ইউনিক - Creation

ইউনিক - Creation Alhamdulillah for Everything 💖🌸
(2)

একদিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.) মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে তিনি উট চারণভূমি দিয়ে যাওয়ার সময় একটি...
14/12/2025

একদিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.) মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে তিনি উট চারণভূমি দিয়ে যাওয়ার সময় একটি উট দেখতে পেলেন। উটটি ছিল অন্যান্য উটের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যবান ও মোটাতাজা।

হযরত উমর (রা.) জিজ্ঞেস করলেন, "এই উটটি কার?"
লোকেরা উত্তর দিল, "এটা আপনার ছেলে আব্দুল্লাহর উট।"

এ কথা শোনার সাথে সাথে খলিফার চেহারার রঙ বদলে গেল। তিনি সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর (রা.)-কে ডেকে পাঠালেন। ছেলে আসার পর তিনি কঠোরভাবে জিজ্ঞেস করলেন, "এই উটটি তোমার কাছে কোত্থেকে এল?"

আব্দুল্লাহ (রা.) বিনয়ের সাথে উত্তর দিলেন, "আব্বাজান! আমি এই উটটি নিজের টাকায় কিনেছিলাম। কেনার সময় এটি খুব রোগা ও দুর্বল ছিল। আমি এটিকে মোটাতাজা করার জন্য এই সরকারি চারণভূমিতে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে পরে বিক্রি করে কিছু লাভ করতে পারি।"

এ কথা শুনে হযরত উমর (রা.)-এর রাগ আরও বেড়ে গেল। তিনি বললেন:
"শোনো! যখন তোমার উট এই চারণভূমিতে ঘাস খেতে আসত, তখন লোকেরা ভাবত—'এটা তো খলিফার ছেলের উট'। তাই তারা তোমার উটকে সবার আগে ঘাস খেতে দিত, সবার আগে পানি পান করাত। তোমার উটের প্রতি তারা বিশেষ যত্ন নিত। ফলে তোমার উট অন্যদের তুলনায় দ্রুত মোটাতাজা হয়েছে।"

"তাই, এই বাড়তি লাভ তোমার প্রাপ্য নয়। কারণ এটা তুমি তোমার বাবার (খলিফার) ক্ষমতার প্রভাবে পেয়েছ।"

হযরত উমর (রা.) রায় দিলেন:
"হে আব্দুল্লাহ! এখনই এই উটটি বাজারে বিক্রি করে দাও। তুমি উটটি কেনার সময় যে মূলধন খরচ করেছিলে, শুধু সেটুকুই তুমি নেবে। আর বিক্রির পর লাভের পুরো টাকা বা অতিরিক্ত অংশ বায়তুল মাল (রাষ্ট্রীয় কোষাগারে) জমা দিয়ে দাও। কারণ এই লাভে তোমার কোনো হক নেই।" (রেফারেন্স: মুয়াত্তা ইমাম মালিক,আল-সুনান আল-কুবরা (বায়হাকী)

ক্ষমতার অপব্যবহার বা প্রভাব খাটিয়ে কোনো সুবিধা নেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ন্যায়বিচার নিজের পরিবারের বিরুদ্ধে গেলেও তা পালন করতে হয়।

হযরত উমর (রা.) যখন মারাত্মকভাবে আহত হলেন, তখন তাকে দুধ খেতে দেওয়া হলো। কিন্তু দুধ পান করার সাথে সাথেই তা তার পাঁজরের ক্ষ...
14/12/2025

হযরত উমর (রা.) যখন মারাত্মকভাবে আহত হলেন, তখন তাকে দুধ খেতে দেওয়া হলো। কিন্তু দুধ পান করার সাথে সাথেই তা তার পাঁজরের ক্ষত দিয়ে বেরিয়ে এল। তখন চিকিৎসক বলে দিলেন, "হে আমিরুল মুমিনীন! আপনার হাতে আর বেশি সময় নেই, আপনি অসিয়ত করে নিন।"

মৃত্যুশয্যায় শুয়ে হযরত উমর (রা.) তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, "আমার কাছে হুজাইফা ইবনুল ইয়ামান (রা.)-কে ডেকে আনো।"

হুজাইফা (রা.) ছিলেন সেই সাহাবি, যাকে রাসূলুল্লাহ (সা.) মুনাফিকদের গোপন তালিকা দিয়েছিলেন। তিনি ছাড়া আর কেউ সেই নামের তালিকা জানতেন না।

রক্তাক্ত অবস্থায় হযরত উমর (রা.) হুজাইফা (রা.)-কে জিজ্ঞেস করলেন, "হে হুজাইফা! আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ (সা.) কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন?"

হুজাইফা (রা.) কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, "এটা রাসূল (সা.)-এর গোপন আমানত, আমি কাউকে বলতে পারব না।"
উমর (রা.) আবার আকুতি জানিয়ে বললেন, "আল্লাহর ওয়াস্তে আমাকে শুধু এটুকু বলো, আমার নাম কি সেখানে আছে?"

হুজাইফা (রা.) কান্নাজড়িত কণ্ঠে বললেন, "হে উমর! আমি শুধু আপনাকে বলছি, অন্য কেউ হলে বলতাম না। জেনে রাখুন, আল্লাহর রাসূল (সা.) আপনার নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করেননি।"

এরপর উমর (রা.) একটু শান্ত হলেন এবং ছেলেকে বললেন, "আমার একটি শেষ ইচ্ছা বাকি আছে। আমি রাসূল (সা.)-এর রওজার পাশে দাফন হতে চাই। তুমি মা আয়েশা (রা.)-এর কাছে যাও এবং তাকে বলো, 'উমর তার দুই সাথীর (নবীজি ও আবু বকর) পায়ের কাছে কবরস্থ হওয়ার অনুমতি চাইছে।' তাকে 'আমিরুল মুমিনীন' বলো না, শুধু 'উমর' বলো।"

হযরত আয়েশা (রা.) অনুমতি দিলেন। তিনি বললেন, "আমি এই জায়গাটি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি উমরের জন্য তা ছেড়ে দিলাম।"

আব্দুল্লাহ ফিরে এসে সুখবর দিলেন। তখন উমর (রা.) তার গাল মাটির সাথে মিশিয়ে দিলেন। ছেলে তার মাথা কোলে তুলে নিতে চাইল, কিন্তু উমর (রা.) বললেন, "ছেড়ে দাও! আমার গাল মাটিতেই থাকতে দাও। ধ্বংস উমরের জন্য, যদি কাল আল্লাহ তাকে ক্ষমা না করেন!"

মৃত্যুর আগে তিনি ছেলেকে এক কঠিন অসিয়ত করলেন:
"আমার জানাজা যখন পড়ানো হবে, তখন হুজাইফা ইবনুল ইয়ামান (রা.)-এর দিকে নজর রাখবে। যদি সে আমার জানাজায় অংশ নেয়, তবে বুঝবে আমি মুনাফিক নই। তখন আমার লাশ রওজা শরীফের দরজায় নিয়ে যেও এবং আবার অনুমতি চাইবে। কারণ হতে পারে আমার জীবদ্দশায় লজ্জায় পড়ে অনুমতি দেওয়া হয়েছিল। যদি অনুমতি পাওয়া যায়, তবে দাফন করবে; নতুবা সাধারণ কবরস্থানে দাফন করে দিও।"

জানাজার সময় আব্দুল্লাহ দেখলেন, হুজাইফা (রা.) জানাজায় শরিক হয়েছেন। এতে তিনি আশ্বস্ত হলেন। রওজার দরজায় গিয়ে অনুমতি চাইলে মা আয়েশা (রা.) বললেন, "উমরকে তার সাথীদের পাশে দাফন হওয়ার জন্য স্বাগতম।" (বুখারী,মুসলিম,তারিখুত তাবারী)

যাকে রাসূল (সা.) দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং যার শাসনে অর্ধেক পৃথিবী চলত, সেই হযরত উমর (রা.)-ও আল্লাহর ভয়ে এবং মুনাফিক হওয়ার আশঙ্কায় কতটা ভীত ছিলেন! আর আমরা পাপে ডুবে থেকেও কত নিশ্চিন্ত!

Salman Farsi

কম বুঝা ই ভালো 🤐
13/12/2025

কম বুঝা ই ভালো 🤐

আচ্ছা সব লেপ গুলা শুধু লাল রঙে'রই হয় কেনো , নীল রঙে'র কেন হয় না😒
13/12/2025

আচ্ছা সব লেপ গুলা শুধু লাল রঙে'রই হয় কেনো , নীল রঙে'র কেন হয় না😒

আলহামদুলিল্লাহ শরীর ব্লা*ড নিচ্ছে। ইনশাআল্লাহ ফিরে আসবে আমাদের ওসমান হাদি ভাই🖤🇧🇩
13/12/2025

আলহামদুলিল্লাহ শরীর ব্লা*ড নিচ্ছে। ইনশাআল্লাহ ফিরে আসবে আমাদের ওসমান হাদি ভাই🖤🇧🇩

দোয়া করেন সবাই 🥲
12/12/2025

দোয়া করেন সবাই 🥲

আমরা তোমাকে কেউ চিনিনা অথচ গতকাল গোটা বাংলাদেশের মানুষ তোমার জন্য কান্না করছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭😭😭...
12/12/2025

আমরা তোমাকে কেউ চিনিনা অথচ গতকাল গোটা বাংলাদেশের মানুষ তোমার জন্য কান্না করছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭😭😭
৪০ ফুট মাটির নিচে ২ বছরের শি'শুকে মাটি খনন করে উদ্ধার বাচ্চাটি আর বেচে নেই😭😭😭

বড় আপুর ছেলে ছোট থেকেই খুবই মা ভক্ত | ও যখন পৃথিবীতে  আসে তখন  আমি সবে ইন্টারে পড়ি | মা ছাড়া ছেলে কিছুই বুঝতোনা | আমি যে...
11/12/2025

বড় আপুর ছেলে ছোট থেকেই খুবই মা ভক্ত | ও যখন পৃথিবীতে আসে তখন আমি সবে ইন্টারে পড়ি | মা ছাড়া ছেলে কিছুই বুঝতোনা | আমি যে একমাত্র খালা আমার কোলেও কখনও আসেনি | রাগ করে প্রায়ই আপুর ছেলেকে বলতাম " বড় হওয়ার পর জীবনে ও বউ পাবিনা, এমন মাম্মাস বয়কে কে বউ দিবে?". আপু আমার কথা শুনে হাসতো, বলতো " আমার ছেলে এখনো ছোট এসব কি বলিস ওরে?". আমি তবুও অনবরত কথাটা বলেই যেতাম | ওরে একটু কোলে নিতে চাইতাম, নিজের কাছে রাখতে চাইতাম কিন্তু ছেলে ওর মা ছাড়া কারো কাছেই থাকতোনা | এমন অবস্থা যে আপু বাথরুম অব্দি যেতে পারতোনা ওরে রেখে | আবারও একদিন আপুকে বললাম " ও আমার কাছে একটুও আসেনা , দেখবি তোর ছেলে বড় হলে বউ পাবেনা, এমন মা ভক্ত ছেলে বিয়ে করে বউকে শুধু কষ্টই দিবে ". কথাগুলো নিছকই দুষ্টুমির ছলে বলতাম | আমার পরিবারের সবাই জানে আপুর ছেলের জন্য আমার টান বেশি কিন্তু আমার ধারেকাছে ও আসতোনা বিধায় আমি ওরে এসব বলতাম |

আপুর ছেলে বড় হলো, কখনও বিয়ে করতে বউ পাবেনা বলা ছেলেটা অবশেষে আমার মেয়েকে নিয়েই পালিয়ে গেলো 🙂

এটা কে কি বলে গাইজ? রিভেঞ্জ?

10/12/2025

রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা বের করার সময়ে রিক্সাওয়ালা অন্য দিকে তাকিয়ে থাকে কেনো? 🙂

কারে বিশ্বাস করবো ভাই.. 🙂গতকাল রাতে এই মেয়ের কান্নাকাটি দেখে নিজেও কেন্দে দিয়েছিলাম, সাথে ধ'র্ষকদের বিচারও দাবি করেছিলাম...
10/12/2025

কারে বিশ্বাস করবো ভাই.. 🙂
গতকাল রাতে এই মেয়ের কান্নাকাটি দেখে নিজেও কেন্দে দিয়েছিলাম, সাথে ধ'র্ষকদের বিচারও দাবি করেছিলাম। আজকে শুনি মেয়ের বিয়ে হইছে, দুইটা বাচ্চা আছে, সেগুলো রেখে বয়ফ্রেন্ডের সাথে কট খাওয়ার পর এখন সেটাকে ধর্ষণ এর নাটক সাজাইছে। 🙂
এজন্য আবু ত্বহা একটা বক্তব্যে বলেছিলো বোরকাওয়ালী দেখে পাগল হইও না। 💔

আমার নাকি মাসে ১০টা প্যাকেট লাগে যার জন্য জামাই ২কেজি প্যাকেট এনে বলতাছে আর ৫মাসেও যেনো দুধের কথা না বলি সে নাকি দুধ কিন...
09/12/2025

আমার নাকি মাসে ১০টা প্যাকেট লাগে যার জন্য জামাই ২কেজি প্যাকেট এনে বলতাছে আর ৫মাসেও যেনো দুধের কথা না বলি সে নাকি দুধ কিনতে কিনতে ফকির হয়ে যাবে হুহ😒
এইটা কোনো কথা হইলো।।ইকটু না হয় চাই খাই ভাই তোমার হা%*ন্ডি গোস্ত তো আর খাই না যার জন্য ফকির হয়ে যাবা🫤🫤
আমার মতো চা খোর আপুরা সাড়া দেও যাদের জামাই আমার জামাইর মত দুধ কিনতে কিনতে নাকি ফকির হইবো🫠

চেতনা বেচে বেচে এত দিনে সব চু!দে দিছে ।
09/12/2025

চেতনা বেচে বেচে এত দিনে সব চু!দে দিছে ।

Address

29g
Rawang

Alerts

Be the first to know and let us send you an email when ইউনিক - Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইউনিক - Creation:

Share