19/07/2024
পুলিশ, রেব, বিজিবি, কেউ পারলো না ধমাতে??
অবশেষে দায়িত্ব দিল সেনাবাহিনীর হাতে??
হেরে যাবে সেনার দল?
জিতে যাবে ছাত্র দল।
আমরাই বল আমরাই বল💪।
কার্ফোজারী হইলো বাংলায় জানে সকলে!
কেউ পারবে না ধমাতে আমাদের ছাত্র দল কে।
রক্ত মাখা শরীর নিয়ে করবো আমরা লরাই...
রাস্তা গাঁটে পড়ে থাকবে সৈরাচারের সবাই।।
সবশেষে দায়ীত্ব যাবে নৌবাহিনীর কাছে??
গোটা রাজ্য পরিষ্কার কর,রাষ্ট্র আমরার হাতে.।
বয় পেয়ো না তুমরা, আমার ছাত্র ভাই!
তুমাদের সাথে আছি, আমরা প্রবাসী সবাই।
নতুন দেশ গঠন করতে নেমে পরো মাঠে?
রেমিট্যান্স দিয়ে পুষিয়ে দিব আমরা আছি প্রবাসে।
বিদ্রোহে: আমি কোনো কবি নই,।
তবু বর্তমান সময়ে আমার মন থেকে আসা কতা গুলো কবিতার মাধ্যমে তুলে ধরলাম। আমার দেশ গঠনে আমি সব করতে পারি। আমার ভাইদের উপর এমন অত্যাচার আমি আর নিতে পারতাচি না।