
28/07/2025
আস্তে আস্তে পথচলা শুরু করেছিলাম…
নিতান্ত নিজের দেখায় যা সুন্দর লেগেছিল, সেইটুকুই ভাগ করে নিতে চেয়েছিলাম নিঃশব্দে, আর সাথে নিউজিল্যান্ডের কিছু সুন্দর মনোরম পরিবেশ।
সেই খুঁজে-পাওয়া অনুভবগুলোই ধরা ছিল প্রতিটি ছবিতে, প্রতিটি রঙে, প্রতিটি স্থির সময়ের গভীরে।
এবং ধীরে ধীরে, সেই পথচলা এসে পৌঁছেছে দশ হাজার মানুষের ভালোবাসায়।
Keya's Tiny World in Newzealand আজ আর কেবল একটি পেজ নয়,
এটি হয়ে উঠেছে অনুভব ভাগ করে নেওয়ার এক নিরব নান্দনিক যাত্রা।
আপনাদের প্রতিটি উপস্থিতির প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
আশা করছি সবাই এইভাবে আমার পাশে থাকবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে❤️