Kazi Vai

Kazi Vai Just a guy sharing my journey, thoughts, and daily adventures. Follow Kazi Vai for real-life stories and fun moments!

মানুষ এতটা অমানুষ হয় কেমনে... এতটুকু ছোট বাচ্চা ছিল।ছবির বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই আশপাশের সকল বা...
20/05/2025

মানুষ এতটা অমানুষ হয় কেমনে... এতটুকু ছোট বাচ্চা ছিল।
ছবির বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই আশপাশের সকল বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসে।

তাই তার মা আর অতটা চিন্তা করেনি।

কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু মেয়েটা ঘরে ফিরলো না।

মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে সব জায়গায় হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না।

মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র পাঁচ বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা। চারদিকে খুঁজা শুরু করে।

কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে- আমার রোজা মনি, কোথায় গেলি রে মা।🥲🥲🥲🥲

তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা শুরু হয়।

মাইকিং এ যখন বলা হচ্ছিল - মেয়েটার বয়স পাঁচ বছর, পড়নে জামা ছিল মা টা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলতে থাকে।

এভাবেই গতকাল রাতটা পাড় হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে।

একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল।

মা টা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল - আমার রোজা মনিকে তোমরা কেউ দেখছো?

সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌঁড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবে দুপুর গড়ায়।

বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বিচ্ছিরি গন্ধ আসতেছে। 🥲🥲🥲

সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মেয়ের লা*শ। আহঃ 🥲🥲🥲

তারপর এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ওই মা টাও ছুটে আসে। আসতে আসতে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!

মা টা এসে কাপড় উল্টেই দেখতে পায় এটা তো তার মেয়েটাই, এ তো তার আদরের রোজা মনি।

একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে। শরীরে ক্ষতের চিহ্ন। প্রথমে ধ*র্ষণ করা হয়েছে, তারপর মুখে এক খাবলা চাল ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে শ্বাস নিতে না পারে।

তারপর জোরে গলা টিপে শ্বাস বন্ধ করে মা*রা হয়েছে।
মৃত্যুর সময় মেয়েটা যে নিদারুণ কষ্ট পেয়েছে তার ছাপ মেয়েটার চোখেমুখে ছিল। গলাতে চড়া দাগ ছিল, মুখটাও বন্ধ ছিল।

সবশেষে গরম পানি ঢেলে শরীরের কিছু অংশ পু*ড়িয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে।

কিন্তু মা দেখেই চিনে ফেলে তার আদরের মেয়ে, আল্লাহ তার মা & পরিবার কে শোক সইবার ক্ষমতা দাও।
আমাদের দেশে কি হচ্ছে এই সব ছোট একটি বাচ্চা কেউ ছাড়লো না আপনারা সবাই পুরুষ নামে কলঙ্ক
মেয়ে টার বয়স 5 বছর কেমনে পারলো এই ছোট বাচ্চা টার সাথে এমন করতে😭😭
ফাঁসি চাই ফাঁসি চাই এই মেয়ে সাথে যারা এমন কাজ করছে তাদের কে দ্রুত গ্রেফতার করা হোক আর ফাঁসি দেওয়া হোক
এদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং কঠিনতর কঠিন শাস্তি দেওয়া হোক।

মালয়েশিয়ার অন্যতম সুন্দর সমুদ্রসৈকত।
30/04/2025

মালয়েশিয়ার অন্যতম সুন্দর সমুদ্রসৈকত।

29/04/2025

মালয়েশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত এক স্বর্গীয় স্থান—তেরেংগানু।এখানকার সমুদ্র যেন স্বচ্ছ নীল রত্ন, আর সাদা বালির সৈকত মনে করিয়ে দেয় চিত্রকল্পের মতো দৃশ্য। তেরেংগানুর ঢেউগুলো শুধু চোখের আরাম নয়, মনে প্রশান্তি এনে দেয়।এখানে বসে সমুদ্র দেখার অনুভূতি যেন সময়কে থমকে দেয়।ঝিরঝির বাতাসে নারকেল গাছগুলো যখন দুলে ওঠে, মনে হয় প্রকৃতি যেন আপনাকে জড়িয়ে ধরেছে।তেরেংগানুর সমুদ্র শুধু একটি স্থান নয়—এ এক অনুভব, এক নিঃশব্দ ভালোবাসা।

29/04/2025

পাথরের তৈরি জিনিসপত্রে থাকে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পের ছাপ। মার্বেল, গ্রানাইট কিংবা নকশা-কাটা পাথর ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে এক অনন্য মাত্রায়। এগুলো শুধু টেকসইই নয়, বরং রুচিশীলতার প্রতীক হিসেবেও বিবেচিত। দেয়াল শোভা, টেবিল টপ, অথবা ফুলদানি—সব জায়গায়ই পাথরের জিনিস অনন্য বৈচিত্র্য আনে। প্রাকৃতিক রং ও নিখুঁত কারুকাজে এগুলো হয়ে ওঠে সৌন্দর্যের অনুপম নিদর্শন।

24/04/2025

কষ্ট দিলে সয়না এতো
কাদাইলে মনের মত
কষ্ট দিলে সয়না এতো
কাদাইলে মনের মত
ভালোবেসে জরাইয়া না ধরলে গলে
বলোনা কি ভুলে আমারে কান্দাইলে
বলোনা কি ভুলে আমারে কান্দাইলে।

22/04/2025

প্রবাসীদের সাথে ঘটে যাওয়া কাহিনী। না দেখলে মিস করবেন।

05/04/2025

Address

Shah Alam
40170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Vai:

Share