Heart Beat ""হার্ট বিট""

Heart Beat ""হার্ট বিট"" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Heart Beat ""হার্ট বিট"", Digital creator, Barishal.

""আসসালামু আলাইকুম""
আপনার না বলা কথাগুলো ফুটে উঠুক
আমার কন্ঠে🎙️
আশা করি সবাই পাশে থাকবেন।
আপনার কোন লেখা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন---
ইউটিউব লিংক:-- https://www.youtube.com/

পারিবারিক সম্পর্কটা একটা বন্ধন। সেটা আপনি যতই যত্ন নিবেন সম্পর্কটা ততই মজবুত হবে। আর যদি আপনি আপনার নিজের স্বার্থের কথা ...
23/09/2025

পারিবারিক সম্পর্কটা একটা বন্ধন। সেটা আপনি যতই যত্ন নিবেন সম্পর্কটা ততই মজবুত হবে। আর যদি আপনি আপনার নিজের স্বার্থের কথা ভাবেন। তাহলে সম্পর্কটায় মরিচা ধরতে থাকবে। আর একটা সময় এসে সম্পর্কটা শেষ হয়ে যাবে।

পৃথিবীতে সবথেকে ওই মানুষটা মানসিক প্রশান্তি পায় যার সাথে পারিবারিক সম্পর্কটা সুন্দর থাকে। জীবন চলার পথে অর্থের প্রয়োজন আছে কিন্তু অর্থ দিয়ে জীবনের প্রয়োজনীয় জিনিসকে ক্রয় করতে পারবেন, ক্ষুধা নিবারণ করতে পারবেন।
কিন্তু মানসিক প্রশান্তি দিয়ে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, বাঁচার অনুপ্রেরণা পাবেন। আর এই মানসিক প্রশান্তি শুধুমাত্র পরিবার থেকেই পাওয়া সম্ভব।

তাই যদি পারেন পরিবারের সাথে সম্পর্কটা বজায় রাখুন। পৃথিবী থেকে চলে গেলে যদি আপনার জন্য কেউ দু ফোটা চোখের পানি না ফেলে তাহলে আপনার অস্তিত্বই কোথায় আর কাদের জন্য এত কিছু রেখে গেলেন যেখানে আপনার নিজের অস্তিত্বই রইলো না---!

দিন শেষে এটা মনে রাখা প্রয়োজন আমরা যা কিছুই করি পরিবারের জন্যই করি। আর পরিবারের জন্য করে যদি, পরিবারের সাথেই সুসম্পর্কটা বজায় রাখতে না পারি তাহলে জীবনটা ব্যর্থ।
_______✍️ Mijanur Rahman

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে। তাছাড়া, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।

Cp

✨ সফলতার পথ — ৪ ধাপে ✨সফল হতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই চলবে না, দরকার সঠিক পরিকল্পনা আর নিয়মিত কাজ। চলুন দেখে নেই ধাপে ধ...
03/09/2025

✨ সফলতার পথ — ৪ ধাপে ✨

সফল হতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই চলবে না, দরকার সঠিক পরিকল্পনা আর নিয়মিত কাজ। চলুন দেখে নেই ধাপে ধাপে —

1️⃣ Dream (স্বপ্ন দেখুন)
স্বপ্ন হবে আপনার দিকনির্দেশনা। তাই স্পষ্টভাবে লিখে ফেলুন কী চান, কেন চান, কখন চান।
👉 বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভেঙে নিন।

2️⃣ Plan (পরিকল্পনা করুন)
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইলে চাই সঠিক রোডম্যাপ।
👉 SMART লক্ষ্য ঠিক করুন (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound)।
👉 সময়সূচি বানান ও প্রয়োজনীয় রিসোর্স ঠিক করুন।

3️⃣ Action (কাজ শুরু করুন)
পরিকল্পনা থাকলেও কাজ না করলে ফল আসবে না।
👉 ছোট থেকে শুরু করুন, কিন্তু নিয়মিত করুন।
👉 প্রতিদিন অন্তত ২টা অগ্রাধিকার কাজ শেষ করুন।

4️⃣ Success (সাফল্য আসবে)
নিয়মিত পরিশ্রমের ফলেই আসবে সফলতা।
👉 ছোট ছোট বিজয়কেও উদযাপন করুন।
👉 কীভাবে আরও উন্নতি করবেন তা ভেবে পরের ধাপে যান।

---

🔥 মনে রাখবেন —
Dream → Plan → Action → Success = সফলতা
#কপি
#সংগৃহীত9

১৫ দিন পর মায়ের কাছে এলো ছেলে। ভেবেছিলো মাকে পরিষ্কার করবে, খাওয়াবে, একটু সময় দেবে… অথচ ছেলে জানেই না, মা তো অনেক আগেই চ...
02/09/2025

১৫ দিন পর মায়ের কাছে এলো ছেলে। ভেবেছিলো মাকে পরিষ্কার করবে, খাওয়াবে, একটু সময় দেবে… অথচ ছেলে জানেই না, মা তো অনেক আগেই চিরবিদায়ের পথে পা বাড়িয়ে ফেলেছেন।

কতটা কষ্টের জানেন?
একজন মা সারাজীবন সন্তানের জন্য অপেক্ষা করে। ঘুম পাড়িয়ে রাখে, না খেয়ে খাওয়ায়, কষ্ট লুকিয়ে হাসে। অথচ শেষ সময়ে সন্তানের একটু সঙ্গও জোটে না…।

আজ ছেলের চোখে জল, অথচ মায়ের চোখ চিরদিনের মতো বন্ধ।আজ ছেলের মন ভেঙে যাচ্ছে, অথচ মায়ের মন যে অনেক আগেই ভেঙে চুরমার হয়েছিল অপেক্ষায় থে9কে…

মা আছে যতদিন—ততদিনই সময় দাও।
ফোন ধরো, খোঁজ নাও, কাছে যাও।
পরে যেন বুক চাপড়াতে না হয়, "আরেকটু যদি সময় দিতাম…"

#মা #অমূল্যসম্পদ #সময়থাকেইমায়েরজন্য

"যে মানুষটাকে আমি ভালোবাসি"আমি চাই সে মানুষটা একান্তই আমারই থাকুক।অন্য কারো সাথে হেঁসে হেঁসে কথা বললে, অন্য কাউকে নিয়ে ...
20/08/2025

"যে মানুষটাকে আমি ভালোবাসি"

আমি চাই সে মানুষটা একান্তই আমারই থাকুক।

অন্য কারো সাথে হেঁসে হেঁসে কথা বললে,
অন্য কাউকে নিয়ে আলোচনা করলে,
এমনকি সোশ্যাল মিডিয়াতে অন্য কাউকে নিয়ে
একটু মাতামাতি করলেও আমার খুব হিংসা হয়।
কারণ আমি চাই তার ভালোলাগা, না লাগা
সবকিছুতেই শুধু আমিই থাকি।

কিন্তু দিন শেষে এই ভালোবাসার অনুভূতি সবাই বোঝেনা।

আর যে বোঝে সে কখনো খুঁজে পায় না---
আর যে পায় সে হারাতে চায় না--!

✍️কলমে:- Mijanur Rahman

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Heart Beat ""হার্ট বিট"" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heart Beat ""হার্ট বিট"":

Share