07/11/2023
আমার জানি SEO এর ক্ষেত্রে কন্টেন্ট'কে সবার উপরে রেখে 🚀 বাকি কাজগুলো করতে হয়। আমরা এই কন্টেন্ট লেখার পেছনে 🕒 অনেক সময় ব্যয় করি, যেখানে Ai এর সাহায্যে 🤖 খুব সহজে অনেক বড় বড় কন্টেন্ট লেখা সম্ভব।
কিন্তু কেন এমন টা করি আমরা? 🤔
SEO নিয়ে যারা কাজ করি তারা একটা কথা অনেক বার শুনেছি যে "কন্টেন্ট ইজ কিং" 👑, অর্থাৎ আপনার কন্টেন্ট এর উপর আপনার র্যাংকিং নির্ভর করবে।
এখন আসি ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট এর কাছে 😊. গুগল একটা সার্চ ইঞ্জিন, সেখানে ইউজার এসে তাদের প্রশ্ন করে 🤷♂️ এবং গুগল তার ডেটাবেজ থেকে সেরা রেজাল্টটা সবার আগে শো করে🥇. গুগলের কাছে যেই রেজাল্ট'টা সবচেয়ে বেশি ইনফরমেটিভ 📚 এবং ইউজারদের চাহিদা পূরণ করতে পেরেছে সেই কন্টেন্ট টাই সে দেখাবে 📢. আর এই প্রথম রেজাল্টে আসাই হলো SEO এর মূল লক্ষ্য 🥇.
কিভাবে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবেন? 📝
খুব সহজে বললে, আপনার কন্টেন্ট এর মাধ্যমে 📄 ইউজারের ডিমান্ড খুব সহজে এবং বিশ্বাসযোগ্য করে ডেলিভারি দিতে পারলে আপনার কন্টেন্ট ইউজার ফ্রেন্ডলি হবে 💖.
গুগল এর EEAT সম্পর্কে অনেকেই জনেন।
এখানে 🗣️ গুগল নিজেই বলে দিয়েছে যে, একটা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট এর মধ্যে 🤓 কি কি থাকা প্রয়োজন।
যেকোনো কন্টেন্ট লেখার পূর্বে 📖 প্রথমে একটা সাবজেক্ট সিলেক্ট করে 🎯, ইউজার ইন্টেন্ট 🤔 বের করতে হবে যা নিয়ে মানুষ গুগলে জানতে চায়, তারপর সেই বিষয় নিয়ে রিসার্চ 📚 করে একটা পরিপূর্ণ ধারণা 🤯 নিতে হবে। অন্যের কন্টেন্ট থেকে আইডিয়া 🌟 নিয়ে সেটাকে নিজের মতো 🙌 লিখেন। বিভিন্ন রিসোর্স 📊 এড করেন। সংখ্যা 📊 ব্যবহার করুন, বিভিন্ন উদাহরণ 🌍 দিন। মোটকথা ইউজারের যেমন খুব সহজে 🧩 তার উত্তর 🤓 বুঝতে পারে সেটা মাথায় রাখবেন। আপনি চাইলে Ai 🤖 থেকেও আইডিয়া 🚀 নিতে পারেন, কিন্তু কপি 🚫 পেস্ট করবেন না। বিভিন্ন ইনফরমেশন 📰 বা ইনফোগ্রাফ 📊 যুক্ত করুন। ভিডিও 🎥 এড করুন। মাথায় রাখবেন ইউজার আপনার কন্টেন্ট পরে উপকৃত 🎉 না হলে আপনি র্যাংক 📈 পাবেন না। অনেক সময় 🕐 নিন, রিসার্চ 📊 করুন 🧐 তারপর লিখুন 📝। রিসার্চ 📚 করা কিওয়ার্ড 📈 গুলো দিয়ে কন্টেন্ট কে অপ্টিমাইজ 🔄 করুন। কন্টেন্ট 📄 এর কোয়ালিটি 🌟 হবে কিং 🤴 এর মতো। আর যদি কিং 🤴 লেভেল এর কন্টেন্ট 📚 দিতে পারেন এবং এর ধারাবাহিকতা 🏆 ধরে রাখতে পারেন তাহলে আপনার জায়গা 🥇 অন্য কেউ নিতে পারবে 🚫 না।
এখন আসি কন্টেন্ট ইউজার ফ্রেন্ডলি না হলে ওয়েবসাইট এর কি ক্ষতি হয়?
বাউন্স রেট বেড়ে যাবে। অর্থাৎ ইউজার এসে বেশি সময় আপনার ওয়েবসাইটে থাকবে না। এতে করে আপনার ওয়েবসাইট এর ইম্প্রেশন এবং এনগেজমেন্ট কমে যাবে। যেটা ওয়েবসাইট এর র্যাংকিং এর উপর বিরুপ প্রভাব ফেলবে।