MD JOSIM UDDIN 01

MD JOSIM UDDIN 01 জীবনে কিছু করতে হলে কষ্ট করেই করতে হয় হাত ছাড়া যেমন ভাত খাওয়া যায় না কিছু করতে হলে কষ্টযুদ্ধ সাথে লড়াই জীবন যুদ্ধে জয় করতে হয়
(1)

বাগানের জোড়ে ফুল আকাশের তারা আমি কি থাকতে পারি বন্ধুবান্ধব ছাড়া মনে ছিল কত স্বপ্ন ছিল কত আশা সবকিছুই মিথ্যা অভিনয় ছিল...
22/08/2025

বাগানের জোড়ে ফুল আকাশের তারা আমি কি থাকতে পারি বন্ধুবান্ধব ছাড়া মনে ছিল কত স্বপ্ন ছিল কত আশা সবকিছুই মিথ্যা অভিনয় ছিল তোমার ভালোবাসা তোমাদের হাজারো ভালোবাসা লক্ষ্য গুলা কিছুই হাজারো লোকের ভিড়ে তোমরা সবাই আমার হৃদয় জুড়ে থাকবে থাকবে তোমাদের প্রতি সর্বদাই ভালোবাসা সম্মান কমবে না এটা কখনো ভাবতেও পারবেনা একবার

ফুলের সৌরভ বাতাসের জন্য আকাশ নীল মেঘের জন্য পাখিদের গান ভোরের জন্য আর আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা একমাত্র শুধু তোমার জন...
21/08/2025

ফুলের সৌরভ বাতাসের জন্য আকাশ নীল মেঘের জন্য পাখিদের গান ভোরের জন্য আর আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা একমাত্র শুধু তোমার জন্য দোষটা তোর নারে পাগলী হয়তো আমার ভাগে ভালোবাসাটা লেখা ছিল না তাইতো আজ আমি ভালোবাসা থেকে নিঃস্ব

আনন্দের এই সময় গুলো কাটুক না থেমে থেমে বন্ধুবান্ধবকে নিয়ে কাটুক সবার সাথে একসাথে মিলেমিশে আনন্দময় হয়ে উঠুক সারাটি জী...
20/08/2025

আনন্দের এই সময় গুলো কাটুক না থেমে থেমে বন্ধুবান্ধবকে নিয়ে কাটুক সবার সাথে একসাথে মিলেমিশে আনন্দময় হয়ে উঠুক সারাটি জীবন সাথে তোমাদেরকে আসলেই কখনোই ভুলে থাকতে পারবো না প্রতিটা সময় তোমাদেরকে মনে পড়ে ব্যস্ততার কারণেই সময় নিয়ে কথা বলতে পারিনা শুধু বারবার আমি হারিয়ে যাই তোমাদের গল্পের মাঝে তোমাদেরকে সত্যিই সবসময় মিস করি আমি I miss you bro

পুরুষ মানুষের জীবনটাই বেদনাদায়ক  অর্ধেক জীবন যায় টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে আর অর্ধেক যায় পরিবারের হাল ধরতে ধরতে বাক...
19/08/2025

পুরুষ মানুষের জীবনটাই বেদনাদায়ক অর্ধেক জীবন যায় টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে আর অর্ধেক যায় পরিবারের হাল ধরতে ধরতে বাকি যেটুকু থাকে বাকিটুকু নষ্ট করে ফেলে পুরুষ তার সুন্দর নারীর পিছে দৌড়াতে দৌড়াতে

তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি দুষ্টু মনটা আরও বেশি ভালোবাসা পেতে চায় তোমার মধ্যে এমন আছে কিছুই বুঝিনা আমি আমার মনে...
17/08/2025

তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি দুষ্টু মনটা আরও বেশি ভালোবাসা পেতে চায় তোমার মধ্যে এমন আছে কিছুই বুঝিনা আমি আমার মনে হয় তুমি অনেক ম্যাজিক জানো কেন যে এমন শুধু তোমাকেই চায় তোমার ভালবাসায় আমার মনটাই মুগ্ধ হয় তুমি দেখতে কালা হও বা সুন্দরী হও তাতে আমার কিছু না আমি শুধু চাই তোমাকেই আমার পাশে সঙ্গী করে রাখি তোমার জন্য করে শুধু আমার মন উতাল পাতাল তুমি যে আমার প্রিয় জন

আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার মারাক্কা সেন্টার এখন অনেক মিস করি জায়গা গুলোকে এই জায়গাটা আমার অনেক প্রিয় অনেকবারই ঘুরতে ...
15/08/2025

আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার মারাক্কা সেন্টার এখন অনেক মিস করি জায়গা গুলোকে এই জায়গাটা আমার অনেক প্রিয় অনেকবারই ঘুরতে গিয়েছিলাম

হাতের পাঁচটি আঙ্গুল সব যেমন এক সমান হয় না মানুষ ঠিক একই রকম এক পদের হয় না তাই একজনের ব্যবহার  দেখে আর একজনের বিচার করব...
14/08/2025

হাতের পাঁচটি আঙ্গুল সব যেমন এক সমান হয় না মানুষ ঠিক একই রকম এক পদের হয় না তাই একজনের ব্যবহার দেখে আর একজনের বিচার করবেন না হয়তোবা আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে তাই আপনি সবার সাথে খারাপ ব্যবহার করবেন এটা কিন্তু ঠিক না আপনি আপনার জায়গা থেকে সচেতন হন তাহলে দেখবেন সবকিছুই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের মানুষের মস্তিষ্কে সমস্যা আছে কারণ আমরা চুন খাইয়া গাল পুরাইছি এখন দই দেখলেও ভয় পাই কারণ দুইটা দেখতে একই রকম

খোলা আকাশের নিচে রাতের বেলা মশার কামড় খাইতে সেই অন্যরকম একটা আনন্দ ঘরে যখন ওয়াইফাই লাইন বন্ধ হয়ে যায় অন্য বাসার নিচে...
13/08/2025

খোলা আকাশের নিচে রাতের বেলা মশার কামড় খাইতে সেই অন্যরকম একটা আনন্দ ঘরে যখন ওয়াইফাই লাইন বন্ধ হয়ে যায় অন্য বাসার নিচে এসে মশার কামড় খায় আর ফোন চালাই সেই স্বাদ এই মশার কামড় আর কতদিন যে খাইতে হবে সেটা একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া কেউ ভালো জানে না কোম্পানি দিয়েছিল ওয়াইফাই তাও আবার ফ্রিতে যার যেমনে খুশি সে সেমনেই চালায় এখন নষ্ট হয়ে গেছে কারো কোন গুরুত্ব নাই নিজের জিনিস হলে আসলেই মর্ম তা এবং গুরুত্ব ও দিত এটাতো আর নিজের না এটা কোম্পানির তাইতো কোম্পানি কাছে আবেদন করা হয়েছে ঠিক তার যখন মনে চাইবে সে তখনই আবার দিয়ে যাবে এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করছি সবকিছু মিলিয়ে আছি অনেক কষ্ট করে জীবন টা অতিবাহিত হচ্ছে

সোনার সাথে যেমন পানি না মিশালে গহনা মজবুত হয় না ঠিক তেমনি ভালবাসার সঙ্গে একটু ভক্তি ও শ্রদ্ধা না থাকলে সেই ভালোবাসো ও দ...
12/08/2025

সোনার সাথে যেমন পানি না মিশালে গহনা মজবুত হয় না ঠিক তেমনি ভালবাসার সঙ্গে একটু ভক্তি ও শ্রদ্ধা না থাকলে সেই ভালোবাসো ও দীর্ঘস্থায়ী হয় না ভালোবাসার মধ্যে ঝগড়া মান অভিমান না থাকলে ভালোবাসা বৃদ্ধি পায়না

সবাই যদি এমন বিনোদন দেয়ার জন্য চেষ্টা করতে তাহলে কোন দুঃখী মানুষ থাকত না  আমি চাই আমার দুঃখগুলো যদি বেঁচা গেতো তাহলে এই...
11/08/2025

সবাই যদি এমন বিনোদন দেয়ার জন্য চেষ্টা করতে তাহলে কোন দুঃখী মানুষ থাকত না আমি চাই আমার দুঃখগুলো যদি বেঁচা গেতো তাহলে এই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি আমি থাকতাম দুঃখের কথাগুলো কারো কাছে বলতেও পারি না আবার নিজের সহ্য করে থাকতে ও পারিনা এটাই আমাদের জীবন

ভালবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার কখনোই অভাব পড়বে না  পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে আর মা...
09/08/2025

ভালবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার কখনোই অভাব পড়বে না পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে আর মানুষ বাসা বাদে ভালোবাসা দিয়ে কপালে তুই আছিস কিনা জানিনা হৃদয় চিলি আসিস বাকিটা জীবন তুই আমার ভালবাসার মানুষ হয়ে থাকবি তুই জানিস কিনা সেটা আমি জানিনা আমি অনেক ভালো করে জানি তোকে ছাড়া অন্য কাউকে দেখতে আমার একটুও ভালো লাগে না শুধু তোকেই ভালবাসতে চাই বাকিটা জীবন

যে মানুষটি মান অভিমান নানান কথার ছলে আমার খবর নিত রোজ তাকে আজও আমি ভুলে যাইনি কেবল ঠিকানা হারিয়ে সে হয়েছে নিখোঁজ সেই হ...
08/08/2025

যে মানুষটি মান অভিমান নানান কথার ছলে আমার খবর নিত রোজ তাকে আজও আমি ভুলে যাইনি কেবল ঠিকানা হারিয়ে সে হয়েছে নিখোঁজ সেই হয়তোবা একদিন সিলো আমারই অনেক প্রিয় জন আমি হয়তোবা কখনোই তার কথাটি ভুলতে পারবো না কিন্তু আবার নতুন করে বলতেও পারবোনা I am sorry

Address

Kuala Lumpur

Telephone

+60179053450

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD JOSIM UDDIN 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share