
09/08/2025
শহীদ হলেন মসজিদুল হারামের তরুণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ আল কাসিম!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পবিত্র মসজিদুল হারাম মক্কার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ আল কাসিম আর নেই। দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে মক্কার মসজিদুল হারামে সেবা প্রদানকারী এই উজ্জ্বল তরুণ বর্তমানে উচ্চতর পড়ালেখার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছিলেন।
গত সপ্তাহে একটি হৃ.দয়বিদারক ঘ.টনা,য় দু,র্বৃ #ত্তের ছু@রি/কা@ঘা^তে তিনি শহী,দ হন। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
মোহাম্মদ আল কাসিম তার চরিত্র, নিষ্ঠা ও সেবামূলক কাজে ছিলেন অনন্য উদাহরণ।
🔸আজকে(শুক্রবার, ৮ আগস্ট) বাদ জুমা, পবিত্র মসজিদুল হারামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লাহ তাঁকে শহীদের মর্যাদা দিন, জান্নাতুল ফিরদাউসে স্থান দিন — আমিন।
সুত্র : Inside the Haramain