24/11/2025
এমন করে তোমায় চাই-
যেন এক অন্ধ মানুষ সারাজীবন শুধু অনুভবেই পৃথিবীকে ছুঁয়ে থেকেছে, অথচ একবার চোখ মেলে দেখার লালসায় বুকের ভেতর কাঁপন তোলে প্রতিটি শ্বাস। যেমন করে সে বিশ্বাস করে আলো মানেই জীবন, রঙ মানেই বিস্ময়, দিগন্ত মানেই মুক্তি-তেমনি করে তোমায় চাই আমি; নিঃশব্দে, নিঃশর্তে, অথচ অগাধ আকাঙ্ক্ষায়। তোমাকে চাই ঠিক সেই রকম অন্ধ আকুলতায়, যেখানে চোখে না দেখা জগতের চেয়েও তোমার ছায়া হয়ে ওঠে আলোরও উজ্জ্বল প্রতিচ্ছবি। তোমার হাসি যেন অন্ধকারের বুকে ফুঁটে ওঠা সূর্যের প্রথম কিরণ-যা অজানা পৃথিবীকে করে তোলে চেনা, আপন, আশ্রয়।
তোমার স্পর্শে যেন জেগে ওঠে সেই স্নিগ্ধ বাতাস, যা প্রথমবার কোনো শিশুর গালে লেগে তাকে জানায়-'জীবন আছে'। তোমার কণ্ঠস্বর আমার কাছে ঠিক তেমনি যেন কান পেতে থাকা এক অন্ধ মানুষের কাছে হঠাৎ ভেসে আসে বসন্তের খবর।
আমি তোমায় চাই না কোনো শর্তে, চাই না কোনো প্রতিদান। যেমন অন্ধ মানুষ পৃথিবী দেখতে চায়-শুধু একটিবার চোখ মেলে আলোর ছোঁয়া পেতে, তেমনি করে তোমায় চাই-শুধু একটিবার তোমার ভেতর ডুবে যেতে, তোমার ভালোবাসায় আলোকিত হয়ে উঠতে।
তুমি আমার কাছে শুধু এক মানুষ নও-তুমি এক রঙিন দিগন্ত, অন্ধ চোখে যার জন্য আঁকা হয় হাজারটা কল্পনার ছবি। আমি সেই ছবিরই এক নীরব শিল্পী, যার তুলি কেবল তোমার নাম উচ্চারণ
করলেই রঙে রঙে ভরে ওঠে।
তোমার জন্যই চাই আলো, চাই দিন, চাই আকাশ-
আর যদি না-ই পাই, তবু চাই তোমাকে, যেমন করে অন্ধ মানুষ পৃথিবী দেখতে চায়-
অপরিসীম, নিঃশেষ, আর অনিঃশেষ ভালোবাসায়।
L+A