
23/09/2025
পারিবারিক সম্পর্কটা একটা বন্ধন। সেটা আপনি যতই যত্ন নিবেন সম্পর্কটা ততই মজবুত হবে। আর যদি আপনি আপনার নিজের স্বার্থের কথা ভাবেন। তাহলে সম্পর্কটায় মরিচা ধরতে থাকবে। আর একটা সময় এসে সম্পর্কটা শেষ হয়ে যাবে।
পৃথিবীতে সবথেকে ওই মানুষটা মানসিক প্রশান্তি পায় যার সাথে পারিবারিক সম্পর্কটা সুন্দর থাকে। জীবন চলার পথে অর্থের প্রয়োজন আছে কিন্তু অর্থ দিয়ে জীবনের প্রয়োজনীয় জিনিসকে ক্রয় করতে পারবেন, ক্ষুধা নিবারণ করতে পারবেন।
কিন্তু মানসিক প্রশান্তি দিয়ে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, বাঁচার অনুপ্রেরণা পাবেন। আর এই মানসিক প্রশান্তি শুধুমাত্র পরিবার থেকেই পাওয়া সম্ভব।
তাই যদি পারেন পরিবারের সাথে সম্পর্কটা বজায় রাখুন। পৃথিবী থেকে চলে গেলে যদি আপনার জন্য কেউ দু ফোটা চোখের পানি না ফেলে তাহলে আপনার অস্তিত্বই কোথায় আর কাদের জন্য এত কিছু রেখে গেলেন যেখানে আপনার নিজের অস্তিত্বই রইলো না---!
দিন শেষে এটা মনে রাখা প্রয়োজন আমরা যা কিছুই করি পরিবারের জন্যই করি। আর পরিবারের জন্য করে যদি, পরিবারের সাথেই সুসম্পর্কটা বজায় রাখতে না পারি তাহলে জীবনটা ব্যর্থ।
_______✍️ Mijanur Rahman