Kazi Liton

Kazi Liton জীবনে সমস্যার প্রয়োজন আছে।
সমস্যা আছ বলেই সাফল্লের এত সাধ।�

08/12/2025

Work

03/12/2025

ওয়াটার প্রুফ

24/11/2025
এমন করে তোমায় চাই-যেন এক অন্ধ মানুষ সারাজীবন শুধু অনুভবেই পৃথিবীকে ছুঁয়ে থেকেছে, অথচ একবার চোখ মেলে দেখার লালসায় বুকের ভ...
24/11/2025

এমন করে তোমায় চাই-

যেন এক অন্ধ মানুষ সারাজীবন শুধু অনুভবেই পৃথিবীকে ছুঁয়ে থেকেছে, অথচ একবার চোখ মেলে দেখার লালসায় বুকের ভেতর কাঁপন তোলে প্রতিটি শ্বাস। যেমন করে সে বিশ্বাস করে আলো মানেই জীবন, রঙ মানেই বিস্ময়, দিগন্ত মানেই মুক্তি-তেমনি করে তোমায় চাই আমি; নিঃশব্দে, নিঃশর্তে, অথচ অগাধ আকাঙ্ক্ষায়। তোমাকে চাই ঠিক সেই রকম অন্ধ আকুলতায়, যেখানে চোখে না দেখা জগতের চেয়েও তোমার ছায়া হয়ে ওঠে আলোরও উজ্জ্বল প্রতিচ্ছবি। তোমার হাসি যেন অন্ধকারের বুকে ফুঁটে ওঠা সূর্যের প্রথম কিরণ-যা অজানা পৃথিবীকে করে তোলে চেনা, আপন, আশ্রয়।

তোমার স্পর্শে যেন জেগে ওঠে সেই স্নিগ্ধ বাতাস, যা প্রথমবার কোনো শিশুর গালে লেগে তাকে জানায়-'জীবন আছে'। তোমার কণ্ঠস্বর আমার কাছে ঠিক তেমনি যেন কান পেতে থাকা এক অন্ধ মানুষের কাছে হঠাৎ ভেসে আসে বসন্তের খবর।

আমি তোমায় চাই না কোনো শর্তে, চাই না কোনো প্রতিদান। যেমন অন্ধ মানুষ পৃথিবী দেখতে চায়-শুধু একটিবার চোখ মেলে আলোর ছোঁয়া পেতে, তেমনি করে তোমায় চাই-শুধু একটিবার তোমার ভেতর ডুবে যেতে, তোমার ভালোবাসায় আলোকিত হয়ে উঠতে।

তুমি আমার কাছে শুধু এক মানুষ নও-তুমি এক রঙিন দিগন্ত, অন্ধ চোখে যার জন্য আঁকা হয় হাজারটা কল্পনার ছবি। আমি সেই ছবিরই এক নীরব শিল্পী, যার তুলি কেবল তোমার নাম উচ্চারণ

করলেই রঙে রঙে ভরে ওঠে।

তোমার জন্যই চাই আলো, চাই দিন, চাই আকাশ-

আর যদি না-ই পাই, তবু চাই তোমাকে, যেমন করে অন্ধ মানুষ পৃথিবী দেখতে চায়-

অপরিসীম, নিঃশেষ, আর অনিঃশেষ ভালোবাসায়।
L+A

18/11/2025

🤔🤔🤔

12/11/2025

Watch, follow, and discover more trending content.

New project
09/11/2025

New project

01/11/2025

ভায়রা

28/10/2025

কাজ কেমন হয়েছে বন্ধুরা।

ভালোবাসার মানুষকে ফিরে পাবার আকুতি আমৃত্যু থাকে মানুষের মনে।।যদিও মস্তিষ্ক যানে সে ফিরবেনা কিন্তু মন তাও বারে বার ফেরার ...
28/10/2025

ভালোবাসার মানুষকে ফিরে পাবার আকুতি আমৃত্যু থাকে মানুষের মনে।।যদিও মস্তিষ্ক যানে সে ফিরবেনা কিন্তু মন তাও বারে বার ফেরার অপেক্ষায় থাকে।

27/10/2025

Selamat pagi sumuya kawayan kawoyan .

সবাই কেমন আছেন।
24/10/2025

সবাই কেমন আছেন।

Address

Kuala Lumpur

Telephone

+60147459788

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Liton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share