Riaz Mahmud-রিয়াজ মাহমুদ

  • Home
  • Riaz Mahmud-রিয়াজ মাহমুদ

Riaz Mahmud-রিয়াজ মাহমুদ সহ-সাংগঠনিক সম্পাদক,ঝালকাঠি জেলা ছাত্রদল

ফি"লি"স্তি"ন কে রাষ্ট্রের স্বীকৃতি দিলো যুক্তরাজ্য,কানাডা,অস্ট্রেলিয়া 🇵🇸
21/09/2025

ফি"লি"স্তি"ন কে রাষ্ট্রের স্বীকৃতি দিলো যুক্তরাজ্য,কানাডা,অস্ট্রেলিয়া 🇵🇸

বিদেশে সবুজ ধানক্ষেত দেখলে আশা জাগে আর দেশের ধানক্ষেতের দিকে তাকালে হতাশা লাগে।🌾🐀
03/09/2025

বিদেশে সবুজ ধানক্ষেত দেখলে আশা জাগে আর দেশের ধানক্ষেতের দিকে তাকালে হতাশা লাগে।🌾🐀

এটাই হওয়া উচিত!
30/08/2025

এটাই হওয়া উচিত!

নিশ্ছিদ্র সংগ্রাম আর আপোষহীন নেতৃত্বের এক উজ্জ্বল নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া।🫡শুভ জন্মদিন 💐আপোষহীন দেশনেত্রী বেগম খ...
15/08/2025

নিশ্ছিদ্র সংগ্রাম আর আপোষহীন নেতৃত্বের এক উজ্জ্বল নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া।🫡

শুভ জন্মদিন 💐
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘ হায়াত দান করুন এবং দেশ, ধর্ম ও মানবতার পক্ষে আপনাকে আরও শক্তিশালীভাবে কাজ করার তৌফিক দিন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের দাবি শুধু একটি আন্দোলন নয়,এটি বলা যায় মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম।দ...
10/08/2025

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের দাবি শুধু একটি আন্দোলন নয়,এটি বলা যায় মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম।

দুই সপ্তাহ ধরে শিক্ষার্থী সাধারণ মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে এই হাসপাতালের সংস্কারের দাবিতে আন্দোলন করছে।কোনো ব্যক্তিগত স্বার্থে নয় এটি জনস্বার্থের আন্দোলন,মানুষের জীবন রক্ষার আন্দোলন।এই হাসপাতাল বরিশাল তথা দক্ষিণাঞ্চলের বৃহত্তম হাসপাতাল।আকারে বড় হলেও, চিকিৎসা সেবার মান সেই তুলনায় নেই।ডাক্তারদের কিছু অসাধু দালালের হাতে রোগীরা জিম্মি, পরীক্ষার জন্য ঠেলে দেওয়া হয় নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারে যেখানে খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে।এ শুধু বরিশালের চিত্র নয়-বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে একই অবস্থা।কিন্তু সমস্যার সমাধান হবে কিভাবে যখন ক্ষমতাবান, শিল্পপতি, প্রভাবশালীরা এসব হাসপাতালে চিকিৎসা নেয় না? তারা বিদেশে বা ভিআইপি ব্যবস্থার প্রাইভেট হাসপাতালে চলে যায়।অথচ দেশের কোটি কোটি সাধারণ মানুষ বাধ্য হয়ে সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার মুখোমুখি হয় প্রতিদিন।আমরা নতুন বাংলাদেশে পা রেখেছি যেখানে জনস্বার্থের কথা বলার স্বাধীনতা আছে।তাই এই আন্দোলন ভয়হীনভাবে চলছে।কিন্তু তিক্ত সত্য হলো বাংলাদেশে কোনো দাবি রাস্তা অবরোধ ছাড়া কর্তৃপক্ষের কানে পৌঁছায় না।
আমরা চাই প্রতিটি সরকারি হাসপাতালে হয়রানি নয়, সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত হোক।বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা সহ সকল সেক্টরের মানোন্নয়ন ও সংস্কার এখন সময়ের দাবি, মানুষের অধিকার ও অবহেলার অবসান চাই।

এই আন্দোলন শুধু একটি প্রতিষ্ঠানের সংস্কারের জন্য নয় এটি প্রতিটি মানুষের নিরাপদ চিকিৎসার জন্য একটি মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার জন্য এই যৌক্তিক দাবিতে সবার পাশে থাকা উচিত কারণ আগামীকাল হয়তো এই হাসপাতালেই আমাদের আপনজনের জীবন বাঁচানোর লড়াই চলবে।

✍️রিয়াজ মাহমুদ

জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের অবদান কোথায়? জুলাই ঘোষণাপত্র পাঠ শুনলাম সুন্দর আয়োজন, সুন্দর উপস্থাপনা, গম্ভীর ভাষণ সবই ঠিক ...
06/08/2025

জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের অবদান কোথায়?

জুলাই ঘোষণাপত্র পাঠ শুনলাম সুন্দর আয়োজন, সুন্দর উপস্থাপনা, গম্ভীর ভাষণ সবই ঠিক আছে কিন্তু এর থেকেও বড় যে অভাব আমি হৃদয়ে অনুভব করেছি-তা হলো প্রবাসীদের প্রতি সম্পূর্ণ নীরবতা। ঘোষণাপত্রের প্রতিটি শব্দে দেশের মুক্তি, সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কথা এসেছে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসীরা যে রক্ত, ঘাম, শ্রম, এবং জীবনের নিরাপত্তা বাজি রেখে লড়েছে সেটি কি সত্যিই অদৃশ্য হয়ে গেল?১৫ বছরের শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে বৃটেনসহ ইউরোপের নানা প্রান্তে, মধ্যপ্রাচ্যে, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রবাসীরা প্রতিনিয়ত রাস্তায় থেকেছে। বৃটেনের বাংলাদেশ হাইকমিশনের সামনে দিন-রাত টানা কর্মসূচি, আলতাব আলী পার্কে প্রতিবাদ সমাবেশ, ব্রিটিশ পার্লামেন্টের সামনে মিছিল, মধ্যপ্রাচ্যে জেল-জুলুমের শিকার হওয়া, আর সর্বশেষ রেমিট্যান্স বন্ধের মতো সাহসী সিদ্ধান্ত-যা সরাসরি শেখ হাসিনার অর্থনৈতিক ভিত কাঁপিয়ে দিয়েছিল। এমনকি জুলাই আন্দোলনের শুরু থেকেই প্রবাসীরা তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সহায়তা করেছে অর্থে, কর্মসূচিতে, প্রচারণায়, অনলাইন যুদ্ধে। তখন দেশের আন্দোলনের জন্য টাকা-পয়সা, মিডিয়া কাভারেজ, আন্তর্জাতিক লবি সব কিছুতেই ছিল প্রবাসীদের বিশাল অবদান।

কিন্তু জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের জন্য একটি লাইনও বরাদ্দ হলো না! এটা কি কেবল ভুলে যাওয়া, নাকি পরিকল্পিত অবহেলা? যে মানুষগুলো দেশ ছেড়ে দূরে থেকেও দেশের জন্য নিঃস্বার্থ ভালোবাসায় আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছে, তাদের অবদানকে যদি রাষ্ট্রীয় নথিতে স্থান না দেওয়া হয় তাহলে ইতিহাস কি তাদের প্রতি ন্যায় করবে?
আমরা ভুলে যাই না প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠায় না, তারা পাঠায় দেশের অর্থনীতির রক্তধারা। তারা কেবল বিদেশে টাকা উপার্জন করে না, তারা বিদেশে থেকেও দেশের জন্য রাজপথে লড়াই করে। তারা শুধু ভোট দিতে পারে না, কিন্তু দেশের জন্য মরতে পারে।
জুলাই ঘোষণাপত্রে যদি প্রবাসীদের এই আত্মত্যাগের কথা না থাকে তাহলে এই ঘোষণাপত্র কেবল আংশিক সত্যই বলবে, পূর্ণ সত্য নয়। ইতিহাসে যাদের রক্ত ও শ্রম আছে তাদের নাম বাদ দিলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়।

পরবর্তী সরকার যদি সত্যিই এই ঘোষণাপত্র সংবিধানে সংযোজন করে, তবে তারা কি প্রবাসীদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে?

✍️রিয়াজ মাহমুদ
প্রবাসী (মালয়েশিয়া)

05/08/2025

কুহু সুরে মনের ব্যথা আর বাড়াইয়ো না!😂

লোকাল বাসে উঠে ইতিহাস গড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশ গড়ার স্থপতি তারেক রহমান।
02/08/2025

লোকাল বাসে উঠে ইতিহাস গড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশ গড়ার স্থপতি তারেক রহমান।

01/08/2025

আল্লাহর কসম করে বললে ভুল হবে না!

01/08/2025

#জুম্মামোবারক

হাসি মুখে থাকি, কারণ আমি জানি এবং বিশ্বাস করি আমার রিজিক, সম্মান ও ভবিষ্যৎ একমাত্র আল্লাহ্‌র হাতে।☝️
28/07/2025

হাসি মুখে থাকি, কারণ আমি জানি এবং বিশ্বাস করি আমার রিজিক, সম্মান ও ভবিষ্যৎ একমাত্র আল্লাহ্‌র হাতে।☝️

Address

Jhalokati District, Barishal Division

8403

Alerts

Be the first to know and let us send you an email when Riaz Mahmud-রিয়াজ মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riaz Mahmud-রিয়াজ মাহমুদ:

  • Want your business to be the top-listed Media Company?

Share