Asha Amin

Asha Amin Hi,This is Ms Asha Amin.. Im a video creator. Please follow me to get my videos everytime.
(1)

20/03/2025

🖤

11/03/2025

"প্রত্যেক নিঃশব্দতার
একটা নিজস্ব শব্দ থাকে।
প্রত্যেক শব্দের থাকে একটি পরিণতি।
না বলে যা বলতে পেরেছি আমি;
বলে তা বোঝাতে পারিনি তাকে ।"
_🖤

11/03/2025

এখন কার সময়ে মিথ্যা বলা ও মিথ্যা অভিনয় করা হচ্ছে জাতির মেরুদন্ড।🙂

মাগুরার শিশুটির বোনের জবানবন্দি শুনলাম।একটা পরিবার কতটা খারাপ হলে, বাপের এমন কুকর্মে ছেলে, স্ত্রী সবাই মিলে সাহায্য করে ...
08/03/2025

মাগুরার শিশুটির বোনের জবানবন্দি শুনলাম।

একটা পরিবার কতটা খারাপ হলে, বাপের এমন কুকর্মে ছেলে, স্ত্রী সবাই মিলে সাহায্য করে ।
বুকটা ফেটে যাচ্ছে, মাথার ভেতর ঝড় উঠছে। ইচ্ছে করছে মাগুরার থানায় গিয়ে পুরো পরিবারটাকে তাদের প্রাপ্য সাজা দিয়ে আসি!

শিশুটির বোন যা বললো—

"আমার স্বামী ও তার ভাই আগেও বিয়ে করেছিল। তাদের দুজনের স্ত্রী একসাথে বাসা ছেড়ে চলে যায়। একজন না হয় যেতে পারে, কিন্তু দুজনই কেন? নিশ্চয়ই আমার শ্বশুর তাদের সাথেও এমন কিছু করেছে।

আমার শ্বশুর বিভিন্ন সময়ে আমাকে জড়িয়ে ধরতো। যখন স্বামীকে জানালাম, সে উল্টো আমাকে মারধর করলো। মাকে জানালাম, মা বিশ্বাস করলেন, কিন্তু সংসার ভাঙবে বলে আমাকে আবার সেই বাসায় পাঠিয়ে দিলেন। যাদের কাছেই বলেছি, কেউ বিশ্বাস করেনি।

হয়তো কোনো এক রাতে আমার কপালেও আমার বোনের মতোই এমন কিছু ঘটতো…

পুরো পরিবার আমার শ্বশুরের এই চরিত্রের কথা জানে, তবু সবাই মিলে ধামাচাপা দিতে সাহায্য করতো।

রাতের খাবার খেয়ে আমি, বোন ও আমার স্বামী ঘুমিয়ে পড়ি। আমার স্বামী নাকি দরজা খুলে দেয় এবং বাইরে তুলে নিয়ে এই কাজ ঘটেছে। ঘরের ভেতর ঘটলে তো আমি একটু হলেও টের পেতাম।

আমার ছোট বোন বলেছে - আমার স্বামী ও শাশুড়ি দুজনেই দেখেছেন, আমার শ্বশুর কীভাবে আমার ছোট বোনের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। কিন্তু তারা কিছুই বলেনি!

আমি যখন আমার বোনকে পেলাম, সে তখন ফ্লোরে পড়ে ছিল। আমাকে বললো, 'আপু, খুব কষ্ট হচ্ছে…'

আমি ভাবলাম হয়তো ঠাণ্ডা লেগেছে… আমি বুঝতেই পারিনি কী ভয়ংকর কিছু ঘটে গেছে!

বোন যখন আমাকে জানালো, আমার শ্বশুর তাকে ধর্ষণ করেছে। আমি আমার স্বামীকে বললাম, 'তোমার বাবা আমার বোনের সঙ্গে এমন করেছে। এর আগেও আমার সঙ্গে করার চেষ্টা করেছিল। আমি কী আমার বাবা-মাকে ফোন করে জানাবো?'

এ কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করলো এবং দরজা বন্ধ করে দিলো। পুরো পরিবার মিলে আমাকে হুমকি দিল— 'তোর বোনকে মেরে ফেলবো!'

সকাল বেলা দরজা খোলা হলে দেখি, আমার ছোট বোনের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, গলায় আঘাতের চিহ্ন… ও ছটফট করছে!

ওরা সবাই মিলে আমার বোনকে শেষ করে দিতে চেয়েছিল। হয়তো আশপাশের মানুষজন এসে যাওয়ায় মারতে পারেনি।

আমার শাশুড়ি মেয়ে মানুষ হয়েও আমাদের কষ্টটা বুঝেনি। সেও তাদেরকে সহযোগীতা করেছে। আমি সবার সর্বোচ্চ শাস্তি চাই।'

ধিক্কার জানাই এই সব পুরুষ রুপের নরপশুদেরকে 🤬
🥲

02/03/2025

~ বার বার অবহেলা পেয়েও, একটু ভালোভাবে কথা বললেই, গলে যাওয়া এক নির্লজ্জ আমি!💔😅

01/03/2025

আমি একান্তই আমার! আমার কেউ নেই! আমি কারো না! আমার কাউকে লাগবে না!🖤

15/02/2025

💔🙂

Address

14
Petaling Jaya

Alerts

Be the first to know and let us send you an email when Asha Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asha Amin:

Share