বিচিত্রময় মালায়শিয়া

  • Home
  • বিচিত্রময় মালায়শিয়া

বিচিত্রময় মালায়শিয়া আসুন আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,সৎ কর্ম করি,সৎ পথে চলি,সৎ উপার্জন করি, এবং সকলকে সৎ উপদেশ দেই।
#বিচিত্রময়মালায়শিয়া
(4)

07/06/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,
সবাইকে
ঈদ মোবারক।

30/11/2024

Concrete licin

20/10/2024

Assalamualaikum

14/08/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Raton Mia

11/08/2024

ও আল্লাহ,তুমি আমার প্রানের বাংলাদেশকে তোমার রহমতের শক্তি দিয়ে, সমস্ত অপশক্তি থেকে-হেফাজত করো আমিন।

09/08/2024

✅বলদের মত একদিনেই সব পরিবর্তন চেও না, তবে আশায় থাকো যেটা চাচ্ছো সেটা খুব শীঘ্রই বুঝে পাবে ইনশাআল্লাহ🙋

07/08/2024

যাদের বয়ফ্রেন্ড কুত্তা-লীগ করার ফলে এখন উধাও,তারা চাইলে তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড হিসেবে আমাকে গ্রহণ করতে পারেন🙋পা পন-দা!

05/08/2024

আলহামদুলিল্লাহ,,, আল্লাহ কত প্রহর ঘুমায় নাই এই দিনটা দেখবো বলে, মনের আশা তুমি কবুল করেছ আমিন।

আচ্ছা কখনো কি আপনার মনে প্রশ্ন জাগে যে,- রাতারাতি কিভাবে একটা জেনারেশন কেমনে পাল্টে গেলো, যে জেনারেশনের অধিকাংশ সময় ব্য...
03/08/2024

আচ্ছা কখনো কি আপনার মনে প্রশ্ন জাগে যে,- রাতারাতি কিভাবে একটা জেনারেশন কেমনে পাল্টে গেলো, যে জেনারেশনের অধিকাংশ সময় ব্যয় হতো ফেসবুকে কিংবা অনলাইনের অন্য কোন প্লাটফর্মে। আর আমরা অতি দুঃখের সাথে বলতাম এই জেনারেশন দিয়ে কোন কাজ সঠিক ভাবে করা সম্ভব নয়,
আর সেই জাতির জন্য আজ গর্বে বুক ভরে যায়।

প্রায় এক মাস ধরে কেউ-কারো রোস্ট বা মিম ভিডিও শেয়ার দেয়না, কেউ গান বাজনার ফানি পোস্ট করেনা, কেউ খেলাধুলা নিয়ে ভাবেনা, প্রিয়জনের ছবি স্টোরি দেয়না, কেউ ছ্যাঁ'কা খাওয়া পোস্ট দেয়না, বিকেলে খেলতে যায়না, কেউ পড়তে বসে না, ঠিক মত ঘুমায় না। ঘুমাতে গেলেও স্বাধীন দেশের স্বপ্ন দেখে দু চোখের স্বপ্ন দেখা আখি বন্ধ করে ঘুম আসে না! শুধু ভাবি এই বুঝি নতুন দিনের সূর্য উদয় হল পূর্ব গগনে।

সবার কেবল একটাই চিন্তা নিজের দেশ-‘নিজের দেশ’💔 ও আল্লাহ তুমি জালেমের জুলুম থেকে আমাদের দেশকে আমাদের জাতিকে আমাদেরকে হেফাজত করো,আমিন ইয়া রব্বুল আলামীন।

ও আল্লাহ তুমি আমার মাতৃভূমিকে এই লাল রক্ত থেকে হেফাজত কর আমিন।
03/08/2024

ও আল্লাহ তুমি আমার মাতৃভূমিকে এই লাল রক্ত থেকে হেফাজত কর আমিন।

02/08/2024

আসসালামু আলাইকুম,সকলকে জুম্মা মোবারক।

27/07/2024

ও আল্লাহ তুমি জালেমের হাত থেকে আমাদেরকে হেফাজত কর আমিন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when বিচিত্রময় মালায়শিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share