সত্য সার্বজনীন Sotto Sarbojonin

সত্য সার্বজনীন Sotto Sarbojonin Truth always truth & singular, Lies many & need prove
(4)

সত্যের সাক্ষী, প্রমাণ, সাইনবোর্ড কিছু লাগে না। সত্য একাই চলে। মিথ্যার বহুরূপ, মিথ্যা একা চলতে পারেনা, মিথ্যার সব সময় প্রমাণ লাগে। তাই মিথ্যা বিলুপ্ত হয় সত্যের আবির্ভাবে। সত্য সার্বজনীন! We upload motivational, affirmational and more positive thoughts, Tips, content videos and more activities here to become a rich, healthy, wealthy, helpful, successful and overall happy person in life.

আমার দেখা অতি চমৎকার একজন চিন্তাশীল এবং সাদা মনের মানুষ - আলতাফ হোসেন। যিনি বর্তমান সময়ের জঞ্জাল, অনিয়ম আর অব্যবস্থাপনার...
01/12/2025

আমার দেখা অতি চমৎকার একজন চিন্তাশীল এবং সাদা মনের মানুষ - আলতাফ হোসেন। যিনি বর্তমান সময়ের জঞ্জাল, অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্যে থেকেও আদর্শের সাথে উপসচিব পদে দায়িত্বরত আছেন। ❤️❤️❤️

01/12/2025

রুকুকারীর সাথে রুকু কর! #রুকু #রুকুকারী #অবনত

01/12/2025

আল্লাহর রাস্তা কি?!⁉️ #সরলপথ #ইবাদত #সৎকর্ম

Botanic Garden in Auckland
29/11/2025

Botanic Garden in Auckland

‼️“আল্লাহর সম্মান রক্ষার দায়িত্ব জঙ্গি’র হাতে দিলো!”⁉️আল্লাহর নামে আগুন জ্বেলে— কারা আজ দাঙ্গায় মত্ত? মসজিদ–মন্দির ভাঙছে...
27/11/2025

‼️“আল্লাহর সম্মান রক্ষার দায়িত্ব জঙ্গি’র হাতে দিলো!”⁉️

আল্লাহর নামে আগুন জ্বেলে— কারা আজ দাঙ্গায় মত্ত?
মসজিদ–মন্দির ভাঙছে যারা— তাদের কি আছে কোন সত্ত্ব?
দাড়ি, টুপি, জুব্বার আড়ালে— বর্বরতার বিষদাঁত দত্ত,
কোরআনের আলো নয় তারা— পথভ্রষ্ট, নৃশংসতায় মত্ত।

যারা বলে— “আমরাই আল্লাহর সম্মান রক্ষা করবো আজ,”
বল তো— আল্লাহ কি অপার শক্তিহীন? তাঁর কি নেই নিজের সাজ?
যিনি বলেন— “আমি সবকিছুর রব— রক্ষা আমার কাজ” (৬:১০২),
শান্তির নামে নৃশংসতা, হত্যাযজ্ঞ করছে— কতিপয় দাঙ্গাবাজ!

তৌহিদের নামে যারা আজ— তৌহিদেরই ছবি ভাঙে,
হক দেখালে আঘাত হানে— বিবেক আজ নিরবে কাঁদে।
সুফি-বাউল, সাধারণ জন— যারাই ভিন্ন কথা কয়,
তাদের রক্ত ঝরানো নাকি— আল্লাহর প্রতি ভালোবাসার জয়?

হায়! কত মিথ্যে, ভ্রান্ত পথে— অন্ধকারের দোসররা,
গোপন অঙ্গুলি— অচেনা হাতে— কে দেয় ফান্ডিং, কাহারা?
যাদের নেই দল, নেই আইন, নেই চরিত্রের কোনো নাম,
তাদের হাতে কেন তুলে দেবে আল্লাহ— তাঁর নিজ সম্মান?

আল্লাহ বলেন, বিচার আমার— কারো নিকট দায় নয় (৩৫:১৮),
কার কাছে চাইবে রক্ষক? তিনি তো চির অক্ষুণ্ণ রয়!
মানুষের হাতে সম্মান রক্ষা— কুরআনে নেই এ কথা,
যারা দাবী করে— “আমরাই রক্ষক”— তারা নির্বোধ, ভণ্ড, মিথ্যা বয়।

দেখো— সত্য কখনো দাঙ্গায় আসে না, আসে শান্তির আলোয়,
যারা শান্তিকে হত্যা করে মানুষ মারে— তারা শান্তির পথে নয়।
ধর্মের নামে সন্ত্রাস করে যারা— তারা ধর্মেরই পরিপন্থী,
আল্লাহ বলেন— “জুলুমকারীকেই আমি ঘৃণা করি”— তাদের জন্যই শাস্তি।

তাই বলো তাদের— যদি শান্তি চাও— কোরআনের পথে চলো,
আগুন নয়, যুক্তি আনো— সত্যের আলোয় মনকে তোলো।
আল্লাহর নামে হত্যাযজ্ঞ— আল্লাহরই বিরোধিতা—
তাঁর সম্মান রক্ষক তিনি— মানুষ নয়, দাঙ্গা নয়, নয় অজ্ঞতার শক্তি তা।
***
#ইসলামেরশত্রু
#জঙ্গি
#মোল্লাতন্ত্র


27/11/2025

বাউলদের উপর মোল্লাদের অত্যাচার সকল জাহেলি যুগকে ছাড়িয়ে গেছে! #বাউল

'তীব্রভাবে রিল্যাক্সে' থাকা      #আত্মসচেতন
26/11/2025

'তীব্রভাবে রিল্যাক্সে' থাকা
#আত্মসচেতন

26/11/2025

বাউল মানে স্বাধীন মুক্তচিন্তার মানুষ। বাউলরা কারো উপর অত্যাচার করে না! #বাউল #ইসলাম

‼️জাহেলী অন্ধকারে অত্যাচারের শহর! সত্যের আলো আসবেই — ‼️❤️বাংলার বুকে আজ কিছু মোল্লা      ধর্মের নামে জুলুম করে,আলেম বলে ...
24/11/2025

‼️জাহেলী অন্ধকারে অত্যাচারের শহর!
সত্যের আলো আসবেই — ‼️❤️

বাংলার বুকে আজ কিছু মোল্লা
ধর্মের নামে জুলুম করে,
আলেম বলে পরিচয় দেয়—
কাজে শয়তান মাথায় ঘোরে।

গান-বাজনা নাচ-অভিনয়,
শিল্পীর গলা চেপে ধরে,
বাউল, সুফি, ওলিদের উপর
অপমান ঢালে বারেবারে।

মাজার ভাঙে, মন্দির জ্বালায়,
সংখ্যালঘুর বুক করে ঠাণ্ডা,
ধর্মের নামে আগুন জ্বালে—
শান্তির দেশে তোলপাড় ঝান্ডা!

ঘরবাড়ি ভাঙে রাতের আঁধারে,
লাশ তুলেও দেয় আগুন,
মানুষের চোখে ভয় আতঙ্ক—
এ কোন ধর্ম? কিসের লগণ?

কেউ যদি বলে ভিন্ন কথা—
জীবন নাশের হুমকি দেয়,
নিজেদের মত না মিললেই
দলের তকমা ঠেসে দেয়।

এক মোল্লা আরেক মোল্লাকে
কাফের, নাস্তিক ফতোয়া দেয়,
ধর্মের নামে দলাদলি আর—
মানুষ মারছে নির্দিধায়!

পথে পথে ভয়, চাঁদাবাজি,
ছিনতাই ছড়ায় বদনাম ,
নারীদের প্রতি অমানবিকতা—
এ কোন ঈমান? কোন ইসলাম?

ধর্মের নামে জোর করে চায়
নির্দিষ্ট রীতি মানতে হবে,
মানুষ যদি প্রতিবাদ করে—
রাতেই তাকে গায়েব করে!

শিশুর কান্না ঢাকে অজুহাতে,
মাদ্রাসা-মসজিদেও অত্যাচার,
বলাৎকার, শিশু ধর্ষণ—
লজ্জায় অভিভাবক মাথা লুকায়!

নারীর উপর অপমান ঢালে,
শিশুকেও রেহাই দেয় না,
চেহারায় এদের ধর্মের লেবাস—
মাথায় টুপি, আল্লাহ ভয় করেনা!

বাক-স্বাধীনতা হারিয়ে গেছে,
মানুষ কথা বলতেই ভয় পায়,
অফিস-বাসা-রাস্তায় এখন
নিরাপত্তা কোথাও আর নাই।

স্কুল-কলেজের ছাত্রদের দিয়ে
রাজনীতির মাঠ সাজায়,
পূর্ব পরিকল্পিত আন্দোলনে
দেশের শান্তি বুকে দাগায়।

এইসব দেখে প্রশ্ন জাগে—
ধর্মের নামে এ কোন বেলা?
ধর্ম তো শেখায় মানবতা—
এরা তবে খেলছে কোন খেলা?

সত্য একদিন মুখ খুলবেই,
জালেমরা টিকবে না শেষে,
আলো ঢোকে অন্ধকার ফুঁড়ে—
মিথ্যা ভেঙে পড়ে নিঃশেষে।

মানুষ বাঁচুক শান্তির পথে,
ধর্ম থাকুক ভালোবাসায়,
জুলুম, ভয়, বিভাজন ছেড়ে
সত্য ফিরুক বাংলার হাওয়ায়।
***
#মোল্লারধর্ম #অত্যাচার #সত্যেরআলো

24/11/2025

শান্তির নামে ভাংচুর, অগ্নিসংযোগ, বলাৎকার, হত্যা! এর নাম কি ইসলাম? 🥲 #ইসলাম #শান্তি

23/11/2025

ডাক্তার দেহের রোগ সারায়,
মনের রোগ সারাবে কে?
🤭🤭🤭

22/11/2025

চেহারা দেখতে লাগে আয়না, আর অন্তর দেখতে লাগে মূর্শীদ! ❤️❤️❤️ #মূর্শীদ #গুরু #সত্যদর্শণ

Address

Auckland
1026

Alerts

Be the first to know and let us send you an email when সত্য সার্বজনীন Sotto Sarbojonin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্য সার্বজনীন Sotto Sarbojonin:

Share