22/06/2024
অসাধারণ ছিলো....
মানুষ অতীত হয় না
অতীত হয় সময়!
অতীতের পতিত সময়ে মানুষ হয় ইতিহাস।
বোবা কান্নাদের ডুকরে ডুকরে কাঁদার শব্দ কি কেউ পাই?
কেউ পাই না।কেউ না!
তুমি নামক একটি সৌহার্দ্য!
ঘৃণা না, কষ্ট জন্মেছে!
কষ্টের প্রলেপ মনের দেয়ালে জমে অনুভূতি শূন্য!!!
বলতেও পারি না , ভুলতেও পারি না।🙂
কিছু সম্পর্ক গড়ে উঠে ভালোবাসার টানে
আর কিছু সম্পর্ক গড়ে উঠে প্রয়োজনের টানে।
তবে মনের মণিকোঠায় তুমি লুকিয়ে থাকবে আমৃত্যু!
অস্তিত্বের ভগ্নাংশ।
আমি খুঁজে ফিরি পতিত জীবনের কথিত প্রেম।
কথা গুলো✨🤍
কিন্তু বাস্তব জীবনে এরকম ভাবে শেষ প্রহরে কোনো তুমির দেখা মেলা ভার।