24/11/2025
হঠাৎ এমন এক শূন্যতা নেমে আসে, মনে হয় ভেতরের দেয়ালগুলো এক এক করে ভেঙে পড়ছে। বুকটা যেন নিজের ওজনেই চাপা পড়ে যাচ্ছে। কাউকে কিছু বলার ভাষা থাকে না, কথাগুলো গলায় জমে পাথর হয়ে যায়। শক্তি থাকে না সামলানোর, শুধু নীরবে গুঁড়িয়ে যাই নিজের ভেতরের অন্ধকারে। তখন মনে হয়… আমি ধীরে ধীরে নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছি, অচেনা এক শূন্যতার দিকে।