Musa Emon

Musa Emon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Musa Emon, Digital creator, Muscat, Al Khadra'.

🧭 Travel Enthusiast | 🎯 Digital Entrepreneur | 📸 Storyteller
🌍 Founder: Hello Oman - বাংলা | Musa Travel & Tourism ✈️
🤝 Connecting 🇧🇩 Bangladesh & 🇴🇲 Oman through experience, service & culture
📬 Managed by 🔹 Noorify Agency
🔗 Inspiring lives.

19/08/2025

প্রতিদিন অনেক মানুষ "বাংলাদেশ বিমানের" টিকেট নেওয়ার জন্য আগ্রহ দেখালেও,দাম শুনে আর সাধ্য হয় না। হ্যাঁ এটাই বাংলাদেশীর বিমান🙏

19/08/2025

হঠাৎ যখন চোখে পরে, কফিশপে বসা কোন ওমান প্রবাসী ভাই, মোবাইলে আমার ভিডিও দেখতেছে, আড়াল থেকে দেখার অনুভূতি সত্যি দারুন🙏ভালোবাসা❤️

19/08/2025

“ওমানে যাওয়ার আগে মাত্র ৯০ রিয়ালের বেতন এগ্রিমেন্টে প্রবাসীদের স্বপ্নকে জিম্মি করা অন্যায়। আমরা দূতাবাসের কাছে আন্তরিক অনুরোধ জানাই—অন্তত ১২০ থেকে ১৫০ রিয়াল ন্যূনতম বেতন নির্ধারণ করুন। প্রবাসীরা তাঁদের ঘর-পরিবার ছেড়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আসেন, তাই তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।” 🇧🇩🤝🇴🇲 #ওমানেরখবর

19/08/2025

বাংলাদেশী খাবার হোটেলের জন্য একজন কারিগর লাগবে,লোকেশন মাস্কাট যোগাযোগ -7952 6264

19/08/2025

মাস্কাট টু চট্রগ্রাম ✈️
ধামাকা অফার আজকেও আছে,
৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ৪৫ কেজি বা ৫৫ কেজি, Whstapp 95923226

রাশেদ, কুমিল্লার এক সাধারণ ছেলে।ছোটবেলায় বাবা মারা যায়, সংসারের হাল ধরতে হয় খুব তাড়াতাড়ি।ধারদেনা করে, আত্মীয়-স্বজনের কাছ...
19/08/2025

রাশেদ, কুমিল্লার এক সাধারণ ছেলে।
ছোটবেলায় বাবা মারা যায়, সংসারের হাল ধরতে হয় খুব তাড়াতাড়ি।

ধারদেনা করে, আত্মীয়-স্বজনের কাছে হাত পেতে, অবশেষে ভিসার টাকা জোগাড় করলো।
ভাবলো— বিদেশে গিয়ে টাকা কামাবে, মা-বোনকে সুখে রাখবে।

কিন্তু বিদেশ মানে আসলেই সুখ?
না, বিদেশ মানে এক অনন্ত লড়াই।

দিনের পর দিন রোদে কাজ করে শরীরটা ভেঙে পড়ছে, রাতে ঘুম নেই—
বেতন আসে না সময়মতো, মালিকের অবহেলা আলাদা।
উপর থেকে পরিবারের ফোন—
“কিস্তির টাকা দে, স্কুলের ফি দে, বাজার করবি কবে?”

রাশেদ বুঝতে পারে— সে শুধু একজন মানুষ না,
সে এখন সবার কাছে একটা “টাকার মেশিন”।

একদিন ক্লান্ত শরীরে কাজ শেষ করে রুমে ফিরলো।
মাকে ফোন দিলো, বললো—
“মা, একটু যদি আমার পাশে থাকতে, মাথায় হাত বুলিয়ে দিতে…”
কথার মাঝেই গলা আটকে গেল।
মা বুঝলো না ছেলের বুকের ভেতরের কান্নাটা।

রাতের বেলা বালিশে মাথা দিলো রাশেদ।
সকাল পর্যন্ত আর ঘুম থেকে উঠলো না।

পরের দিন তার রুমমেট দেখলো—
রাশেদের চোখ বন্ধ, ঠোঁটে শুকনো কান্নার দাগ, বুকের ভেতর নিঃশব্দ চিৎকার।

দেশে খবর গেলো— “হার্ট অ্যাটাকে মারা গেছে।”
কিন্তু সত্যিটা হলো,
রাশেদ মারা গেছে পরিবারের চাপ, সমাজের অবহেলা আর প্রবাসের নিঃসঙ্গতায়।

এখনও প্রতিদিন শত শত রাশেদ ঘুমের মধ্যে হারিয়ে যাচ্ছে।
কেউ ভাবে না, তারা মানুষও কষ্ট পায়।
তাদেরও হাসি, কান্না, স্বপ্ন আছে।

তাদের বোঝেন, তাদের কথা শুনুন।
না হলে একদিন হয়তো আপনার কাছের মানুষও হয়ে যাবে—
আরেকজন রাশেদ।

এই লেখাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির গল্প নয়, বরং বাস্তবতার প্রতিচ্ছবি। প্রবাসীদের জীবনের কষ্ট তুলে ধরার চেষ্টা মাত্র।
#প্রবাসি

18/08/2025

মাস্কাট টু চট্রগ্রাম✈️
ধামাকা অফার সেপ্টেম্বর ১২ তারিখ পযর্ন্ত শেষ, ১৩ তারিখ থেকে আছে ৪৫ কেজি ৫৫ কেজি

18/08/2025

বাংলাদেশী হিসাবে আলাদা পেরা আছেই, তাই একটু বুদ্ধি করে বিমানের টিকেট করুন টাকা বাচান।

ওমানে বাংলাদেশি শ্রমিকদের বেতন আজও ৯০ থেকে ১২০ রিয়ালের মধ্যেই আটকে আছে।অন্য দেশের মানুষরা চায় আমরা এভাবেই থাকি—যাতে আমরা...
18/08/2025

ওমানে বাংলাদেশি শ্রমিকদের বেতন আজও ৯০ থেকে ১২০ রিয়ালের মধ্যেই আটকে আছে।
অন্য দেশের মানুষরা চায় আমরা এভাবেই থাকি—
যাতে আমরা বড় হতে না পারি,
যাতে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি,
যাতে আমরা নিজেরাই নিজেদের ছোট করি।

কিন্তু বাস্তবতা হলো—
আমরা এর দ্বিগুণ, তারও বেশি পাওয়ার যোগ্য।

কারণ আমরা শুধু শ্রম দিই না, আমরা রক্ত-ঘাম ঝরিয়ে এই দেশের বহু সেক্টরকে দাঁড় করিয়ে রাখি।

তাই আমাদের প্রথম কাজ হলো নিজেদের দিকে ফোকাস করা।
নিজের যোগ্যতা প্রমাণ করা।
দক্ষতা বাড়ানো।
এক হয়ে দাঁড়ানো।

যেদিন আমরা নিজের মূল্য নিজেরাই প্রমাণ করতে পারবো,
সেদিন কেউ আর আমাদের ৯০–১২০ রিয়ালে বেঁধে রাখতে পারবে না।

___________✍️
Musa Ahmed মাস্কাট, ওমান

18/08/2025

✈️ধামাকা অফার✈️
মাস্কাট টু চট্রগ্রাম
৪০+৫ = ৩৬ রিয়াল ৫০০
৫০+৫ = ৪৬ রিয়াল ৫০০ সালাম এয়ার

18/08/2025

বড় কোম্পানির রিপ্রেজেনটেটিভ কাস্টমার,
যখন টিকেট এর টাকা নিয়ে বাটাপারি করে,
তখন আমাদের মতন মাঝারি উদ্যোগতাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়।

যাইহোক বিস্তারিত সুন্দর ভাবে, কোন কোম্পানি এবং ব্যাক্তি ছবি, টিকিট সহ সামনে আসবে ইনশাআল্লাহ।

Address

Muscat
Al Khadra'
315

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musa Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musa Emon:

Share