নিবন্ধন কার্ড (স্মার্টকার্ড)
ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড নির্ধারিত সাইজ)
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
এজেন্সি চুক্তিপত্র
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
সময়সীমা

Calling Visa আবেদন ও কোটা অনুমোদন চলবে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

বাংলাদেশিদের জন্য নির্দেশনা

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সব শ্রমিককে অবশ্যই সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। দালাল বা অবৈধ পথে গেলে ভিসা জালিয়াতি ও ব্ল্যাকলিস্টের ঝুঁকি রয়েছে।

দু*ষ্টু এলাকায় আবারো দু*ষ্টু আপুদের আটক‌ করেছে😎
26/09/2025

দু*ষ্টু এলাকায় আবারো দু*ষ্টু আপুদের আটক‌ করেছে😎

সত্য কথা বললে অনেকেরই গায়ে জ্বালা উঠে যাবে,😇মালয়েশিয়াতে প্রবাসীদের যেভাবে অত্যাচার এবং ইমিগ্রেশন অভিযান চালানো হয় পৃ...
26/09/2025

সত্য কথা বললে অনেকেরই গায়ে জ্বালা উঠে যাবে,😇
মালয়েশিয়াতে প্রবাসীদের যেভাবে অত্যাচার এবং ইমিগ্রেশন অভিযান চালানো হয় পৃথিবীর অন্য কোন দেশে এইভাবে কোন অভিযান চালানো হয় বলে আমায় জানা নাই।🥲

যদি মালয়েশিয়া থেকে সকল দেশের বিদেশি শ্রমিক চলে যায় সত্য কথা বলতে মালয়েশিয়াতে যারা এদেশের নাগরিক আছে পরের বছর না খেয়ে মারা যাবে। ওদের অর্থনীতিতে কোটি কোটি টাকার ধ্বস নেমে যাবে।🥲

কারণ এই যাতে কিংবা এই দেশের যারা নাগরিক আছে তারা সব থেকে বেশি মালাস,
এরা সকালে ভাত বিক্রি করে সেই টাকা দিয়ে সারাদিন খাওয়া পরার পিছনে ব্যয় করে,

ওদের না আছে কোন টা**কা পয়সা জমানোর চিন্তাভাবনা, না আছে কোন ভালো কিছু করার ইচ্ছা। 🤔

ওরা শুধু পারে প্রবাসীদের পিছনে লেগে রেসিজম সৃষ্টি করতে, 😡

যেখানেই প্রবাসীরা যাই সেখানেই এই দেশের নাগরিক বিভিন্নভাবে প্রবাসীদের অপমান এবং এমনভাবে বাংলা বলে কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে যেটা সত্যি সহ্য করার মতো নয়। 😭

মালয়েশিয়ার এই অবস্থান তৈরি করার বাংলাদেশের মানুষের অনেক অবদান রয়েছে।

আমাদের দেশটাও এমন হতে পারতো যদি আমাদের প্রত্যেকটা সরকার ভালোভাবে আমাদের দেশের জন্য কাজ করতো, এতদিন হয়তো বা আমরা মালয়েশিয়া থেকে অনেক উপরে থাকতাম।😊

কোন কিছু হলেই এদেশের নাগরিক প্রবাসীর নামে অভিযোগ দিয়ে বিভিন্ন এপার্টমেন্ট এবং বিভিন্ন বাসা বাড়ি থেকে শত শত হাজার হাজার প্রবাসীকে আটক করছে।😭

লিখতে গেলে আসলে অনেক কিছুই লেখা যায়, কিন্তু এই লেখা সবগুলোই এই দেশের সরকারের বিরু*দ্ধে চলে যাবে তাই অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেকেই লেখা হয় না।🙏😭

আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমিন🤲
25/09/2025

আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমিন🤲

ক্লাং এ ইমিগ্রেশন বড় ধরনের অভিযান চালিয়েছে।😭জীবনের ঝুঁকি নিয়ে কেউ এভাবে পালাবেন না, ইমিগ্রেশন এর হাতে ধরা পড়লে হয়তো...
25/09/2025

ক্লাং এ ইমিগ্রেশন বড় ধরনের অভিযান চালিয়েছে।😭
জীবনের ঝুঁকি নিয়ে কেউ এভাবে পালাবেন না, ইমিগ্রেশন এর হাতে ধরা পড়লে হয়তো এক থেকে দু মাস অথবা তিন মাস জেল হতে পারে,
কিন্তু আপনার জীবনটা বেঁচে থাকবে।

মালয়েশিয়ায় নতুন ইমিগ্রেশন সিস্টেম চালু হতে যাচ্ছে, ২২ সেপ্টেম্বর ২০২৫মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ঘোষণা করেছে যে, আগামী ২২...
23/09/2025

মালয়েশিয়ায় নতুন ইমিগ্রেশন সিস্টেম চালু হতে যাচ্ছে, ২২ সেপ্টেম্বর ২০২৫
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ঘোষণা করেছে যে,

আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন একটি সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এর নাম "National Integrated Immigration System (NIISe)"।

কী এই NIISe?

এটি একটি আধুনিক ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম।

ইমিগ্রেশন চেকিং, ভিসা প্রসেসিং, পাসপোর্ট কন্ট্রোল ও এন্ট্রি-এক্সিট সব কিছুই এই সিস্টেমের আওতায় আসবে।

যাত্রীদের তথ্য ডিজিটালি সংরক্ষণ ও যাচাই করা হবে, যাতে জাল পাসপোর্ট, ভিসা ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা যায়।

কোথায় প্রথম চালু হবে?
Johor এর কয়েকটি স্থল সীমান্ত চেকপয়েন্টে।

কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরেও ধাপে ধাপে এটি ব্যবহার শুরু হবে।

সরকারের উদ্দেশ্য

পুরনো myIMMs সিস্টেম এর জায়গায় নতুন প্রযুক্তি চালু করা।

ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করা।

অবৈধ অভিবাসী ও ভিসা অপব্যবহারকারীদের শনাক্ত করা সহজ হবে।

প্রবাসীদের জন্য গুরুত্ব
দেশে ঢোকা ও বের হওয়ার সময় ভিসা-পাসপোর্ট স্ক্যানিং আরও কঠোর হবে।

যারা ভিসা বা পারমিট সমস্যায় ভুগছেন, তাদের জন্য নতুন সিস্টেমে ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি।

বৈধ কাগজপত্র ছাড়া কারও পক্ষে মালয়েশিয়ায় প্রবেশ বা অবস্থান করা প্রায় অসম্ভব হয়ে যাবে।

যে বাংলাদেশীর গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে, তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মালয়েশিয়ান শিক্ষার্থী নিহ...
16/09/2025

যে বাংলাদেশীর গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে, তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মালয়েশিয়ান শিক্ষার্থী নিহত হয়েছে।

🇲🇾তেরেংগানু বিশ্ববিদ্যালয় (ইউএমটি)-এর একজন শিক্ষার্থী মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুয়ালা তেরেঙ্গানু-কামপুং রাজা সড়কের কামপুং বারি কেচিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাইসেন্স না থাকলে সব দোষ কার ওপরে যেত এবং মিডিয়াতে কি শিরোনাম হত চিন্তা করেন।

Address

Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vlog by Khalifa Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share