Arham Islam Mahir

Arham Islam Mahir Contactgegevens, kaart en routebeschrijving, contactformulier, openingstijden, diensten, beoordelingen, foto's, video's en aankondigingen van Arham Islam Mahir, Digitale maker, Bunnik.

27/06/2025

ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা না। ভালোবাসা মানে একজন আরেকজনের জীবনের প্রতি দায়বদ্ধ থাকা। তার হাসিতে নিজের আনন্দ খোঁজা,তার দুঃখে নিজের ভেতরটা কাঁপিয়ে তোলা। ভালোবাসা মানে তার সব কিছুর পাশে দাড়ানো-সুখে,দুঃখে,ভালো সময়ে আর সবচেয়ে খারাপ সময়েও। ভালোবাসা মানে নিজের ভালো লাগার চেয়ে তার ভালো থাকাকে বেশি গুরুত্ব দেওয়া। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে তার মাঝে নিজেকে খুঁজে। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়,কারণ সেখানে চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই সবচেয়ে বড়। 💗🫶

26/06/2025

সাধারণত মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোই বয়সের আগে বড় হয়ে যায়
কথায় আছে বয়স কোন প্যাক না যে যতো আগে বাস্তবতা চিনবে বুঝবে সে ততো ম্যাচিউট হয়ে উটবে
মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া প্রতিটা পুরুষই বীরপুরুষ তারা পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য তাদের স্বপ্ন পূরণের জন্য অল্প বয়সে সব ইচ্ছা আনন্দ স্বপ্ন ট্যাগ করে যুদ্ধে অংশগ্রহণ নেয় কেবল পরিবারের দিকে তাকিয়ে😊

26/06/2025

ভালোবাসলে মস্তিষ্কের গোটা শহরটা তোমাকেই লিখে দিবো, অন্ধের চোখে আলো যেমন দরকার, তুমি আমার অন্ধ চোখে আলো পৃথিবী হবে। ভালোবেসে যদি দেওয়ার মতো কিছু দিতে চাও? তবে বিশ্বাস দিও।
যদি কখনো গড়তে চাও? তবে বুকটা লিখে দিও। বুকের নিজস্ব জমিন দলিল করে দিও। আমি গড়ে দিবো কুঁড়ে ঘরেও অট্টালিকার সুখ।
যদি আমাকেই চাও? তবে সমস্ত ইগো মাটিচাপা দিয়ে ডাক দিও। যদি কখনো ভাঙতে চাও? তবে অভিমানের সন্ধ্যায় শুষ্ক চুমুতে আমার নীরবতা ভেঙে দিও।
আমাকে ভেঙে না। যদি ভালোবাসো তবে অজুহাত কাছে ভিড়ো না।
সব শেষে শুধু একটাই আবদার, কখনো ভালোবাসা যদি এসবের ভীড়ে ছেড়ে যেও না।
ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে দিব্বি বাঁচে, তবে ভালেবাসা পেয়ে হারানোর পর, মনের মরণ টের পায় মানুষ, আর মন মরলে মানুষ কেবল দেহেই বাঁচে 🖤😅

26/06/2025

আমরা নিখুত নই।
অথচ আমাদের ভুলগুলো কি মারাত্মক নিখুত!
কিছু নিখুত ভুলের জন্য নিজেকে শাস্তি দিতে হয় নিরবে নিভৃতে একাকী, নির্জনে!

17/11/2024

🖤🥀

04/11/2024

ফর্সা মেয়ে তো রুপবতী কিন্তু,

কালো মেয়ে হয় মায়াবতী.!😊🌸

26/10/2024

কিছু মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যাথা

থাকে যার সাক্ষী শুধু সে নিজেই.😔

22/10/2024

মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ,

There is no second in the world. 😔🖤

22/10/2024

শৈশবের স্মৃতিগুলি যত গভীর

সেগুলিতে নিজেকে নিমজ্জিত করা আরও মজাদার

Old time is gold time 😊

22/10/2024

Dreams remain dreams.

The "man" of love has

become someone else's 😅🖤

22/10/2024

বড় হতে চেয়েছিলাম বড় হয়েছি

কিন্তুু শৈশব থেকে সুখ গুলো আনতে ভুলে গেছি 🥲

22/10/2024

না বুঝে শৈশবে সব-সুখ খরচ করেছি..!

বর্তমানে আমরা-দুঃখের কাছে ঋণী.!💔

Adres

Bunnik

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Arham Islam Mahir nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Delen