18/12/2025
মনটা শক্ত করুন। কিছু সত্য খুব তিতা হয়, কিন্তু গিলতে হয়।
হয়তো হাদী ভাই আর আমাদের মাঝে ফিরবেন না। চিকিৎসাবিজ্ঞানের সব চেষ্টা কার্যত শেষ। সিঙ্গাপুরের চিকিৎসকরাও হাল ছেড়ে দিয়েছেন। মাথার গভীরে রয়ে যাওয়া বুলেটের অংশটা বের করা সম্ভব হচ্ছে না, শরীর আর সায় দিচ্ছে না। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হসপিটালে হয়তো একটা শেষ চেষ্টা করা যেত, কিন্তু সেই সময় বা সুযোগ—কোনোটাই আর নেই। এখন কেবল কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে ধু*ক*পু*ক করছে একটা তাজা প্রাণ। আমরা মুসলিম, আল্লাহর ওপর ভরসা রাখি, কিন্তু বাস্তবতা হলো—হাদী ভাই আমাদের ছেড়ে চলে যাওয়ার পথে।
চোখের পানি মুছে এবার একটু শক্ত কথা শুনুন।
এতদিনেও কেন কোনো অপরাধী ধরা পড়ল না? এর উত্তর খুব সোজা। এর পেছনে বড় বড় রাঘববোয়াল, প্রশাসনের উচ্চপদস্থ কর্তা আর রাজনৈতিক নেতারা জড়িত। নিজেদের লোক বলেই অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
দেশে যে আইনের শাসন নেই, তা তো আমরা হাড়েই হাড়েই টের পাচ্ছি। আইনের দোহাই দিয়ে আমরা অনেক ভাই-বোনকে হারিয়েছি, আজ হাদী ভাইকেও হারাতে বসেছি। আমরা আর বোকা সাজব না।
মনে রাখবেন, আজ যদি আমরা চুপ থাকি, এই অন্যায়ের বিচার নিজেরা নিশ্চিত না করি—তবে কাল হাসনাত ভাই, নাহিদ ভাই কিংবা আপনার নিজের আপন ভাইও রেহাই পাবে না। তখনো কি আমরা শুধু বিচার চেয়ে পোস্টই দিয়ে যাব?
না, আর না!
আমাদের সোর্সরা কাজ করছে। কারা কারা এই হত্যার নীল নকশায় জড়িত—ডিজিএফআই, এনএসআই, আমলা বা মন্ত্রী—সবার তালিকা করা হবে। আমরা লেখক ছিলাম, কিন্তু এখন সময় এসেছে কলমের পাশাপাশি রাজপথেও ঝড় তোলার।
খুব শীঘ্রই আমরা ডাক দেব। জড়িত প্রত্যেকটা অপরাধীকে গর্ত থেকে বের করে এনে জনগণের সামনে দাঁড় করানো হবে। এমন বিচার করা হবে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। খু*নীদের রক্ষা করতে যারা আড়ালে কলকাঠি নাড়ছে, তাদেরও মুখোশ আমরা ছিঁ*ড়ে ফেলব।
সেই ডাকে আপনারা আসবেন তো?
নাকি পাশ কাটিয়ে চলে যাবেন?
মনে রাখবেন, আজ পাশ কাটিয়ে গেলে কাল যখন আপনার আপনজনের বুকে গু*লি লাগবে, তখন পাশে দাঁড়ানোর মতো কাউকেই আর খুঁজে পাবেন না।
লড়াইটা অস্তিত্বের, লড়াইটা ন্যায়ের। এই লড়াইয়ে আপনি পাশে থাকবেন কি-না কমেন্টে জানান। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন—আমরা আসছি, বিচার নিশ্চিত করতে।
✍️Adiba Sultana ema✨copy post😥🤲