29/01/2025
চোখে পানি চলে আসার মত,
একটু পড়ে দেখুন....
"কিছুদিন আগে নখ কাটছিলাম। নখগুলো টেবিলের উপর ছিল।নখ কাটা শেষ হতে না হতেই দেখি তিন-চারটা পিঁপড়া এসে একটা নখ নিয়ে যাবার জন্য টানা হেঁচড়া করছে।তখন হঠৎ করে মনে এ ভাবনার উদয় হলো....
যতক্ষন এ নখগুলো আমার দেহের সাথে সংযুক্ত ছিল তখন কোন পিঁপড়ে এসে তা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেনি,কিন্তু যেই না তা আমার দেহ থেকে বিচ্ছিন্ন হলো তখনি তা পিঁপড়ের খাবারে পরিণত হলো।
ঠিক তেমনি যখন আমার দেহ থেকে আমার প্রাণ বের হয়ে যাবে,আমার শত যত্নে গড়া এ সাঁধের দেহ মাটির ঘরে রেখে আসা হবে তখন এ দেহের কোন দাম থাকবে না,হোক না তা যতই সুন্দর কিংবা কুৎসিত, সাদা কিংবা কালো, চিকন কিংবা মোটা, ঢিলে-ঢালা শরীর কিংবা ব্যায়ামের মাধ্যমে গড়া শরীর।
অবশেষে তা হবে পোকা-মাকড়ের আর পিঁপড়ের খাবার,পরিণত হবে তাদের বসত বাড়ীতে।মাটির দেহ অবশেষে মাটির সাথেই মিশে যাবে শুধু বেঁচে থাকবে আমার আমল আর আমার কর্ম।
হে আল্লাহ্! আমি তো মাটি দিয়ে গড়া এক আদম সন্তান, যার দেহ পঁচে যাবে আর পরিণত হবে পোকা-মাকড়ের খাবারে তবুও এই অস্থায়ী দেহ দ্বারা তোমার যে ইবাদত করা হয় তুমি তা কবুল করে নাও
এবং আরো বেশী নেক আমল করার তৌফিক দান করুন আমিন।