18/10/2025
মালয়েশিয়ার ক্লাং ভ্যালিতে মানবপাচার চক্রের বড় অভিযান: ৪৯ নারী উদ্ধার।
মালয়েশিয়ার ক্লাং ভ্যালিতে পুলিশ একটি আধুনিক মানবপাচার এবং জবরদস্তি শ্রমের চক্রকে একাধিক অভিযানে ধরেছে। বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক এম. কুমার জানান, ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে ক্লাং এলাকায় ১১টি পৃথক অভিযানে ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই অভিযানে জোরপূর্বক খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ করানো ৪৯ জন ইন্দোনেশিয়ান নারীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ এখন মা/ন/ব/পা/চা/র এবং জবরদস্তি শ্রমের অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
এই ঘটনার মাধ্যমে মালয়েশিয়ার প্রবাসী সম্প্রদায়কে সতর্ক করার পাশাপাশি, সকলকে অনুরোধ করা হচ্ছে সম্ভাব্য মানবপাচার চক্রের বিষয়ে সচেতন হতে।