13/12/2025
রাগ থাকবেই-এটাই স্বাভাবিক!
রাগ ছাড়া কোনো সম্পর্কই পূর্ণ হয় না।
একটু অভিমান, একটু কষ্ট থাকবেই।
এগুলো না থাকলে সম্পর্কটা হয় আবেগহীন..!
তবে মনে রাখতে হবে, রাগটা যেন দীর্ঘ সময় না হয়।
দিনের শেষে ভালোবাসাটাই থাকুক প্রধান।
প্রতিদিনের রাগ প্রতিদিনই ভুলে যেতে হয়।
মন খুলে কথা বললেই দূর হয় ভুল বোঝাবুঝি।
জীবন তখনই সুন্দর, যখন আমরা
একে অপরকে অনুভব করতে শিখি।
ভালোবাসা ঠিক থাকে মানিয়ে নেওয়ার মধ্যেই___।