Dark side of GOD

Dark side of GOD ☠️Welcome to the all door of HELL☠️ Many of Devil God 🔱⚜️Goddess, Prince🧛🧛‍♀️Princess in here😈

The true horror of existence is not the fear of death, but the fear of life. It is the fear of waking up each day to fac...
05/09/2024

The true horror of existence is not the fear of death, but the fear of life. It is the fear of waking up each day to face the same struggles, the same disappointments, the same pain...., It is the fear that nothing will ever change, that you are trapped in a cycle of suffering that you cannot escape...., And in that fear, there is a desperation, a longing for something, anything, to break the monotony, to bring meaning to the endless repetition of days....,

অনেক দিন চিঠি লিখি না...,কাল হঠাৎ মনে হলো আমি বোধ হয় চিঠি লিখতে ভুলে যাচ্ছি..., সত্যি কী আমি ভুলে যাচ্ছি সব..???যাচ্ছিই ...
05/09/2024

অনেক দিন চিঠি লিখি না...,
কাল হঠাৎ মনে হলো আমি বোধ হয় চিঠি লিখতে ভুলে যাচ্ছি..., সত্যি কী আমি ভুলে যাচ্ছি সব..???
যাচ্ছিই তো.., অমন মোহিনীর চোখে চোখ পড়লে নিজেকে না ভুলে উপায় আছে...,
আপনি না এলে জানতেই পারতাম না এভাবে ভালোবাসা যায়..., এভাবে ও ডুবে যাওয়া যায় কারোর চোখের পরে...,
তুমি কী নিজের ভেতর আফিম চাষ করো...,???
না হয় আমার এতো নেশা হয় কেন...? জানি সব ঠিক নয়, কিছু আমার নয় তবুও আমি গুমরে যাচ্ছি প্রতি মুহূর্তে আপনার জন্য..., শরীর পূড়ছে, মন পূড়ছে কিন্তু কোনো গন্ধ বের হচ্ছে না..., এ যেন জীবন্ত চিতায় সেচ্ছায় আত্মাহুতি দেওয়ার সামিল...,
আমার একটা বাজে স্বভাবের কথা আপনাকে বলা হয় নি আমি ভীষণ লোভী মানুষ..., আপনাকে দেখার লোভ, ছোঁয়ার লোভ, জড়িয়ে থাকার লোভ আমার এ জন্মে ফুরোবে না...,
কতবার ভেবেছি ফিরে যাই, এ সুখ আমার নয় তবে কেন মিছে পিছুটান..., কিন্তু কী এক অমোঘ টানে তোমার দিকেই ফিরে আসছি অনন্ত কাল যার শুরু আছে শেষ নেই..., আমি কী কোনোদিন আপনাকে ভুলে বাঁচতে পারবো??? পারবো না তো..., প্রয়োজন ও নেই.. যে জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই কী হবে সে জীবন দিয়ে..., তার চাইতে বরং একটা জীবন আপনার নামেই লিখে দিলাম...,
আমায় ভুলে যাবেন না তো...,

⚜️Last Blood⚜️

এবার দেখা হলে দু'চারটা নেশাতুর রাত-চোখের লেপ্টে যাওয়া কাজল..,,ইসস, চশমাটা আর না;নাকের গোড়ায় অসচ্ছ দাগ...,ছেলেটা দেখতে কে...
27/08/2024

এবার দেখা হলে দু'চারটা নেশাতুর রাত-
চোখের লেপ্টে যাওয়া কাজল..,,
ইসস, চশমাটা আর না;
নাকের গোড়ায় অসচ্ছ দাগ...,
ছেলেটা দেখতে কেমন উদভ্রান্তের মতো
কীসব পড়ে, গায়ে চোখে কেমন উদাস উদাস...,
আচ্ছা তুমি চোখ পড়তে জানো...??
জানোনা তো..!
যারা রাস্তায় নেমে রাস্তায় হারিয়ে যায়
তারা জানে চোখ কত কথা লিখে রাখে ....,
ব্যস্ত শহরের বুকে চলে যাচ্ছে সরীসৃপ ট্রাম...., পাঁজরভাঙা মানুষের গল্পটা লিখে ফেলো-
কীভাবে তাকে আবার ভেঙে ফেলা হলো...,
ঠোঁটের কোণে রক্তের দাগ...,
মৃত্যু এখনও আসেনি...,

তার আর আমার মানসিক কথোপকথোন...,

amirah🤍

Address

Khomeynishahr
Eilat

Alerts

Be the first to know and let us send you an email when Dark side of GOD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category