16/05/2022
Xtreme Terror Esports AKA XTR Esports
অন্যান্য T1 আন্ডারডোগ টিমদের মতো এরা এতটা পরিচিত না হলেও এরা কিন্তু ঠিকই দেশি-বিদেশি বিভিন্ন টুর্নামেন্টে তাদের জাত চিনিয়ে যাচ্ছে। তাও চিনতে পারছেন না?
তাহলে চলুন আপনাদের আঙুল তুলে চিনিয়ে দেওয়া যাক।
সম্প্রতি Final Destination Esports আয়োজিত FDR 30K টুর্নামেন্টে তারা দাপটের সাথে ফাইনালে তাদের জায়গা করে নেয়। এছাড়া BAPO আয়োজিত PMBL 100k সেমিফাইনালে ও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে নিজেদের স্থান অর্জন করে নেয়। শুধু দেশি লবিতে নয় ইন্টারন্যাশনাল এক টুর্নামেন্ট DIC তেও তারা সাউথ এশিয়ার নামি-দামি টিম দের সাথে টক্কর দিয়ে একটা ভালো পজিশনে টুর্নামেন্ট টা শেষ করে।
চলুন XTR Esports এর গঠন ইতিহাস জানা যাক।
XTR Esports এর Founder Forhadujjam Sheikh AKA XTResLEGENDop. তিনি বিভিন্ন টিম থেকে প্লেয়ার নিয়ে এই টিম টি গঠন করেন। যার মধ্যে "AdibNUB" যে কিনা বর্তমানে অনেকের চোখে পরেছেন এবং তার দূরদান্ত খেলার জন্য আলোচিত হচ্ছেন, তিনি কিন্তু আসলে একজন T3 প্লেয়ার ছিলেন। টিমে তিনি এন্ট্রি ফ্রেগার রোলে খেলে থাকেন। তার ফ্রেগিন স্কিল আসলে চোখে পরার মতো।
টিমটি রিবিল্ড করা হলেও এই টিনের কয়েকজন প্লেয়ার আগে Chaser Evolution হয়ে খেলেছেন যাকে রিনেইম করে দেওয়া হয় XTR Esports.
Chaser Evulsion-
1.PMCO qualifier
2. PMCC semi-finalist
XTR Esports এর বর্তমান রোস্টার
IGL- XTResMarshal
Entry Fragger - XTResADIBnub
Assaulter- XTResFEARLESS
Support - XTResRAFATsir andXTResHitler
আমরা XTR Esports এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যাতে তারা আমদের এরকম সুন্দর সুন্দর পারফরম্যান্স উপহার দিতে পারে। একই সাথে আমরা ধন্যবাদ জানাতে চায় Forhadujjam Sheikh AKA XTResLEGENDop (Founder) যার নিরন্তর পরিশ্রমের কারনে XTR Esports এই পর্যায়ে আসতে পেরেছে এবং আশা করি তার হাত ধরে XTR Esports আরো অনেক সামনের দিকে এগিয়ে যাবে।
আমরা তাদের সর্বোচ্চ সাপোর্ট করে যাবে। কারণ তারাই আমাদের দেশ এর ভবিষ্যৎ।