প্রবাসী সমাচার

  • Home
  • প্রবাসী সমাচার

প্রবাসী সমাচার আলহামদুলিল্লাহ
সাদামাটা অতি সাধারণ একজন মানুষ।

🚨 সতর্কবার্তা মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা 🇲🇾আপনার বিল্ডিং বা এলাকায় যদি হঠাৎ দেখেন আকাশে বড় একটা ড্রোন উড়তেছে,তাহলে...
29/11/2025

🚨 সতর্কবার্তা মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা 🇲🇾

আপনার বিল্ডিং বা এলাকায় যদি হঠাৎ দেখেন আকাশে বড় একটা ড্রোন উড়তেছে,
তাহলে মনে রাখবেন - এটা হতে পারে ইমিগ্রেশন পুলিশের নজরদারি ড্রোন!
অভিযান দেওয়ার আগে এখন তারা ড্রোনে দেখে নিচ্ছে কে কোথায় লুকিয়ে আছে।
অচেনা আওয়াজ শুনলে বা আকাশে লাইট ঝলকানি দেখলে সাথে সাথে সতর্ক হোন!
ঘরের বাইরে যাতায়াত কমিয়ে দিন, পাসপোর্ট-ভিসা সবসময় নিজের কাছে রাখুন।
এখন থেকে আকাশেও চোখ রাখুন — শুধু মাটিতে না।
কারণ ড্রোন মানেই হতে পারে অভিযানের শুরু!
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, দোয়া রইলো সব অবৈধ প্রবাসী ভাইদের জন্য 🤲🇧🇩

আজকের টাকার রেট  ১৮/১১/২০২৫ ইং, এযাবৎ কালের মালয়েশিয়ার রিঙ্গিদের সর্বোচ্চ রেট NBL Money Transfer KualaLumpur যে কোন সম...
18/11/2025

আজকের টাকার রেট
১৮/১১/২০২৫ ইং, এযাবৎ কালের মালয়েশিয়ার রিঙ্গিদের সর্বোচ্চ রেট
NBL Money Transfer KualaLumpur
যে কোন সময় এই রেট পরিবর্তন হতে পারে স্থান ও ব্যাংক ভেদে টাকার রেটের ভিন্নতা রয়েছে।

17/11/2025

ইপিএফ বা পেনশন সিস্টেম প্রবাসীদের জন্য কতটুকু উপকারী বলে আপনি মনে করেন?

17/11/2025

দালালের খপ্পড়ে মালয়েশিয়ায় গিয়ে কারাগারে, ১৮ বছর।
দেশে ফিরে দেখেন বাবা-মা বেঁচে নেই, স্ত্রী অন্যের ঘরে 🥲

14/11/2025
29/10/2025

দ্রুত কলিং ভিসা চালু করতে চায় মালয়েশিয়া। নভেম্বর মাসের মধ্যেই কোন কোন এজেন্সি শ্রমিক পাঠাতে পারবে তা চূড়ান্ত হবে।

মানুষ জন্মের পর থেকেই এক অদৃশ্য পথে হাঁটা শুরু করে, যার শেষ প্রান্তে অপেক্ষা করে মৃ*ত্যু। আমরা হয়তো প্রতিদিন নতুন স্বপ্ন...
18/08/2025

মানুষ জন্মের পর থেকেই এক অদৃশ্য পথে হাঁটা শুরু করে, যার শেষ প্রান্তে অপেক্ষা করে মৃ*ত্যু। আমরা হয়তো প্রতিদিন নতুন স্বপ্ন দেখি, নতুন পরিকল্পনা করি, জীবনের রঙিন গল্প গড়ি, কিন্তু সত্যিটা হলো—প্রতিটি ভোরের সূর্য আমাদের জীবনের একটি দিন কমিয়ে দেয়। সময় ধীরে ধীরে আমাদের হাতের মুঠো থেকে ফসকে যায়, আর আমরা অজান্তেই মৃ*ত্যুর দিকে আরও এক কদম এগিয়ে যাই।

মৃ*ত্যু জীবনের এক অবিচ্ছেদ্য সত্য, যা এড়িয়ে চলা অসম্ভব। ধন, সম্মান, ক্ষমতা কিংবা খ্যাতি—কোনো কিছুই এর কাছ থেকে আমাদের রক্ষা করতে পারবে না। তাই মৃ*ত্যুর কথা ভাবা মানে হতাশ হওয়া নয়; বরং এটি আমাদের মনে করিয়ে দেয়, সময় সীমিত, সুযোগও সীমিত। এই সীমিত সময়কে সঠিকভাবে কাজে লাগানোই হবে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ।

প্রতিদিনের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলা, মানুষের উপকারে আসা, সৎ পথে চলা—এগুলোই আমাদের যাত্রাপথকে মূল্যবান করে তোলে। কারণ, মৃ*ত্যুর পর মানুষ আমাদের সম্পদ নয়, আমাদের কর্মই মনে রাখবে।

তাই, প্রতিদিন যখন ঘুম থেকে উঠি, মনে রাখা উচিত—আজ হয়তো জীবনের শেষ দিন হতে পারে। তখন হয়তো আমরা আরও যত্নবান হবো কথায়, কাজে, আচরণে। মৃ*ত্যুর দিকে এগিয়ে যাওয়ার পথে যেন আমরা এমন কিছু রেখে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।

নিজেকে গুটিয়ে নেন৷ লোকে আপনাকে স্বার্থপর বলবে, অহংকারী বলবে৷ বলুক৷ আগে চাইলেই যারা আপনাকে পেতো, আপনাকে দিয়ে তাদের কাজ উদ...
14/08/2025

নিজেকে গুটিয়ে নেন৷ লোকে আপনাকে স্বার্থপর বলবে, অহংকারী বলবে৷ বলুক৷ আগে চাইলেই যারা আপনাকে পেতো, আপনাকে দিয়ে তাদের কাজ উদ্ধার হতো, তারাই আপনাকে নিন্দা মন্দ করবে৷ কারণ এখন আর আপনি সহজলভ্য নন৷

পাড়ার লোকের প্রয়োজনে অবশ্যই যাবেন৷ তবে সেটা গুরুত্ব এবং দায়বদ্ধতা বিবেচনা করে৷ আপনার পিতা-মাতা অসুখে কাতরাচ্ছে, স্ত্রী সন্তানের মুখে ভাত জুটছে না, এই অবস্থায় আপনার প্রায়োরিটি হওয়া উচিৎ পিতা মাতার চিকিৎসার ব্যবস্থা করা, স্ত্রী সন্তানের মুখে অন্ন তোলার জন্য উপার্জন করা৷

এবং এই উপার্জনের জন্য নিজেকে গুটিয়ে নিতে হবে৷ প্রচুর পরিশ্রম করতে হবে পরিকল্পনামাফিক৷ বন্ধু বান্ধব চা-বিড়ি খেতে ডাকলেই নাচতে নাচতে যাওয়া যাবে না৷ অত সামাজিকতা রক্ষার দরকার নাই৷

পাড়ার লোকের বিয়েতে গেট সাজাতে যাওয়া যাবে না৷ এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজ৷ আগে নিজের ও আপনজনের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিতে হবে৷

পরিবারের প্রতি দায়বদ্ধতা না রেখে, বাইরের লোকজনের কাছ থেকে প্রশংসা কুড়ানোর মাঝে কৃতিত্ব নাই।

যে যখন ডাকবে, আপনার নিজের কাজকে উপেক্ষা করে তার ডাকে যাবেন না৷ আনন্দ ফূর্তির দরকার আছে, তবে বাবা-মা, জীবনসঙ্গী, সন্তানকে বিপদে রেখে আপনি রাত বিরাতে তাস খেলতে যাবেন না, ক্যারম খেলবেন না দোকানে৷ আনন্দ ফূর্তি পরিবারের সাথেই করবেন। এটা আন্তরিকতা বাড়ায়, হৃদ্যতা বাড়ায়।

নিজের গন্ডি রাখুন আপন পরিবার, ভাই বোন, কিছু ইতিবাচক চিন্তার বন্ধুবান্ধব- এটুকুই৷

নিজেকে সবার মাঝে বিলিয়ে দিলে নিজের বিপদ, নিজের অশান্তি৷

সমাজের লোক শুধুমাত্র আপনাকে ব্যবহার করে৷ প্রয়োজন ফুরালে আপনি গুরুত্বহীন৷ কিন্তু নিজের পরিবারের কাছে আপনি সবসময় গুরুত্বপূর্ণ। এখন ভেবে দেখুন নিজের গন্ডি সীমিত করবেন, নাকি সমাজের লোকের অহেতুক প্রয়োজনে মূল্যবান সময় খরচ করে নিজের প্রোডাক্টিভিটি নষ্ট করবেন?

⭕ জীবনের পথে কিছু সত্য জেনে রাখলে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যথা এড়ানো যায়।..মানুষ চাইলেই সবাইকে খুশি রাখতে পারে না। নিজেকে বার...
10/08/2025

⭕ জীবনের পথে কিছু সত্য জেনে রাখলে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যথা এড়ানো যায়।..

মানুষ চাইলেই সবাইকে খুশি রাখতে পারে না। নিজেকে বারবার নিঃশেষ করে অন্যকে সন্তুষ্ট করার মানেই এই নয় যে আপনি মূল্যবান হচ্ছেন অনেক সময় আপনি কেবলই ব্যবহার হচ্ছেন।

যদি কখনো অনুভব করেন, কারো কাছে আপনি আর আগের মতো গুরুত্বপূর্ণ নন তবে চুপিচুপি সরে আসুন। সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে লাভ নেই। মনে রাখবেন, সব সম্পর্কই চিরস্থায়ী হওয়ার কথা নয়, কিছু সম্পর্ক সময় পেরোলেই বোঝায় পরিণত হয়।

হতাশ মানুষ উপদেশ চায় না, চায় মনোযোগ। একজোড়া মন দিয়ে শোনা কান তার জন্য ওষুধের মতো কাজ করে। কাউকে শোনার সুযোগ দিন, কারণ কোনো কোনো সময়ের চুপচাপ কান্না তাকে চিরতরে ভেঙে দিতে পারে।

ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া কখনোই সাহস নয়, সেটা দুর্বলতা। আজ যে মানুষটা চুপচাপ সহ্য করছে, কাল তার সেই নীরবতা আপনার জীবনের সব শব্দ থামিয়ে দিতে পারে।

নিজের আনন্দ বিসর্জন দিয়ে যদি কাউকে খুশি করতে হয়, তবে সেটা ভালোবাসা নয়, আত্মপ্রবঞ্চনা। নিজের ভেতরের শিশুটিকে বাঁচিয়ে রাখুন। নিজেকে ভালোবাসুন কারণ আপনার নিজের কাছেই আপনার সবচেয়ে বড় দায়িত্ব।

কিছু হারিয়ে গেলে কাঁদার আগে একবার ভাবুন, সেটা আদৌ আপনার ছিল কি না। অনেক সময় যা হারায়, সেটার প্রয়োজনই ছিল না আমাদের জীবনে।

ছোট পদে থাকা মানুষকে তাচ্ছিল্য করবেন না। মনে রাখবেন, পদ নয়, মন বড় হয়। সময়ই ঠিক করে কে কতটা মূল্যবান।

সমালোচনার জবাব কথায় নয়, কাজে দিন। নিজেকে এতটাই উন্নত করে তুলুন যে সমালোচকও সম্মান দেখাতে বাধ্য হয়।

সব মানুষের সঙ্গ একরকম নয়। কেউ শেখায় বিনয়ের সঙ্গে, কেউ শেখানোর নাম করে নিজের অহং প্রকাশ করে। অহংকারী মানুষের সঙ্গে তর্ক নয়, নীরবতা আর দূরত্বই শ্রেয়।

ভুল মানুষের সঙ্গে বোঝাপড়া এবং ভুল জায়গায় আত্মত্যাগ এই দুই ভুল জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়। ভুল থেকে শিখুন, কিন্তু সেখানে পড়ে থাকবেন না।

অনেকেই আপনার হাত ধরে সামনে এগিয়ে যাবে, শিখবে, জানবে কিন্তু পরে সেই হাত ছেড়ে দিতে তারা একটুও ভাববে না। প্রত্যাশা নয়, প্রস্তুত থাকুন।

মানুষ মুখে সিংহকে প্রশংসা করলেও বাস্তবে গাধাকেই পছন্দ করে কারণ সে কম প্রশ্ন তোলে, কম চ্যালেঞ্জ করে। সমাজ অনেক সময় নীরবতাকে ভদ্রতা ভেবে ভুল করে।

অন্যের ক্ষতি করে যে আনন্দ পায়, সে নিজেই ধ্বংসের বীজ বপন করে। ভালোবাসা, সহানুভূতি, ও ক্ষমা এই গুণগুলোকে দুর্বলতা ভাবা মানেই নিজেকে ছোট করে দেখা।

জীবন মানে শুধু চাকরি, গাড়ি আর বিলাসিতা নয়। জীবন মানে গভীর উপলব্ধি, সম্পর্কের মান, ও মনের শান্তি। অল্প শিক্ষিত হয়েও কেউ বিশাল জীবন গড়ে তোলে আবার ডিগ্রির পাহাড়ে দাঁড়িয়ে কেউ শূন্যতায় ডুবে যায়।

সন্তানের জন্য কেবল অর্থ রেখে যাওয়াই বড় কথা নয়, তাকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে নিজেই আপনাকে গর্বিত করতে পারে। চরিত্র, মূল্যবোধ ও আত্মবিশ্বাস এই তিনটি জিনিসই সবচেয়ে বড় উত্তরাধিকার।

সবচেয়ে কঠিন সত্য হলো মানুষ যতক্ষণ আপনার থেকে উপকার পায়, ততক্ষণই আপনাকে মনে রাখে। প্রিয়তা নয়, প্রয়োজনই সম্পর্কের স্থায়িত্ব ঠিক করে।

তাই নিজেকে ভালোবাসুন। সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজেকে হারাবেন না। একা থাকাটা কষ্টের, কিন্তু তা বেঁচে থাকার প্রমাণ। একাকীত্ব অনেক সময় এমন পথ দেখায়, যেটা ভীড়ের মাঝেও কেউ খুঁজে পায় না।

১ম বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি। পছন্দও হইছে। পরেরদিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পা"লাইছে।২য় মেয়ে গ্রামে ঢুকতে পারি নাই। ম...
08/08/2025

১ম বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি। পছন্দও হইছে। পরেরদিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পা"লাইছে।

২য় মেয়ে গ্রামে ঢুকতে পারি নাই। মেয়ের বয়ফ্রেন্ড দলবল নিয়া কইলো, গাড়ি ঘুরাবি নাকি ভা'ঙমু?

৩য় মেয়ে বিয়ে প্রায় কনফার্ম। কেনাকাটা শেষ। বিয়ের আগের দিন মেয়ে ফোন দিয়া কইলো,বয়ফ্রেন্ডের লগে রাগারাগি করে বিয়েতে হ্যাঁ বলছি,এখন ঝগড়া মিটছে।
আমাকে বিয়ে করলে করতে পারেন, তবে আমি চান্স পেলেই ভাগবো।

৪র্থ মেয়ে প্রথম কবুল বলে ফেলছি। দ্বিতীয়টা বলার আগেই মেয়ের বয়ফ্রেন্ডের অতর্কিত আক্রমণ লা"ঠির বা!ড়ির চো! টে গাল এমনেই হা হইয়া আছে ৩ হাত পা ভাঙ!ছে হাসপাতালে নেয়ার কেউ ছিলো না।

৫ম জন আমাকে হাসপাতালে রেখেই বাপ-মা মেয়ে দেখতে গেছে মেয়ের বয়ফ্রেন্ড হাসপাতালে আইসা বাকি পা-টাও ভা"ঙছে।

আপনারা আরো অ্যারেঞ্জ ম্যারেজের আশায় বইসা থাকেন😳প্রেম কইরেন না।.

কানেকটেড,

চলতে থাকবে কাফেলা আমাকে ছাড়া এখানে।একটা তারা ঝরে পড়লে আকাশ ভেঙ্গে পড়বে না।
03/08/2025

চলতে থাকবে কাফেলা আমাকে ছাড়া এখানে।একটা তারা ঝরে পড়লে আকাশ ভেঙ্গে পড়বে না।

আটকে পড়া বাংলাদেশি কর্মীদের সুখবর দিলো মালয়েশিয়া, বোয়েসেলের মাধ্যমে কর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত
01/08/2025

আটকে পড়া বাংলাদেশি কর্মীদের সুখবর দিলো মালয়েশিয়া, বোয়েসেলের মাধ্যমে কর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত

Address

Prima U1

Telephone

+601164553549

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসী সমাচার:

  • Want your business to be the top-listed Media Company?

Share