
03/08/2025
আমার বাবা মা মালয়েশিয়া আমাকে পাঠাতে সাহস পাচ্ছিল না। তারা শুনেছিল মালয়শিয়ার জে.ল দুনিয়ার সবচেয়ে খারাপ।
যারা এক সপ্তাহের জন্যও জে.ল বা ক্যাম্পে গিয়েছে তারা বলে থাকে কখনোই যেন আল্লাহ আর না নেয়। খাবারের চরম কষ্ট, সময় ও এলাকা ভেদে কঠিন ঠান্ডা বা উত্তপ্ত গরম থাকে। দুর্গন্ধ এবং মশা মাছি। মানুষের গালাগাদি, থাকা খাওয়া গোসলের কষ্ট। পুরো রুম থেকে পাশে থাকা টয়লেটের গু মুত্রের গন্ধ। ঘুম না হওয়ার কারণে স্মৃতিশক্তি কমে আসা। এমনও হয় শরীরে পোকামাকড় পর্যন্ত হয়ে যায়
মালয়েশিয়াতে ভিসা থাকলেও কম বেশি হয়রানি হতে হয়। যে যেমন লাইফস্টাইল চায় সেরকম লাইফস্টাইল কাটাতে পারে যার কারণে অপরাধ করার সুযোগ বেশি। কে কখন মাইনকা চিপায় পড়ে যায় ধারণা করা কঠিন।
যারা জেলে আছে তাদের আল্লাহ সুব্যবস্থা করুন। যারা অবৈধ নিরাপদে রাখুক। পোস্টের ছবিটি মূলত মালয়েশিয়া জে।লের ছবি নয়, অন্য দেশের।
💥*পোস্ট উদ্দেশ্য - যারা অপরাধ জগতে জড়িত, ভুয়া টুরিস্ট, বডি কন্ট্রাক্ট বা অবৈধ বর্ডার ক্রস করেন ভবিষ্যৎটা আরেকটু ভাববেন।
লেখা পোস্ট - মামুন মুন্সি