ইউনিক - Creation

ইউনিক - Creation Alhamdulillah for Everything 💖🌸
(2)

তর থেকে বড় ভন্ড কে রে🙂💔
01/11/2025

তর থেকে বড় ভন্ড কে রে🙂💔

আজকে থেকে এমনেই জ্বালাবো 🙂🪓🗡️
01/11/2025

আজকে থেকে এমনেই জ্বালাবো 🙂🪓🗡️

কেমনে দেস 🙂🪓
01/11/2025

কেমনে দেস 🙂🪓

বান্ধবী তাঁর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আমাকে সাথে নিয়ে গেছে। আমি গাড়ি তে বসে আছি ওরা বাহিরে নিরিবিলি কথা বলতেছে।আমারো স...
01/11/2025

বান্ধবী তাঁর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আমাকে সাথে নিয়ে গেছে। আমি গাড়ি তে বসে আছি ওরা বাহিরে নিরিবিলি কথা বলতেছে।আমারো সময় কাটছে না তাই হুদাই সেলফি তুলতেছি।😑

নতুন নতুন বিয়ের পর ছেলেদের গোপন নয়, প্রকাশ্যে একটা বিশেষ রোগ হয়।এতে মেয়েরাও কষ্ট পায়। বিয়ের পর ছেলেরা আর বাইরে খেতে পারে...
01/11/2025

নতুন নতুন বিয়ের পর ছেলেদের গোপন নয়, প্রকাশ্যে একটা বিশেষ রোগ হয়।

এতে মেয়েরাও কষ্ট পায়।

বিয়ের পর ছেলেরা আর বাইরে খেতে পারে না।
বউ এর হাতের রান্না ছাড়া অন্য খাবার তাদের পেটে সহ্য হয় না।
ওদিকে মেয়েরাও কম নয়। তাদেরও এই রোগ হয়।
দেখা গেল শাশুড়ির সামনেই বলে ফেলে- আম্মা ওকে ওটা দেবেন না।
ওর পেটে সহ্য হয় না। এই দরদে স্বামী বেচারার চোখ ভিজে আসে।
যেন জন্মের পর থেকে স্ত্রী তাকে রান্না করে খাওয়াতো।
আজ এক ভাইকে বললাম, আসেন মিষ্টি খাই আমরা। তিনি দিন বিশেক আগে বিয়ে করেছেন।
বললেন, একচুয়ালি বাইরে খাওয়া বাদ দিয়েছি ভাইডি।
আমি জাস্ট বাসায় তোমার ভাবির হাতের রান্না পায়েসটা খাই মিষ্টি হিসেবে।

ওদিকে এক আপু সেদিন বলল- আরে আমিতো বাজারে কোনো কিছুর দাম ঠিকভাবে করতেই পারি না। খালি বেশি বলে ফেলি। তোর দুলাভাইই দব কেনাকাটা করে।

অথচ ওই আপুর বিয়ে হয়েছে মাস খানেক হবে হয়তো।
মনে আছে এই আপু ২০০ টাকার জিনিস ১০ টাকা থেকে দাম বলা শুরু করতো নিউমার্কেটে।

সেদিন আরেক ভাইকে বললাম, ভাই চলেন চা খাই। ভাই একধাপ বাড়িয়ে বললেন, চা বিড়ি খাওয়া ক্ষতিরে ভাই৷ তোর ভাবি একদম পছন্দ করে না। আচ্ছা দাঁড়া তোর ভাবিকে ইনফর্ম করি। ও আবার চা বানিয়ে অপেক্ষা করবে নইলে।

ভাইটার বিয়ে হইছে তেরোদিন হয়। অথচ ভাইটা ক্লাস টেনে থাকতে গা/জায় টান না দিলে পরীক্ষার হলে যেতে পারতো না।

যাইহোক, এসব বলে আমার কি লাভ। আমি আবার ইদানীং বউকে না দেখিয়ে কিছু পোস্ট দেই না।
(কল্পিত)

আমি নিজে🙂
01/11/2025

আমি নিজে🙂

ভাগ্যিস রান্না করে নাই তাহলে তো নোভেল চাইতো🤣🤣🤣
01/11/2025

ভাগ্যিস রান্না করে নাই তাহলে তো নোভেল চাইতো🤣🤣🤣

সিলভার প্লে বাটন পাওয়ার উপলক্ষে আরেকটা ভিডিও হয়ে যাক😃🥵
01/11/2025

সিলভার প্লে বাটন পাওয়ার উপলক্ষে আরেকটা ভিডিও হয়ে যাক😃🥵

চিল্লায়া বলেন ঠিক কি না😃🤣
01/11/2025

চিল্লায়া বলেন ঠিক কি না😃🤣

Pray for SUDAN
01/11/2025

Pray for SUDAN

জাননননননননননন ইত্তু  কোলে নেও🥹😔
01/11/2025

জাননননননননননন ইত্তু কোলে নেও🥹😔

এ যেন মৃ-ত্যুর মিছিল সুদান জুড়ে।
31/10/2025

এ যেন মৃ-ত্যুর মিছিল সুদান জুড়ে।

Address

29g
Rawang

Alerts

Be the first to know and let us send you an email when ইউনিক - Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইউনিক - Creation:

Share